ETV Bharat / state

Coal Mine Incident: মাঝ খনিতে ডুলির যন্ত্রাংশ বিকল, দু’ঘণ্টা পর উদ্ধার 14 শ্রমিক - খনিতে আটকে 14 শ্রমিক

আসানসোলে খনিতে বিপত্তি ৷ ডুলির যন্ত্রাংশ খারাপ হয়ে মাঝ খনিতে আটকে 14 শ্রমিক (Accident in a Coal mine) ৷ বহু চেষ্টার পর উদ্ধার করা হয়েছে শ্রমিকদের ৷ কীভাবে ঘটনার তদন্ত শুরু করেছে ইসিএল কর্তৃপক্ষ।

Coal Mine Incident
আসানসোলে মাঝ খনিতে বিকল শ্রমিক -সহ ডুলি
author img

By

Published : Dec 30, 2022, 4:07 PM IST

Updated : Dec 30, 2022, 8:03 PM IST

মাঝ খনিতে ডুলির যন্ত্রাংশ বিকল

আসানসোল, 30 ডিসেম্বর: আসানসোলে খনি দুর্ঘটনা ৷ বেশ কিছুক্ষণ খনিতে আটকে থাকতে হল 14 শ্রমিককে ৷ ঘণ্টা দুয়েকের চেষ্টায় শ্রমিকদের উদ্ধার করা গিয়েছে শেষমেশ ৷ আসানসোলের ইসিএলের সোদপুর এরিয়ার কুলটির চিনাকুড়ি 1ও 2 নম্বর খনিতে শুক্রবার এই ঘটনাটি ঘটেছে (Labors are Stuck in a Mine) । হতাহাতের খবর নেই ৷

জানা গিয়েছে, শ্রমিকদের খনিতে নামানোর আগে পরীক্ষামূলকভাবে ডুলিটিকে বেশ কয়েকবার খনি গহ্বরে নামানো হয়েছিল ৷ ডুলিটির কার্যকারিতা নিশ্চিত হওয়ার পরেই, শ্রমিকদের ডুলিতে করে নামানোর উদ্যোগ নেওয়া হয় ৷ কিন্তু শ্রমিকরা ডুলিতে করে খনির অর্ধেকটা নামার সময়েই মাঝ পথে বিকল হয়ে যায় ডুলির যন্ত্রাংশ (Coal Mine Incident) ৷ আতঙ্কিত হয়ে পড়েন শ্রমিকরা ৷ খবর পেয়েই শ্রমিকদের উদ্ধার করতে উদ্যোগ নেওয়া হয় ৷

আরও পড়ুন: ইটভাটার শ্রমিক পরিবারের শিশুদের শিক্ষার আলো দেখাতে প্রচারে প্রশাসন

প্রায় দু'ঘণ্টা পর হাতে করে চাকা ঘুরিয়ে ধীরে ধীরে ডুলিটিকে উপরে নিয়ে আসা হয় । দীর্ঘ প্রচেষ্টার পর উদ্ধার করা হয় 14 জন শ্রমিককে । ওই ডুলিতে ছিলেন মাইনিং সরদার যোগেন্দ্র মাহাতো । তিনি বলেন "এই ধরনের ঘটনা ঘটতেই পারে । সকালে খালি ডুলিটিকে বেশ কয়েকবার উপর থেকে নীচে পাঠানো হয় পরীক্ষা করার জন্য । নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত হওয়ার পরেই শ্রমিকদের নিয়ে যাওয়া হয়েছিল ।" ইতিমধ্যেই বিভাগীয় তদন্ত শুরু করেছে ইসিএল কর্তৃপক্ষ ।

মাঝ খনিতে ডুলির যন্ত্রাংশ বিকল

আসানসোল, 30 ডিসেম্বর: আসানসোলে খনি দুর্ঘটনা ৷ বেশ কিছুক্ষণ খনিতে আটকে থাকতে হল 14 শ্রমিককে ৷ ঘণ্টা দুয়েকের চেষ্টায় শ্রমিকদের উদ্ধার করা গিয়েছে শেষমেশ ৷ আসানসোলের ইসিএলের সোদপুর এরিয়ার কুলটির চিনাকুড়ি 1ও 2 নম্বর খনিতে শুক্রবার এই ঘটনাটি ঘটেছে (Labors are Stuck in a Mine) । হতাহাতের খবর নেই ৷

জানা গিয়েছে, শ্রমিকদের খনিতে নামানোর আগে পরীক্ষামূলকভাবে ডুলিটিকে বেশ কয়েকবার খনি গহ্বরে নামানো হয়েছিল ৷ ডুলিটির কার্যকারিতা নিশ্চিত হওয়ার পরেই, শ্রমিকদের ডুলিতে করে নামানোর উদ্যোগ নেওয়া হয় ৷ কিন্তু শ্রমিকরা ডুলিতে করে খনির অর্ধেকটা নামার সময়েই মাঝ পথে বিকল হয়ে যায় ডুলির যন্ত্রাংশ (Coal Mine Incident) ৷ আতঙ্কিত হয়ে পড়েন শ্রমিকরা ৷ খবর পেয়েই শ্রমিকদের উদ্ধার করতে উদ্যোগ নেওয়া হয় ৷

আরও পড়ুন: ইটভাটার শ্রমিক পরিবারের শিশুদের শিক্ষার আলো দেখাতে প্রচারে প্রশাসন

প্রায় দু'ঘণ্টা পর হাতে করে চাকা ঘুরিয়ে ধীরে ধীরে ডুলিটিকে উপরে নিয়ে আসা হয় । দীর্ঘ প্রচেষ্টার পর উদ্ধার করা হয় 14 জন শ্রমিককে । ওই ডুলিতে ছিলেন মাইনিং সরদার যোগেন্দ্র মাহাতো । তিনি বলেন "এই ধরনের ঘটনা ঘটতেই পারে । সকালে খালি ডুলিটিকে বেশ কয়েকবার উপর থেকে নীচে পাঠানো হয় পরীক্ষা করার জন্য । নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত হওয়ার পরেই শ্রমিকদের নিয়ে যাওয়া হয়েছিল ।" ইতিমধ্যেই বিভাগীয় তদন্ত শুরু করেছে ইসিএল কর্তৃপক্ষ ।

Last Updated : Dec 30, 2022, 8:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.