ETV Bharat / state

East Bengal Foundation Day: আসানসোলে ইস্টবেঙ্গলের 104তম জন্মদিন পালন, ছিলেন লাল-হলুদের মহিলা ফুটবলার মিনা খাতুন

author img

By

Published : Aug 1, 2023, 7:54 PM IST

104th Birthday Celebration of East Bengal: ইস্টবেঙ্গলের 104 তম জন্মদিনে জমজমাট উৎসব আসানসোলে ৷ সমর্থকরা ক্লাবের জন্মদিন উপলক্ষে কেক কাটলেন, বেলুন ও পতাকা দিয়ে সাজালেন পুরো এলাকা ৷ আসানসোলের মহিশিলা কলোনির এই উৎসবে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল মহিলা ফুটবল দলের ক্যাপ্টেন মিনা খাতুন ৷

East Bengal Foundation Day ETV BHARAT
East Bengal Foundation Day

ইস্টবেঙ্গলের 104তম জন্মদিন উদযাপন আসানসোলে

আসানসোল, 1 অগস্ট: ইস্টবেঙ্গল ক্লাবের 104তম জন্মদিন পালন হল আসানসোলে ৷ মঙ্গলবার লাল-হলুদ বেলুন দিয়ে সাজিয়ে আসানসোলের মহিশিলা কলোনির সমর্থকরা ইস্টবেঙ্গল ক্লাবের জন্মদিন পালন করল ৷ কাটা হল বিশাল বড় মাপের একটি কেকও ৷ এই উদযাপনে উপস্থিত ছিলেন 2023 সালের কন্যাশ্রী কাপ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল মহিলা ফুটবল দলের ক্যাপ্টেন মিনা খাতুন ৷

আসানসোলের মহিশিলাতে গড়ে উঠেছিল রিফিউজি কলোনি ৷ পূর্ববঙ্গ থেকে চলে আসা বহু মানুষ সেই সময় আশ্রয় নিয়েছিল মহিশিলাতে ৷ তাদের জমির পাট্টা দেওয়া হয় ৷ সেই মহিশিলা কলোনিতে পূর্ববঙ্গ থেকে আসা মানুষের সংখ্যাই সবচেয়ে বেশি ৷ আর এখানকার ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবও বহু পুরনো ৷ তারা বেশ কয়েক বছর ধরেই ইস্টবেঙ্গল ক্লাবের জন্মদিনকে বর্ণাঢ্যভাবে পালন করে ৷ নানান বিনোদনমূলক অনুষ্ঠানের সঙ্গে সমাজ সেবামূলক অনুষ্ঠানও করা হয় ৷ ক্লাবের জন্মদিনেও তার অন্যথা হল না ৷

মঙ্গলবার সেই রকমভাবেই ইস্টবেঙ্গল ক্লাবের 104তম জন্মদিন পালিত হল মহিশিলা কলোনির শিমুলতলা এলাকায় ৷ উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর মানস দাস এবং এলাকায় বসবাসকারী ইস্টবেঙ্গল ক্লাবের প্রবীণ ও নবীন সমর্থকরা ৷ আমন্ত্রণ জানানো হয়েছিল 2023 সালের কন্যাশ্রী কাপ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল মহিলা দলের ক্যাপ্টেন মিনা খাতুনকে ৷ এ দিন কেক কেটে, ইস্টবেঙ্গল ক্লাবের পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় ৷ লাল-হলুদ বেলুন দিয়ে সাজানো হয়েছিল ৷ লাল হলুদ পতাকায় মুড়ে ফেলা হয় পুরো এলাকা ৷ ইস্টবেঙ্গল সমর্থক কৃতি ছাত্র-ছাত্রীদের পুরস্কৃত করা হয় ৷ রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল ৷ প্রচুর ইস্টবেঙ্গল সমর্থক রক্তদান করেছেন ৷

আরও পড়ুন: লাল-হলুদের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই বাংলার মিলনমেলা

ইস্টবেঙ্গল মহিলা দলের ফুটবলার মিনা খাতুন বলেন, "আমি যেভাবে বাগনান থেকে লড়াই করে ইস্টবেঙ্গল দলে সুযোগ পেয়েছি ৷ তেমনি বাকি মেয়েরাও যদি উৎসাহ পায়, তাহলে তাঁরা ইস্টবেঙ্গল কেন ভারতীয় দলেও সুযোগ পেতে পারেন ৷ এখন সমস্ত জেলাতেই মহিলা ফুটবল দল আছে ৷ মেয়েরা এগিয়ে আসছে খেলতে এটা জেনে ভালো লাগছে ৷ আর আমাকে আসানসোলে আমন্ত্রণ জানানোয় আজ গর্বিত অনুভব করছি ৷ এমন সম্মান পেয়ে আমি উচ্ছ্বসিত ৷"

ইস্টবেঙ্গলের 104তম জন্মদিন উদযাপন আসানসোলে

আসানসোল, 1 অগস্ট: ইস্টবেঙ্গল ক্লাবের 104তম জন্মদিন পালন হল আসানসোলে ৷ মঙ্গলবার লাল-হলুদ বেলুন দিয়ে সাজিয়ে আসানসোলের মহিশিলা কলোনির সমর্থকরা ইস্টবেঙ্গল ক্লাবের জন্মদিন পালন করল ৷ কাটা হল বিশাল বড় মাপের একটি কেকও ৷ এই উদযাপনে উপস্থিত ছিলেন 2023 সালের কন্যাশ্রী কাপ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল মহিলা ফুটবল দলের ক্যাপ্টেন মিনা খাতুন ৷

আসানসোলের মহিশিলাতে গড়ে উঠেছিল রিফিউজি কলোনি ৷ পূর্ববঙ্গ থেকে চলে আসা বহু মানুষ সেই সময় আশ্রয় নিয়েছিল মহিশিলাতে ৷ তাদের জমির পাট্টা দেওয়া হয় ৷ সেই মহিশিলা কলোনিতে পূর্ববঙ্গ থেকে আসা মানুষের সংখ্যাই সবচেয়ে বেশি ৷ আর এখানকার ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবও বহু পুরনো ৷ তারা বেশ কয়েক বছর ধরেই ইস্টবেঙ্গল ক্লাবের জন্মদিনকে বর্ণাঢ্যভাবে পালন করে ৷ নানান বিনোদনমূলক অনুষ্ঠানের সঙ্গে সমাজ সেবামূলক অনুষ্ঠানও করা হয় ৷ ক্লাবের জন্মদিনেও তার অন্যথা হল না ৷

মঙ্গলবার সেই রকমভাবেই ইস্টবেঙ্গল ক্লাবের 104তম জন্মদিন পালিত হল মহিশিলা কলোনির শিমুলতলা এলাকায় ৷ উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর মানস দাস এবং এলাকায় বসবাসকারী ইস্টবেঙ্গল ক্লাবের প্রবীণ ও নবীন সমর্থকরা ৷ আমন্ত্রণ জানানো হয়েছিল 2023 সালের কন্যাশ্রী কাপ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল মহিলা দলের ক্যাপ্টেন মিনা খাতুনকে ৷ এ দিন কেক কেটে, ইস্টবেঙ্গল ক্লাবের পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় ৷ লাল-হলুদ বেলুন দিয়ে সাজানো হয়েছিল ৷ লাল হলুদ পতাকায় মুড়ে ফেলা হয় পুরো এলাকা ৷ ইস্টবেঙ্গল সমর্থক কৃতি ছাত্র-ছাত্রীদের পুরস্কৃত করা হয় ৷ রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল ৷ প্রচুর ইস্টবেঙ্গল সমর্থক রক্তদান করেছেন ৷

আরও পড়ুন: লাল-হলুদের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই বাংলার মিলনমেলা

ইস্টবেঙ্গল মহিলা দলের ফুটবলার মিনা খাতুন বলেন, "আমি যেভাবে বাগনান থেকে লড়াই করে ইস্টবেঙ্গল দলে সুযোগ পেয়েছি ৷ তেমনি বাকি মেয়েরাও যদি উৎসাহ পায়, তাহলে তাঁরা ইস্টবেঙ্গল কেন ভারতীয় দলেও সুযোগ পেতে পারেন ৷ এখন সমস্ত জেলাতেই মহিলা ফুটবল দল আছে ৷ মেয়েরা এগিয়ে আসছে খেলতে এটা জেনে ভালো লাগছে ৷ আর আমাকে আসানসোলে আমন্ত্রণ জানানোয় আজ গর্বিত অনুভব করছি ৷ এমন সম্মান পেয়ে আমি উচ্ছ্বসিত ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.