ETV Bharat / state

আসানসোলে হাতির হামলায় মৃত 2 - 1 dead in an elephant attack in asansol

সকাল থেকে বিভিন্ন এলাকায় দাপিয়ে বেড়ায় হাতিটি ৷ হামলার আশঙ্কায় আতঙ্ক ছড়ায় ৷

hathi_attack
হাতির হানায় মৃত 1
author img

By

Published : Jan 28, 2020, 9:51 AM IST

Updated : Jan 29, 2020, 6:43 AM IST

আসানসোল, 28 জানুয়ারি : আসানসোলে হাতির হামলায় মৃত্যু হল 2 জনের ৷ মৃতদের নাম অলকা বাউরি (56) এবং রামু যাদব (45) ৷ পরে ঘুমপাড়ানি গুলি ছুড়ে কাবু করা হয় হাতিটিকে ৷

আজ সকালে দামোদর পেরিয়ে হাতিটি হীরাপুর এলাকায় ঢোকে । কালাঝরিয়া গ্রামে অলোকা বাউরি নামে ওই বাসিন্দা শৌচকর্ম করতে মাঠে গেছিলেন ৷ সেইসময় হাতির সামনে পড়ে যান । তাঁকে সেখানেই পিষে দেয় হাতিটি । ঘটনাস্থানেই মহিলার মৃত্যু হয় । সারাদিন কালাঝরিয়া এলাকায় ঘুরে বেড়ায় হাতিটি । গ্রামবাসীদের বারেবারে তাড়িয়ে নিয়ে যায় । সন্ধ্যার পর কালাঝরিয়া এলাকা থেকে ইসমাইলের দিকে এগোতে থাকে । তালকুড়ি, নতুনডি গ্রাম এলাকা পেরিয়ে ইসমাইলের পথে যাওয়ার সময় পথে রামু যাদব নামে ওই ব্যক্তিকে সামনে পেয়ে পিষে দেয় হাতিটি । বাসিন্দারা তড়িঘড়ি রামুকে হাসপাতালে নিয়ে এলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ।

আসানসোলে হাতির হানায় মৃত 2

সকাল থেকে পরপর দু'জনকে মারলেও বনবিভাগের কর্মীরা প্রথমে হাতিটিকে তাড়িয়ে নিয়ে যেতে পারেননি ৷ শেষ পর্যন্ত আসানসোলের মহিশিলা কলোনির সানভিউ পার্কে হাতিটিকে ঘুমপাড়ানি গুলি ছোড়া হয় । দুটি ঘুমপাড়ানি গুলি ছুড়তেই নিস্তেজ হয়ে পড়ে হাতিটি । এরপর একটি ছোটো ডোবাতে পাঁকের মধ্যে নেমে যায় । বনকর্মীরা চেন দিয়ে বেঁধে হাতিটিকে তোলার চেষ্টা করছেন ।

আসানসোল, 28 জানুয়ারি : আসানসোলে হাতির হামলায় মৃত্যু হল 2 জনের ৷ মৃতদের নাম অলকা বাউরি (56) এবং রামু যাদব (45) ৷ পরে ঘুমপাড়ানি গুলি ছুড়ে কাবু করা হয় হাতিটিকে ৷

আজ সকালে দামোদর পেরিয়ে হাতিটি হীরাপুর এলাকায় ঢোকে । কালাঝরিয়া গ্রামে অলোকা বাউরি নামে ওই বাসিন্দা শৌচকর্ম করতে মাঠে গেছিলেন ৷ সেইসময় হাতির সামনে পড়ে যান । তাঁকে সেখানেই পিষে দেয় হাতিটি । ঘটনাস্থানেই মহিলার মৃত্যু হয় । সারাদিন কালাঝরিয়া এলাকায় ঘুরে বেড়ায় হাতিটি । গ্রামবাসীদের বারেবারে তাড়িয়ে নিয়ে যায় । সন্ধ্যার পর কালাঝরিয়া এলাকা থেকে ইসমাইলের দিকে এগোতে থাকে । তালকুড়ি, নতুনডি গ্রাম এলাকা পেরিয়ে ইসমাইলের পথে যাওয়ার সময় পথে রামু যাদব নামে ওই ব্যক্তিকে সামনে পেয়ে পিষে দেয় হাতিটি । বাসিন্দারা তড়িঘড়ি রামুকে হাসপাতালে নিয়ে এলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ।

আসানসোলে হাতির হানায় মৃত 2

সকাল থেকে পরপর দু'জনকে মারলেও বনবিভাগের কর্মীরা প্রথমে হাতিটিকে তাড়িয়ে নিয়ে যেতে পারেননি ৷ শেষ পর্যন্ত আসানসোলের মহিশিলা কলোনির সানভিউ পার্কে হাতিটিকে ঘুমপাড়ানি গুলি ছোড়া হয় । দুটি ঘুমপাড়ানি গুলি ছুড়তেই নিস্তেজ হয়ে পড়ে হাতিটি । এরপর একটি ছোটো ডোবাতে পাঁকের মধ্যে নেমে যায় । বনকর্মীরা চেন দিয়ে বেঁধে হাতিটিকে তোলার চেষ্টা করছেন ।

Intro:আসানসোলের হিরাপুরে হাতির হানায় মৃত্যু হল এক মহিলার। আজ সকালে একটি হাতি হিরাপুরের কালাঝরিয়া গ্রামে ঢুকে পড়ে। সকালে শৌচকর্ম করতে গিয়ে ওই মহিলা হাতির মুখোমুখি হয় এবং তাকে হাতিটি পিষে দেয়। স্থানীয় সূত্রে জানা গেছে মহিলার নাম অলকা বাউরী(৫৬)। তার বাড়ি স্থানীয় কালাঝরিয়া গ্রামে।
অনুমান করা হচ্ছে খাবারের সন্ধানে দামোদর নদী ডিঙিয়ে বাঁকুড়ার দিক থেকে দামোদরের এই পাড়ে চলে এসেছিল হাতিটি। দামোদর নদীর তীরে কালাঝরিয়া গ্রামে ঢুকে পড়ে। সকালে শৌচ কর্ম করতে গিয়ে হাতির মুখোমুখি হয়ে যান অলকা দেবী। তাকে পিষে দেয় হাতিটি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।গ্রামবাসীরা হাতি তাড়ানোর জন্য গোটা গ্রামকে ঘিরে রেখেছে।Body:..Conclusion:
Last Updated : Jan 29, 2020, 6:43 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.