দুর্গাপুর, 7 জানুয়ারি : কেন্দ্রের তরফে প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী, সকলেই জানিয়েছেন, এখনও NRC নিয়ে কোনও আলোচনা হয়নি ৷ তবে বঙ্গ BJP-র পক্ষ থেকে নাগরিকত্ব সংশোধনী আইন, 2019 শীর্ষক পুস্তিকার শেষ পাতায় বলা হচ্ছে, "এরপরেই এ রাজ্যে NRC লাগু হবে ৷" CAA-র সমর্থনে বাড়ি বাড়ি প্রচারাভিযানে গিয়ে পুস্তিকা বিলি করছে রাজ্য BJP ৷ সেই পুস্তিকাতেই NRC প্রসঙ্গে এমন উল্লেখ রয়েছে ৷
BJP-র রাজ্য কমিটির সহ-সভাপতি বিশ্বপ্রিয় রায়চৌধুরীকে এ-বিষয়ে প্রশ্ন করলে তিনি স্পষ্ট বলেন "এ রাজ্যেও তো নাগরিকত্ব সংশোধনী আইন হবে ।"
দুর্গাপুরে রাজনৈতিক কর্মসূচীতে আজ যোগ দিতে এসেছিলেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী ৷ এই পুস্তিকা দেখে তিনি বলেন, "BJP-র যারা এই বই নিয়ে NRC হবে বলে প্রচার করছে, তারা সেদিন কেন কিছু বলল না, যেদিন নরেন্দ্র মোদি বুক চাপড়ে বলল NRC হবে না? তাহলে BJP-র কথা প্রধানমন্ত্রী শুনছেন না? না কি প্রধানমন্ত্রীর কথা BJP শুনছে না? এই ফ্যাসিস্ট শক্তির এটাই রেওয়াজ । এদের মুখ আর মুখোশ । একটা কথা বলে আরেকটা কাজ করে । দেশের সর্বনাশ করে দেবে এরা ।"
এই পুস্তিকাটির শেষ পৃষ্ঠায় স্পষ্ট করে লেখা রয়েছে NRC লাগু হওয়ার কথা । যা নিয়ে এত বিতর্ক তা লিখিত আকারে BJP-র পক্ষ থেকে বিলি করা হচ্ছে শুনে পশ্চিম বর্ধমানের তৃণমূল জেলা সভাপতি জীতেন্দ্র তিওয়ারি বলেন, "ওদের তো এই ইচ্ছে আছেই যে এ রাজ্যে NRC লাগু করার, রাজ্যের মানুষকে তাড়িয়ে দেওয়ার, বিভেদ তৈরি করার । কিন্তু মমতা বন্দোপাধ্যায় যতদিন পর্যন্ত জীবিত আছেন এই রাজ্যে NRC লাগু হবে না ।"