ETV Bharat / state

অমানবিক! বিড়াল শাবককে শুন্যে ছুড়ে উল্লাস, গ্রেফতার ৩ - বিড়াল শাবককে শুন্যে ছুঁড়ে উল্লাস

ক্যামেরায় স্লো মোশন করে তাদের পুরো কর্মকাণ্ড রেকর্ড করে ওই কিশোররা ৷ পরে তা সোশ্যাল মিডিয়ায় আপলোড করে ৷ মুহূর্তে তা ভাইরাল হয়ে যায় ৷ আতঁকে ওঠেন পশুপ্রেমী থেকে সাধারণ মানুষ ৷ নিরীহ অবলা পশুর এমন করুণ দুর্দশা দেখে গর্জে ওঠেন পশুপ্রেমীরা ৷ একটি পশুপ্রেমী সংগঠনের তরফে আসানসোল দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করা হয় ।

বিড়াল শাবককে শুন্যে ছুঁড়ে উল্লাস
বিড়াল শাবককে শুন্যে ছুঁড়ে উল্লাস
author img

By

Published : May 23, 2021, 5:04 PM IST

আসানসোল, 23 মে : মান আর হুঁশ নিয়ে মানুষ ৷ কিন্তু এই মানুষ মান আর হুঁশ হারিয়ে কতটা নির্মম হতে পারে তা টের পেল একটি মার্জার শাবক ৷ সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ সেখানে দেখা যাচ্ছে, গামছা দিয়ে একটি বিড়াল শাবককে ধরে শুন্যে ছুড়ছে এক কিশোর ৷ নির্মমভাবে সেখান থেকে মাটিতে লুটিয়ে পড়ছে শাবকটি ৷ যা দেখে উল্লাসে মাতছেন বাকিরা ৷

ক্যামেরায় স্লো মোশন করে তাদের পুরো কর্মকাণ্ড রেকর্ড করে ওই কিশোররা ৷ পরে তা সোশ্যাল মিডিয়ায় আপলোড করে ৷ মুহূর্তে তা ভাইরাল হয়ে যায় ৷ আতঁকে ওঠেন পশুপ্রেমী থেকে সাধারণ মানুষ ৷ নিরীহ অবলা পশুর এমন করুণ দুর্দশা দেখে গর্জে ওঠেন পশুপ্রেমীরা ৷ একটি পশুপ্রেমী সংগঠনের তরফে আসানসোল দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করা হয় ।

বিড়াল শাবককে শুন্যে ছুঁড়ে উল্লাস

আরও পড়ুন : যশ মোকাবিলায় রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী, দেওয়া হল আপতকালীন নম্বর

পুলিশ তৎপর হয়ে তদন্তে নামে । চিহ্নিত করা হয় তিনজনকে । তারা বুধা সুমথপল্লী এলাকার বাসিন্দা । পরে পুলিশ তাদের গ্রেফতার করে । তিনজনের মধ্যে দুজন নাবালক । পশুপ্রেমী সৌরভ মুখোপাধ্যায় জানিয়েছেন, ‘‘নৃশংস এই দৃশ্য দেখে থানায় অভিযোগ করি । পুলিশ দ্রুততার সঙ্গে গ্রেফতার করেছে । আইন আইনের পথে চলুক । উপযুক্ত শাস্তি হোক । যাতে ভবিষ্যতে এই ধরনের কাজ করতে সবাই ভয় পায় ।’’

আসানসোল, 23 মে : মান আর হুঁশ নিয়ে মানুষ ৷ কিন্তু এই মানুষ মান আর হুঁশ হারিয়ে কতটা নির্মম হতে পারে তা টের পেল একটি মার্জার শাবক ৷ সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ সেখানে দেখা যাচ্ছে, গামছা দিয়ে একটি বিড়াল শাবককে ধরে শুন্যে ছুড়ছে এক কিশোর ৷ নির্মমভাবে সেখান থেকে মাটিতে লুটিয়ে পড়ছে শাবকটি ৷ যা দেখে উল্লাসে মাতছেন বাকিরা ৷

ক্যামেরায় স্লো মোশন করে তাদের পুরো কর্মকাণ্ড রেকর্ড করে ওই কিশোররা ৷ পরে তা সোশ্যাল মিডিয়ায় আপলোড করে ৷ মুহূর্তে তা ভাইরাল হয়ে যায় ৷ আতঁকে ওঠেন পশুপ্রেমী থেকে সাধারণ মানুষ ৷ নিরীহ অবলা পশুর এমন করুণ দুর্দশা দেখে গর্জে ওঠেন পশুপ্রেমীরা ৷ একটি পশুপ্রেমী সংগঠনের তরফে আসানসোল দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করা হয় ।

বিড়াল শাবককে শুন্যে ছুঁড়ে উল্লাস

আরও পড়ুন : যশ মোকাবিলায় রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী, দেওয়া হল আপতকালীন নম্বর

পুলিশ তৎপর হয়ে তদন্তে নামে । চিহ্নিত করা হয় তিনজনকে । তারা বুধা সুমথপল্লী এলাকার বাসিন্দা । পরে পুলিশ তাদের গ্রেফতার করে । তিনজনের মধ্যে দুজন নাবালক । পশুপ্রেমী সৌরভ মুখোপাধ্যায় জানিয়েছেন, ‘‘নৃশংস এই দৃশ্য দেখে থানায় অভিযোগ করি । পুলিশ দ্রুততার সঙ্গে গ্রেফতার করেছে । আইন আইনের পথে চলুক । উপযুক্ত শাস্তি হোক । যাতে ভবিষ্যতে এই ধরনের কাজ করতে সবাই ভয় পায় ।’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.