ETV Bharat / state

এ-রাজ্যে NRC হবেই, দাবি বঙ্গ BJP-র প্রচারিত পুস্তিকায় - বিজেপি

CAA-র সমর্থনে বাড়ি বাড়ি প্রচারাভিযানে গিয়ে পুস্তিকা বিলি করছে রাজ্য BJP ৷ এই পুস্তিকাটির শেষ পাতায় স্পষ্ট করে লেখা রয়েছে NRC লাগু হওয়ার কথা । বঙ্গ BJP-র তরফে প্রচারিত এই পুস্তিকাকে ঘিরেই বিতর্ক ছড়িয়েছে ৷

CAA
বঙ্গ BJP প্রকাশিত পুস্তিকা
author img

By

Published : Jan 7, 2020, 11:24 PM IST

দুর্গাপুর, 7 জানুয়ারি : কেন্দ্রের তরফে প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী, সকলেই জানিয়েছেন, এখনও NRC নিয়ে কোনও আলোচনা হয়নি ৷ তবে বঙ্গ BJP-র পক্ষ থেকে নাগরিকত্ব সংশোধনী আইন, 2019 শীর্ষক পুস্তিকার শেষ পাতায় বলা হচ্ছে, "এরপরেই এ রাজ্যে NRC লাগু হবে ৷" CAA-র সমর্থনে বাড়ি বাড়ি প্রচারাভিযানে গিয়ে পুস্তিকা বিলি করছে রাজ্য BJP ৷ সেই পুস্তিকাতেই NRC প্রসঙ্গে এমন উল্লেখ রয়েছে ৷

BJP-র রাজ্য কমিটির সহ-সভাপতি বিশ্বপ্রিয় রায়চৌধুরীকে এ-বিষয়ে প্রশ্ন করলে তিনি স্পষ্ট বলেন "এ রাজ্যেও তো নাগরিকত্ব সংশোধনী আইন হবে ।"

দুর্গাপুরে রাজনৈতিক কর্মসূচীতে আজ যোগ দিতে এসেছিলেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী ৷ এই পুস্তিকা দেখে তিনি বলেন, "BJP-র যারা এই বই নিয়ে NRC হবে বলে প্রচার করছে, তারা সেদিন কেন কিছু বলল না, যেদিন নরেন্দ্র মোদি বুক চাপড়ে বলল NRC হবে না? তাহলে BJP-র কথা প্রধানমন্ত্রী শুনছেন না? না কি প্রধানমন্ত্রীর কথা BJP শুনছে না? এই ফ্যাসিস্ট শক্তির এটাই রেওয়াজ । এদের মুখ আর মুখোশ । একটা কথা বলে আরেকটা কাজ করে । দেশের সর্বনাশ করে দেবে এরা ।"

এই পুস্তিকাটির শেষ পৃষ্ঠায় স্পষ্ট করে লেখা রয়েছে NRC লাগু হওয়ার কথা । যা নিয়ে এত বিতর্ক তা লিখিত আকারে BJP-র পক্ষ থেকে বিলি করা হচ্ছে শুনে পশ্চিম বর্ধমানের তৃণমূল জেলা সভাপতি জীতেন্দ্র তিওয়ারি বলেন, "ওদের তো এই ইচ্ছে আছেই যে এ রাজ্যে NRC লাগু করার, রাজ্যের মানুষকে তাড়িয়ে দেওয়ার, বিভেদ তৈরি করার । কিন্তু মমতা বন্দোপাধ্যায় যতদিন পর্যন্ত জীবিত আছেন এই রাজ্যে NRC লাগু হবে না ।"

দুর্গাপুর, 7 জানুয়ারি : কেন্দ্রের তরফে প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী, সকলেই জানিয়েছেন, এখনও NRC নিয়ে কোনও আলোচনা হয়নি ৷ তবে বঙ্গ BJP-র পক্ষ থেকে নাগরিকত্ব সংশোধনী আইন, 2019 শীর্ষক পুস্তিকার শেষ পাতায় বলা হচ্ছে, "এরপরেই এ রাজ্যে NRC লাগু হবে ৷" CAA-র সমর্থনে বাড়ি বাড়ি প্রচারাভিযানে গিয়ে পুস্তিকা বিলি করছে রাজ্য BJP ৷ সেই পুস্তিকাতেই NRC প্রসঙ্গে এমন উল্লেখ রয়েছে ৷

BJP-র রাজ্য কমিটির সহ-সভাপতি বিশ্বপ্রিয় রায়চৌধুরীকে এ-বিষয়ে প্রশ্ন করলে তিনি স্পষ্ট বলেন "এ রাজ্যেও তো নাগরিকত্ব সংশোধনী আইন হবে ।"

দুর্গাপুরে রাজনৈতিক কর্মসূচীতে আজ যোগ দিতে এসেছিলেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী ৷ এই পুস্তিকা দেখে তিনি বলেন, "BJP-র যারা এই বই নিয়ে NRC হবে বলে প্রচার করছে, তারা সেদিন কেন কিছু বলল না, যেদিন নরেন্দ্র মোদি বুক চাপড়ে বলল NRC হবে না? তাহলে BJP-র কথা প্রধানমন্ত্রী শুনছেন না? না কি প্রধানমন্ত্রীর কথা BJP শুনছে না? এই ফ্যাসিস্ট শক্তির এটাই রেওয়াজ । এদের মুখ আর মুখোশ । একটা কথা বলে আরেকটা কাজ করে । দেশের সর্বনাশ করে দেবে এরা ।"

এই পুস্তিকাটির শেষ পৃষ্ঠায় স্পষ্ট করে লেখা রয়েছে NRC লাগু হওয়ার কথা । যা নিয়ে এত বিতর্ক তা লিখিত আকারে BJP-র পক্ষ থেকে বিলি করা হচ্ছে শুনে পশ্চিম বর্ধমানের তৃণমূল জেলা সভাপতি জীতেন্দ্র তিওয়ারি বলেন, "ওদের তো এই ইচ্ছে আছেই যে এ রাজ্যে NRC লাগু করার, রাজ্যের মানুষকে তাড়িয়ে দেওয়ার, বিভেদ তৈরি করার । কিন্তু মমতা বন্দোপাধ্যায় যতদিন পর্যন্ত জীবিত আছেন এই রাজ্যে NRC লাগু হবে না ।"

Intro:"" প্রশ্নঃ এরপরে কি পশ্চিমবঙ্গে এন আর সি লাগু হবে?
উত্তরঃ হ্যাঁ, এর পরে এরাজ্যেও এন আর সি লাগু হবে""- রাজ্য বিজেপি র পক্ষ থেকে সিএএ র সমর্থনে বাড়ি বাড়ি প্রচারাভিযানে যে পুস্তিকা দেওয়া হচ্ছে তাতে এরাজ্যে এরপরে এন আর সি লাগু হওয়ার কথা স্পষ্ট করে লেখা আর তাই নিয়ে দেখা দিয়েছে রাজনৈতিক বিতর্ক।সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ""এখনই এন আর সি নিয়ে কোনও আলোচনা হয়নি।"" তাহলে রাজ্য বিজেপি র পক্ষ থেকে ""নাগরিকত্ব সংশোধনী আইন ২০১৯""এই বই এর শেষ পাতার শেষ প্রশ্নের উত্তরে এরপরেই এরাজ্যে এন আর সি লাগু হবে একথা কিভাবে বলা হল? এই সংবাদ প্রথম প্রকাশ্যে নিয়ে আসে ইটিভি ভারত।দুর্গাপুরে রাজনৈতিক কর্মসূচি তে যোগ দিতে এসে বামপরিষদীয় দলনেতা সূজন চক্রবর্তী এই বই দেখে বলেন,""বিজেপির যারা এই বই নিয়ে এন আর সি হবে বলে প্রচার করছে তারা সেদিন কেনও বলল না কিছু যেদিন নরেন্দ্র মোদী বুক চাপড়ে বলল এন আর সি হবে না।তাহলে বিজেপি র কথা প্রধানমন্ত্রী শুনছেন না, নাকি প্রধানমন্ত্রীর কথা বিজেপি শুনছেন না?এই ফ্যাসিস্ট শক্তির এটাই রেওয়াজ।এদের মুখ আর মুখোশ।একটা কথা বলে আর একটা কাজ করে।দেশের সর্বনাশ করে দেবে এরা।"" এই পুস্তকটির শেষ পৃষ্ঠায় স্পষ্ট করে লেখা সিএএ হয়েছে এর পরেই এন আর সি লাগু হবে।যা নিয়ে এত বিতর্ক তা লিখিত আকারে বিজেপি র পক্ষ থেকে বিলি করা হচ্ছে এটা শুনে পশ্চিম বর্ধমান জেলার টিএমসি সভাপতি জীতেন্দ্র তিওয়ারি বলেন,""ওদের তো এই ইচ্ছে আছেই যে এরাজ্যে এন আর সি লাগু করার।রাজ্যের মানুষকে তাড়িয়ে দেওয়ার, বিভেদ তৈরি করার।কিন্তু মমতা বন্দোপাধ্যায় যতদিন পর্যন্ত জীবিত আছেন এই রাজ্যে এন আর সি লাগু হবে না।""বিজেপি র পক্ষ থেকে দুর্গাপুরে সিএএ নিয়ে যে প্রচার চলছে তাতে লাগাতার রাজ্য নেতাদের পক্ষ থেকে নেতৃত্ব দিতে দেখা যাচ্ছে বিজেপিভ্র রাজ্য কমিটির সহসভাপতি বিশ্বপ্রিয় রায়চৌধুরী। তিনি এই পুস্তিকা নিয়ে ইতিমধ্যেই দুর্গাপুরের রায়ডাঙ্গায় রিফিউজি কলোনির বাড়ি বাড়ি ঘুরেছেন।তিনি এই এন আর সি প্রসঙ্গে সুজন চক্রবর্তীদের বিরোধিতার বিরোধিতা করে ইটিভি ভারত কে জানালেন,""এরাজ্যেও তো নাগরিক পঞ্জীকরন আইন হবে।""
তাহলে প্রশ্ন উঠছে এন আর সি নিয়ে লোকসভায় কোনও আলোচনা হয়নি,এক্ষুনি এন আর সি নয় এসব কথা যে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলা হয়েছে তা মিথ্যা?তাহলে কি এই রাজ্যে এন আর সি লাগুর ব্লু-প্রিন্ট ও কি তৈরি? এর উত্তর দেবে সময়।ইটিভি ভারত এই বই হাতে পাওয়ার পরেই এরাজ্যে এরপরে এন আর সি লাগুর এই ইস্যু প্রকাশ্যে নিয়ে আসে।Body:GConclusion:H
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.