ETV Bharat / state

দুর্গাপুরে কারখানায় গ্যাস লিক করে মৃত শ্রমিক

author img

By

Published : Jun 8, 2020, 6:35 PM IST

প্রাথমিক অনুমান, বিষাক্ত গ্যাস দুর্ঘটনায় মৃত্যু হয় দুর্গাপুরের এক বেসরকারি কারখানার শ্রমিকের । মৃত শ্রমিকের পরিবার যাতে উপযুক্ত ক্ষতিপূরণ পায় তার দাবি তুলল শ্রমিকেরা । তদন্ত চালাচ্ছে পুলিশ ।

a worker dead due to gas leakage in durgapur
অনুমান বিষাক্ত গ্যাস লিকের কারণে মৃত্যু 1

দুর্গাপুর, 8 জুন : বেসরকারি কারখানার গ্যাস দুর্ঘটনায় মৃত শ্রমিক । মৃতের নাম ধর্মেন্দ্র যাদব । প্রাথমিক অনুমান, বিষাক্ত কার্বন-মনোক্সাইড গ্যাস লিক হয়ে এই ঘটনাটি ঘটে । সোমবার কাঁকসার বাসকোপা শিল্প তালুকের বেসরকারি কারখানার ঘটনা । কারখানার শ্রমিকেরা মৃতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি তুলেছেন ।

বছর 33-র যুবক ধর্মেন্দ্র আসানসোলের কুলটি এলাকার বাসিন্দা ছিলেন । আজ ভোর 5টায় বাসকোপার ওই বেসরকারি কারখানায় 3 নম্বর ইউনিট ব্লাস্ট ফার্নেস বিভাগে কার্বন-মনোক্সাইড গ্যাস লিক করে । সেখান থেকেই ধর্মেন্দ্রের অচৈতন্য দেহ মেলে । সহকর্মীরা তড়িঘড়ি করে ধর্মেন্দ্রকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান ।

খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ দ্রুত ঘটনা স্থানে যায় । তারপর সেখান থেকে হাসপাতালে যায় । চিকিৎসকরা ধর্মেন্দ্রকে মৃত বলে ঘোষণা করেন । কারখানার অন্য শ্রমিকেরা মৃত ধর্মেন্দ্রের পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানিয়েছে । অন্যদিকে পুলিশ তদন্ত শুরু করেছে । ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছে পুলিশ ।

উল্লেখ্য এর আগে দুর্গাপুরের রাষ্ট্রায়ত্ত দুর্গাপুর ইস্পাত কারখানায় বেশ কয়েকবার বিষাক্ত কার্বন মনোক্সাইড গ্যাস লিক করার ঘটনা ঘটেছে । একাধিক কর্মীর মৃত্যুর ঘটনাও ঘটেছে DSP কারখানায় । এবার বেসরকারি কারখানায় একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল ।

দুর্গাপুর, 8 জুন : বেসরকারি কারখানার গ্যাস দুর্ঘটনায় মৃত শ্রমিক । মৃতের নাম ধর্মেন্দ্র যাদব । প্রাথমিক অনুমান, বিষাক্ত কার্বন-মনোক্সাইড গ্যাস লিক হয়ে এই ঘটনাটি ঘটে । সোমবার কাঁকসার বাসকোপা শিল্প তালুকের বেসরকারি কারখানার ঘটনা । কারখানার শ্রমিকেরা মৃতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি তুলেছেন ।

বছর 33-র যুবক ধর্মেন্দ্র আসানসোলের কুলটি এলাকার বাসিন্দা ছিলেন । আজ ভোর 5টায় বাসকোপার ওই বেসরকারি কারখানায় 3 নম্বর ইউনিট ব্লাস্ট ফার্নেস বিভাগে কার্বন-মনোক্সাইড গ্যাস লিক করে । সেখান থেকেই ধর্মেন্দ্রের অচৈতন্য দেহ মেলে । সহকর্মীরা তড়িঘড়ি করে ধর্মেন্দ্রকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান ।

খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ দ্রুত ঘটনা স্থানে যায় । তারপর সেখান থেকে হাসপাতালে যায় । চিকিৎসকরা ধর্মেন্দ্রকে মৃত বলে ঘোষণা করেন । কারখানার অন্য শ্রমিকেরা মৃত ধর্মেন্দ্রের পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানিয়েছে । অন্যদিকে পুলিশ তদন্ত শুরু করেছে । ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছে পুলিশ ।

উল্লেখ্য এর আগে দুর্গাপুরের রাষ্ট্রায়ত্ত দুর্গাপুর ইস্পাত কারখানায় বেশ কয়েকবার বিষাক্ত কার্বন মনোক্সাইড গ্যাস লিক করার ঘটনা ঘটেছে । একাধিক কর্মীর মৃত্যুর ঘটনাও ঘটেছে DSP কারখানায় । এবার বেসরকারি কারখানায় একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.