ETV Bharat / state

Phensedyl Recovered: রাজস্থান থেকে নিষিদ্ধ মাদক পাচার বঙ্গে! 60 লক্ষ টাকার ফেনসিডিল উদ্ধারে ধৃত তিন

ভিন রাজ্য থেকে বাংলায় পাচার হচ্ছিল নিষিদ্ধ মাদক ৷ আর তা ফাঁস করল রাজ্য এসটিএফ ও আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের নিউ টাউনশিপ থানার পুলিশ ৷ উদ্ধার হওয়া নিষিদ্ধ ফেনসিডিলের বাজারমূল্য প্রায় 60 লক্ষ টাকা ৷

রাজস্থান থেকে নিষিদ্ধ মাদক পাচার বঙ্গে
Phensedyl Recovered
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 2, 2023, 7:04 PM IST

প্রায় 60 লক্ষ টাকার ফেনসিডিল উদ্ধারে ধৃত তিন

দুর্গাপুর, 2 অক্টোবর: পুজোর আগে বড়সড় সাফল্য এসটিএফ ও আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের নিউ টাউনশিপ থানার পুলিশের। রবিবার রাত এবং সোমবার দুপুরে এই দু'দিনে রাজস্থান থেকে দু'টি পৃথক লরিতে ডিনার সেটের আড়ালে আসা বিপুল পরিমাণ নিষিদ্ধ ফেনসিডিলের বোতল উদ্ধার হয়েছে। দু'দিনে প্রায় কুড়ি হাজারের বেশি নিষিদ্ধ বোতলের বাজার মূল্য প্রায় 60 লক্ষ টাকা বলে অনুমান পুলিশের ৷ উদ্ধারের পাশাপাশি গ্রেফতার করা হয়েছে তিনজনকে।

ভিন রাজ্য থেকে বঙ্গে পাচার হচ্ছিল নিষিদ্ধ এই ফেনসিডিল। রবিবার রাতে দুর্গাপুরের 19 নম্বর জাতীয় সড়কের পাশে রাজ্য এসটি এফের অভিযানে দুর্গাপুরের নিউ টাউনসিপ থানার এবিএল মোড় থেকে একটি ট্রাক থেকে 25টি বস্তায় 50টি বাক্সে 5 হাজার বোতল নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার হয়। তাতে গ্রেফতার হয় দু'জন। সোমবার ফের দুর্গাপুরের গান্ধি মোড়ে 19 নম্বর জাতীয় সড়ক থেকে আরও একটি ট্রাকে অভিযান চালিয়ে ডিনার সেটের অন্তরালে 75টি বস্তায় দেড়শো বাক্সে প্রায় 15 হাজার বোতল ফেনসিডিল উদ্ধার হয়। এই ঘটনায় গ্রেফতার হয় আরও একজন।

উদ্ধার হওয়া ফেনসিডিলের বাজার মূল্য প্রায় 60 লক্ষ টাকা। এসটিএফ সূত্রে খবর, রাজস্থান থেকে দু'টি ট্রাকে করে কুড়ি হাজার বোতল নিষিদ্ধ ফেনসিডিল বঙ্গে প্রবেশ করে। এই ফেনসিডিলগুলি ডানকুনিতে নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে, এই অভিযান চালানো হয়। এই চক্র কতদিন ধরে এই ব্যবসা চালাত, এই চক্রের পিছনে আরও কাদের যোগ রয়েছে? এই পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্ত চালাচ্ছে রাজ্য এসটিএফ। হুগলির ডানকুনিতে রিসিভার কে ছিল? তার খোঁজও তল্লাশি শুরু করেছে রাজ্য এসটিএফ-এর কর্তারা।

এর আগেও বহুবার এসটিএফ-এর কড়া নজরদারিতে নিষিদ্ধ ফেনসিডিলের বোতল উদ্ধারের ঘটনা ঘটলেও এত বিপুল পরিমাণ বোতল উদ্ধারের ঘটনা খুব কম। গ্রেফতার হওয়া তিনজনকে আপাতত জিজ্ঞাসাবাদ চালাবে এসটিএফ কর্তারা। রাজস্থানের কারা এই ব্যবসার সাথে জড়িত সেই সত্যেও পৌঁছতে চাইছে এসটিএফ কর্তারা।

আরও পড়ুন: 7 লক্ষ টাকার নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার

প্রায় 60 লক্ষ টাকার ফেনসিডিল উদ্ধারে ধৃত তিন

দুর্গাপুর, 2 অক্টোবর: পুজোর আগে বড়সড় সাফল্য এসটিএফ ও আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের নিউ টাউনশিপ থানার পুলিশের। রবিবার রাত এবং সোমবার দুপুরে এই দু'দিনে রাজস্থান থেকে দু'টি পৃথক লরিতে ডিনার সেটের আড়ালে আসা বিপুল পরিমাণ নিষিদ্ধ ফেনসিডিলের বোতল উদ্ধার হয়েছে। দু'দিনে প্রায় কুড়ি হাজারের বেশি নিষিদ্ধ বোতলের বাজার মূল্য প্রায় 60 লক্ষ টাকা বলে অনুমান পুলিশের ৷ উদ্ধারের পাশাপাশি গ্রেফতার করা হয়েছে তিনজনকে।

ভিন রাজ্য থেকে বঙ্গে পাচার হচ্ছিল নিষিদ্ধ এই ফেনসিডিল। রবিবার রাতে দুর্গাপুরের 19 নম্বর জাতীয় সড়কের পাশে রাজ্য এসটি এফের অভিযানে দুর্গাপুরের নিউ টাউনসিপ থানার এবিএল মোড় থেকে একটি ট্রাক থেকে 25টি বস্তায় 50টি বাক্সে 5 হাজার বোতল নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার হয়। তাতে গ্রেফতার হয় দু'জন। সোমবার ফের দুর্গাপুরের গান্ধি মোড়ে 19 নম্বর জাতীয় সড়ক থেকে আরও একটি ট্রাকে অভিযান চালিয়ে ডিনার সেটের অন্তরালে 75টি বস্তায় দেড়শো বাক্সে প্রায় 15 হাজার বোতল ফেনসিডিল উদ্ধার হয়। এই ঘটনায় গ্রেফতার হয় আরও একজন।

উদ্ধার হওয়া ফেনসিডিলের বাজার মূল্য প্রায় 60 লক্ষ টাকা। এসটিএফ সূত্রে খবর, রাজস্থান থেকে দু'টি ট্রাকে করে কুড়ি হাজার বোতল নিষিদ্ধ ফেনসিডিল বঙ্গে প্রবেশ করে। এই ফেনসিডিলগুলি ডানকুনিতে নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে, এই অভিযান চালানো হয়। এই চক্র কতদিন ধরে এই ব্যবসা চালাত, এই চক্রের পিছনে আরও কাদের যোগ রয়েছে? এই পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্ত চালাচ্ছে রাজ্য এসটিএফ। হুগলির ডানকুনিতে রিসিভার কে ছিল? তার খোঁজও তল্লাশি শুরু করেছে রাজ্য এসটিএফ-এর কর্তারা।

এর আগেও বহুবার এসটিএফ-এর কড়া নজরদারিতে নিষিদ্ধ ফেনসিডিলের বোতল উদ্ধারের ঘটনা ঘটলেও এত বিপুল পরিমাণ বোতল উদ্ধারের ঘটনা খুব কম। গ্রেফতার হওয়া তিনজনকে আপাতত জিজ্ঞাসাবাদ চালাবে এসটিএফ কর্তারা। রাজস্থানের কারা এই ব্যবসার সাথে জড়িত সেই সত্যেও পৌঁছতে চাইছে এসটিএফ কর্তারা।

আরও পড়ুন: 7 লক্ষ টাকার নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.