আগরতলা, 25 নভেম্বর : পৌর নির্বাচন চলাকালীন উত্তপ্ত ত্রিপুরা (Tripura Violence before Municipal Election) ৷ তারমধ্যেই চলছে মোট 20টি পৌরসভায় ভোটগ্রহণ (Tripura Municipal Election 2021) ৷ বারবার বিজেপির বিরুদ্ধে প্রশাসনকে ব্যবহার করে বিরোধীদের কণ্ঠরোধ করার অভিযোগ আসছে বিরোধী শিবির থেকে ৷
সেই ইস্যুতেই ভোট চলাকালীনই পশ্চিম আগরতলা থানায় ঘেরাও করল সিপিআইএম ৷ বাম শিবিরের দাবি, দলের প্রার্থীদের জোর করে তাঁদের ওয়ার্ড থেকে বের করে দেওয়া হয় (BJP allegedly attacks CPIM at Tripura) ৷ তাঁদের পোলিং এজেন্টদেরও ভোট কেন্দ্রের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ ৷
আরও পড়ুন : Violence During Tripura Municipal Polls : পৌর নির্বাচনে রক্তাক্ত ত্রিপুরা, অশান্তির আবহেই ভোটগ্রহণ
ইটিভি ভারতকে সিপিআইএম নেতা পবিত্র কর বলেন, “আজকের নির্বাচন ভুয়ো এবং লোকদেখানো । রাজ্যের সমস্ত বুথ বিজেপির গুন্ডাদের দখলে । 144 ধারা ঘোষণা করা হয়েছিল ৷ কিন্তু মোহনপুর, জিরানিয়া, বিশালগড় এবং রাজ্যের অন্যান্য অংশ থেকে বিজেপির গুন্ডারা ইতিমধ্যেই আগরতলায় হিংসতা ছড়াতে, বুথ দখল করতে চলে এসেছে । ইতিমধ্যেই সব বুথ দখল হয়ে গিয়েছে ৷”
আরও পড়ুন : Mamata informs Modi about Tripura Violence : ত্রিপুরায় হিংসার বিষয় মোদিকে জানালেন মমতা
তাঁদের দাবি, অভিযোগ জানানো সত্ত্বেও কোনও পদক্ষেপ নেয়নি পুলিশ-প্রশাসন ৷ নির্বাচন কমিশনারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে রাজ্যের প্রধান বিরোধী দল । পবিত্র কর বলেন, ‘‘পুলিশ নিশ্চুপ । আমাদের 16 জন প্রার্থীকে জোর করে ওয়ার্ড থেকে বের করে দেওয়া হয়েছে । আমরা নির্বাচন স্থগিত করার দাবি জানাচ্ছি ৷ বিজেপি সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের নির্দেশ লঙ্ঘন করছে ৷ বিজেপির কোনও আদর্শ নেই ৷’’