রানিগঞ্জ, 28 অক্টোবর : উত্তরাখণ্ডে দুর্ঘটনায় মৃত পশ্চিম বর্ধমানের রানিগঞ্জের 2 পর্যটক ৷ আহত হয়েছেন রানিগঞ্জের আরও তিন বাসিন্দা । দুর্ঘটনায় স্থানীয় সিপিএম নেতা কিশোর ঘটক এবং প্রাক্তন শিক্ষিকা চন্দনা খাঁ মারা গিয়েছেন বলে জানা গিয়েছে ৷ 21 অক্টোবর রানিগঞ্জ থেকে বেশ কয়েকজন মিলে উত্তরাখণ্ডে বেড়াতে গিয়েছিলেন ৷
আহত তিনজনের মধ্যে রয়েছেন সিয়ারসোল রাজবাড়ির বাসিন্দা জগন্ময় কাঞ্জিলাল ও তাঁর স্ত্রী ৷ আহত হয়েছেন মৃত কিশোর ঘটকের বোন ৷ তাঁদের বাগেশ্বর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ মৃত কিশোর ঘটক সিয়ারসোল অঞ্চলের বাসিন্দা ৷ মৃত চন্দনা খাঁ রানিগঞ্জ টিডিবি কলেজ আবাসনের বাসিন্দা ৷
জানা গিয়েছে, উত্তরাখণ্ডে পর্যটকদের দু'টি গাড়ির মুখোমুখি সংঘর্ষের জেরে একটি গাড়ি খাদে পড়ে যায় ৷ দুর্ঘটনায় এ রাজ্যের 5 জনের মৃত্যু হয়েছে ৷ তাঁদের মধ্যে দুজনের পরিচয় জানা গেলেও বাকি তিনজনের পরিচয় এখনও জানা যায়নি ৷
উত্তরাখণ্ড প্রশাসনের তরফে জানানো হয়েছে, পিথোরাগড় জেলার মুন্সিয়ারি থেকে পর্যটকদের নিয়ে একটি গাড়ি বাগেশ্বরের কৌশানী যাচ্ছিল ৷ তখনই কাপকোটের শামা এলাকার জাসরৌলিতে দুর্ঘটনাটি ঘটে ৷ আরও একটি গাড়ি উল্টে যাওয়ার খবর পাওয়া গিয়েছে ৷ একটি গাড়ি মুন্সিয়ারি থেকে পশ্চিমবঙ্গের পর্যটকদের নিয়ে বাগেশ্বরে ফিরছিল ৷
আরও পড়ুন : Uttarakhand Tourist Death : উত্তরাখণ্ডে খাদে পড়ল গাড়ি, মৃত 5 বাঙালি পর্যটক
গাড়িটি উত্তরাখণ্ডের হালদওয়ানি এলাকার ৷ প্রাথমিকভাবে প্রশাসনের তরফে জানানো হয়েছে, একটি গাড়ির ব্রেক ফেল করে গিয়েছিল ৷ মুন্সিয়ারি থেকে শামা হয়ে কৌশানী যাওয়ার সময় ট্রাভেলার গাড়ি দু'টির মুখোমুখি সংঘর্ষ হয় ৷ তবে, গাড়ি দু'টির চালক সামান্য আহত হয়েছেন ৷ স্থানীয় গ্রামবাসীদের মতে, খাদে গাড়ি পড়ে যাওয়ায় 5 জন পর্যটক প্রাণ হারিয়েছেন ৷
দু'টি গাড়ির মুখোমুখি সংঘর্ষে একটি গাড়ি খাদে পড়ে যাওয়ার পাশাপাশি, অন্য গাড়িটি রাস্তার উপরেই উল্টে যায় ৷ উল্টে যাওয়া গাড়িটির যাত্রীরা সকলেই অল্প বিস্তর আহত হয়েছেন ৷ পর্যটন সংস্থার তরফে জানানো হয়েছে, মোট 3টি গাড়ি ভাড়া করেছিল পর্যটকদের একটি দল ৷ সবক'টি গাড়ি কৌশানী যাচ্ছিল ৷ খাদে পড়ে যাওয়া গাড়ি থেকে কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে ৷ পর্যটন সংস্থার সদস্যরাও ঘটনাস্থলে গিয়েছেন বলে খবর ৷