ETV Bharat / state

Road Accident in Asansol: জাতীয় সড়কের গর্তে পড়ে বেসামাল বাইক ! তিন যুবককে পিষে দিল লরি

Horrific accident in Asansol: জাতীয় সড়কে মেরামতির জেরে রাস্তার ইতিউতি খোঁড়া রয়েছে গর্ত ৷ তার জেরেই ফের দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ ৷ বাইক নিয়ে পিছলে পড়ার পর তিন যুবকের উপর দিয়ে চলে গেল লরি ৷ প্রাণ গেল তিনজনেরই ৷

Etv Bharat
প্রতীকী ছবি
author img

By

Published : Jul 26, 2023, 10:05 AM IST

Updated : Jul 26, 2023, 10:14 AM IST

পথ দুর্ঘটনায় তিন যুবকের মৃত্যুতে প্রতিবেশীর বক্তব্য

আসানসোল, 26 জুলাই: পথ দুর্ঘটনায় তিন যুবকের মৃত্যু। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে আসানসোল উত্তর থানার অন্তর্গত শীতলা মোড়ের কাছে 19 নম্বর জাতীয় সড়কে । জানা গিয়েছে, জাতীয় সড়কে দু'টি বাইকে চেপে আসছিলেন 6 যুবক। প্রথমে দু'টি বাইকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে । যার ফলে রাস্তায় ছিটকে পড়েন তিন যুবক ৷ তখনই দ্রুতগতির একটি লরি এসে পিষে দেয় তাঁদের। বাকি তিনজনও আহত হয়ে আসানসোল জেলা হাসপাতালে ভরতি ।

পুলিশের প্রাথমিক অনুমান , দু'টি মোটর সাইকেলে 6 যুবক বাড়ি ফিরছিলেন । 19 নম্বর জাতীয় সড়কে শীতলা মোড়ের কাছে মেরামতির কাজ চলায় সেখানে তাদের বাইক কোনওভাবে পিছলে যায় । তার ফলে দু'টি বাইকের মধ্যে সংঘর্ষ হয় যায় । যার জেরে রাস্তার উপর ছিটকে পড়ে 6 জনই । এরপরেই একটি দ্রুতগতির লরি এসে তার মধ্যে তিন যুবককে পিষে দিয়ে চলে যায় । বাকি তিনজনও গুরুতর আহত হন ।

স্থানীয় বাসিন্দারা ঘটনাটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয় । আসানসোল উত্তর থানার পুলিশ এসে ঘটনাস্থল থেকে 6 জনকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসে । সেখানে প্রথমে দু'জনকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন । চিকিৎসা চলাকালীন রাতেই আরও এক যুবকের মৃত্যু হয় ।

প্রতিবেশীদের সূত্রে জানা গিয়েছে, ওই তিন যুবকের মধ্যে সোনু কুমার যাদব (25) আসানসোল দক্ষিণ থানার সরস্বতী পল্লি এলাকার বাসিন্দা ৷ আপকার গার্ডেন সংলগ্ন এলাকার বাসিন্দা রাহুল রাউত (27), আসানসোল উত্তর থানার ধাদকা এলাকার বাসিন্দা অবিনাশ চৌধুরী (26)। বাকি তিনজন চিকিৎসাধীন ।

আরও পড়ুন : দুর্গাপুর নগর নিগমের বিভিন্ন ওয়ার্ডে ছড়াচ্ছে ডেঙ্গি, সরব বিজেপি

জাতীয় সড়কে মেরামতি ও সারাইয়ের কাজ হয় চলার জন্য বারবার দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ । তা নিয়ে এর আগেও অনেকেই সরব হয়েছেন । অভিযোগ উঠছে কোনও জায়গাকে 'মার্ক' না করেই সেখানে রাস্তার খোঁড়াখুড়ি চালানো হচ্ছে । ফলে অন্ধকারে গাড়ি চালাতে গিয়ে গর্তের মধ্যে পড়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন অনেকেই । মঙ্গলবার রাতের ঘটনা সেইভাবেই ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে । জাতীয় সড়কের খোঁড়াখুঁড়ির কারণে ওই তিন যুবকের বাইক পিছলে যায় । আর যার ফলে এই দুর্ঘটনা ।

যদিও ঘাতক লরির কোনও সন্ধান এখনও পাওয়া যায়নি । পুলিশের পক্ষ থেকে তৎক্ষণাৎ প্রত্যেকটি নাকা পয়েন্টে বিষয়টি জানানো হয় । যদিও লরিটিকে আটক করা যায়নি । পুলিশ সিসিটিভি দেখে তদন্ত চালিয়ে লরিটিকে চিহ্নিত করার পাশাপাশি কীভাবে ঘটনাটি ঘটল তা জানার চেষ্টা চালাচ্ছে । বুধবার মৃত তিন যুবকের ময়নাতদন্তের পর তাদের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে ।

পথ দুর্ঘটনায় তিন যুবকের মৃত্যুতে প্রতিবেশীর বক্তব্য

আসানসোল, 26 জুলাই: পথ দুর্ঘটনায় তিন যুবকের মৃত্যু। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে আসানসোল উত্তর থানার অন্তর্গত শীতলা মোড়ের কাছে 19 নম্বর জাতীয় সড়কে । জানা গিয়েছে, জাতীয় সড়কে দু'টি বাইকে চেপে আসছিলেন 6 যুবক। প্রথমে দু'টি বাইকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে । যার ফলে রাস্তায় ছিটকে পড়েন তিন যুবক ৷ তখনই দ্রুতগতির একটি লরি এসে পিষে দেয় তাঁদের। বাকি তিনজনও আহত হয়ে আসানসোল জেলা হাসপাতালে ভরতি ।

পুলিশের প্রাথমিক অনুমান , দু'টি মোটর সাইকেলে 6 যুবক বাড়ি ফিরছিলেন । 19 নম্বর জাতীয় সড়কে শীতলা মোড়ের কাছে মেরামতির কাজ চলায় সেখানে তাদের বাইক কোনওভাবে পিছলে যায় । তার ফলে দু'টি বাইকের মধ্যে সংঘর্ষ হয় যায় । যার জেরে রাস্তার উপর ছিটকে পড়ে 6 জনই । এরপরেই একটি দ্রুতগতির লরি এসে তার মধ্যে তিন যুবককে পিষে দিয়ে চলে যায় । বাকি তিনজনও গুরুতর আহত হন ।

স্থানীয় বাসিন্দারা ঘটনাটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয় । আসানসোল উত্তর থানার পুলিশ এসে ঘটনাস্থল থেকে 6 জনকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসে । সেখানে প্রথমে দু'জনকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন । চিকিৎসা চলাকালীন রাতেই আরও এক যুবকের মৃত্যু হয় ।

প্রতিবেশীদের সূত্রে জানা গিয়েছে, ওই তিন যুবকের মধ্যে সোনু কুমার যাদব (25) আসানসোল দক্ষিণ থানার সরস্বতী পল্লি এলাকার বাসিন্দা ৷ আপকার গার্ডেন সংলগ্ন এলাকার বাসিন্দা রাহুল রাউত (27), আসানসোল উত্তর থানার ধাদকা এলাকার বাসিন্দা অবিনাশ চৌধুরী (26)। বাকি তিনজন চিকিৎসাধীন ।

আরও পড়ুন : দুর্গাপুর নগর নিগমের বিভিন্ন ওয়ার্ডে ছড়াচ্ছে ডেঙ্গি, সরব বিজেপি

জাতীয় সড়কে মেরামতি ও সারাইয়ের কাজ হয় চলার জন্য বারবার দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ । তা নিয়ে এর আগেও অনেকেই সরব হয়েছেন । অভিযোগ উঠছে কোনও জায়গাকে 'মার্ক' না করেই সেখানে রাস্তার খোঁড়াখুড়ি চালানো হচ্ছে । ফলে অন্ধকারে গাড়ি চালাতে গিয়ে গর্তের মধ্যে পড়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন অনেকেই । মঙ্গলবার রাতের ঘটনা সেইভাবেই ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে । জাতীয় সড়কের খোঁড়াখুঁড়ির কারণে ওই তিন যুবকের বাইক পিছলে যায় । আর যার ফলে এই দুর্ঘটনা ।

যদিও ঘাতক লরির কোনও সন্ধান এখনও পাওয়া যায়নি । পুলিশের পক্ষ থেকে তৎক্ষণাৎ প্রত্যেকটি নাকা পয়েন্টে বিষয়টি জানানো হয় । যদিও লরিটিকে আটক করা যায়নি । পুলিশ সিসিটিভি দেখে তদন্ত চালিয়ে লরিটিকে চিহ্নিত করার পাশাপাশি কীভাবে ঘটনাটি ঘটল তা জানার চেষ্টা চালাচ্ছে । বুধবার মৃত তিন যুবকের ময়নাতদন্তের পর তাদের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে ।

Last Updated : Jul 26, 2023, 10:14 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.