আগরতলা, 9 জানুয়ারি: আগামী মাসে ত্রিপুরা বিধানসভা নির্বাচন (Tripura Assembly Elections 2023) ৷ তার আগে ফের ত্রিপুরার রাজনৈতিক পরিস্থিতি অশান্ত হয়ে উঠেছে বলে অভিযোগ ৷ সাম্প্রতিককালে ধলাই জেলার কমলপুর মহকুমার একটি সিপিআইএম পার্টি অফিসে আগুন লাগানোর ঘটনা ঘটে ৷ সেই নিয়ে এবার ত্রিপুরা সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিত্তে (Chief Electoral Officer Kiran Gitte)-কে চিঠি লিখেছেন (Tripura CPIM Writes to CEO Seeking Inquiry into Party Office Fire Incident) ৷ সেখানে পার্টি অফিসে আগুন লাগানোর ঘটনায় পুলিশকে তদন্তের নির্দেশ দিতে আর্জি জানিয়েছেন তিনি ৷
কিরণ গিত্তেকে লেখা চিঠিতে তিনি উল্লেখ করেছেন, ‘‘বিচলিত মনে আমি আপনাকে জানাতে চাই, 2023 সালের 7 জানুয়ারি রাত 11টার সময় কমলপুর মহকুমায় মানিকভান্ডারে সিপিআইএম-এর পার্টি অফিসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে ৷ দুষ্কৃতীরা পার্টি অফিসের দরজা ভেঙে ভিতরে ঢোকে ৷ সেখান আসবাবপত্র ভাঙচুর করা হয় ৷ তারপর দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয় ৷ যার ফলে দমকল আগুন নিয়ন্ত্রণে আনার আগে, পার্টি অফিসের তিনটি ঘর সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায় ৷’’
ত্রিপুরা সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী আরও অভিযোগ করেছেন, 2018 সালের মার্চ মাস থেকে তাঁদের এই পার্টি অফিস জোর করে বন্ধ করে রাখা হয়েছে ৷ তাঁরা একাধিকবার সেটিকে খোলার চেষ্টা করেছিলেন ৷ তবে, কমলপুর মহকুমা পুলিশের অসহযোগিতার কারণে সিপিআইএম-এর ওই পার্টি অফিসে খোলা যায়নি ৷ এমনকি এই কয়েক বছরে বিজেপি সরকারের শাসনকালে সিপিআইএম এর ওই পার্টি অফিসে ভাঙচুর, চুরি ও আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে বলে চিঠিতে অভিযোগ করেছেন জিতেন্দ্র চৌধুরী ৷
আরও পড়ুন: কংগ্রেস ও বামপন্থীরা নিশ্চিহ্ন হয়ে গিয়েছে, ত্রিপুরায় দাবি অমিত শাহের
গতকাল সিইও-কে লেখা সেই চিঠিতে বলা হয়েছে, ‘‘মোট 11টি পার্টি অফিসে তালাবন্ধ করে রাখা হয়েছে ৷ যার মধ্যে কমলপুর মহকুমার এই পার্টি অফিসটিও ছিল ৷ আর সেখানেই 7 জানুয়ারি রাতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয় ৷ ওই চিঠিতে ত্রিপুরা সিপিআইএম এর সম্পাদক এও উল্লেখ করেছেন, দুষ্কৃতীরা এই হামলা সেইদিনেই চালিয়েছে, যেদিন ভারতের নির্বাচন কমিশন বিধানসভা ভোট উপলক্ষে ‘মিশন জিরো পোল ভায়োলেন্স’ প্রকাশ করেছে ৷ যার একটি মহৎ উদ্দেশ্য রয়েছে ৷ এই ঘৃণ্য হামলার মাধ্যমে সেই মহৎ উদ্দেশ্যকে উপহাস করা হয়েছে ৷’’