ETV Bharat / state

অজয়ের জলে তলিয়ে এক যুবক, মেলেনি দেহ

author img

By

Published : Sep 16, 2020, 9:28 PM IST

Updated : Sep 16, 2020, 10:19 PM IST

আজ দুপুর একটা নাগাদ অজয় নদীতে স্নান করতে আসে মামার বাড়ির বন্ধুদের সাথে । নদীতে জলের গভীরতা বেশি হওয়ার কারণে তলিয়ে যায় । বাবলু হাজরার পরিবারের অভিযোগ অজয় নদীতে যত্রতত্র বেআইনিভাবে বালি তোলা হয়েছে । কিন্তু এই এলাকাগুলিতে বিপজ্জনক বলে চিহ্নিতকরণ করা হয়নি প্রশাসনের পক্ষ থেকেও ।

durgapur news
durgapur news

দুর্গাপুর, 16 সেপ্টেম্বর : মামার বাড়ি বেড়াতে এসে কাঁকসার শিবপুর ঘাটে অজয়ের জলে তলিয়ে গেল বছর ১৮ র তরতাজা যুবক । তলিয়ে যাওয়া যুবকের নাম বাবলু হাজরা । কাঁকসা থানার পুলিশ দেরীতে এলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা । নদীতে বালি তোলার কারণে এই বিপত্তি বলে অভিযোগ ওই যুবকের পরিবারের।

বীরভূমের বোলপুর থেকে বাবলু হাজরা গতকাল কৃষ্ণপুর বাগানে মামার বাড়ি আসে মা বাবার সাথে দিদাকে দেখতে । আজ দুপুর একটা নাগাদ অজয় নদীতে স্নান করতে আসে মামার বাড়ির বন্ধুদের সাথে । নদীতে জলের গভীরতা বেশি হওয়ার কারণে তলিয়ে যায় । এলাকাবাসীরা দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করলেও বিকাল পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি । এলাকাবাসীদের অভিযোগ চার ঘণ্টা পেরিয়ে গেলেও প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করেননি । এলাকাবাসীরা কাঁকসা থানার পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় । পরে বিকালে ডিজ়াস্টার ম্যানেজমেন্টর লোকেরা আসে । ডুবুরি নামানো হয় । বাবলু হাজরার পরিবারের অভিযোগ অজয় নদীতে এইভাবে যত্রতত্র বেআইনিভাবে বালি তোলা হয়েছে । কিন্তু এই এলাকাগুলিতে বিপজ্জনক বলে চিহ্নিতকরণ করা হয়নি । আর সেই কারণেই এই দুর্ঘটনা ঘটল ।

দুর্গাপুর, 16 সেপ্টেম্বর : মামার বাড়ি বেড়াতে এসে কাঁকসার শিবপুর ঘাটে অজয়ের জলে তলিয়ে গেল বছর ১৮ র তরতাজা যুবক । তলিয়ে যাওয়া যুবকের নাম বাবলু হাজরা । কাঁকসা থানার পুলিশ দেরীতে এলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা । নদীতে বালি তোলার কারণে এই বিপত্তি বলে অভিযোগ ওই যুবকের পরিবারের।

বীরভূমের বোলপুর থেকে বাবলু হাজরা গতকাল কৃষ্ণপুর বাগানে মামার বাড়ি আসে মা বাবার সাথে দিদাকে দেখতে । আজ দুপুর একটা নাগাদ অজয় নদীতে স্নান করতে আসে মামার বাড়ির বন্ধুদের সাথে । নদীতে জলের গভীরতা বেশি হওয়ার কারণে তলিয়ে যায় । এলাকাবাসীরা দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করলেও বিকাল পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি । এলাকাবাসীদের অভিযোগ চার ঘণ্টা পেরিয়ে গেলেও প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করেননি । এলাকাবাসীরা কাঁকসা থানার পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় । পরে বিকালে ডিজ়াস্টার ম্যানেজমেন্টর লোকেরা আসে । ডুবুরি নামানো হয় । বাবলু হাজরার পরিবারের অভিযোগ অজয় নদীতে এইভাবে যত্রতত্র বেআইনিভাবে বালি তোলা হয়েছে । কিন্তু এই এলাকাগুলিতে বিপজ্জনক বলে চিহ্নিতকরণ করা হয়নি । আর সেই কারণেই এই দুর্ঘটনা ঘটল ।

Last Updated : Sep 16, 2020, 10:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.