শান্তিপুর, 22 অক্টোবর: উপনির্বাচনের প্রাক্কালে ধারাল অস্ত্রের আঘাতে খুন হলেন এক যুবক। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
জানা গিয়েছে, গতকাল রাতে নদীয়ার শান্তিপুর থানার চর এলাকার এক বৃদ্ধাকে শবদাহ করার জন্য শান্তিপুর শ্মশানে নিয়ে আসা হয়। ঠিক ওই সময় শান্তিপুর থানার পাঁচপোতা এলাকার আরেকটি মৃতদেহ শবদাহ করার জন্য শান্তিপুর শ্মশানে নিয়ে আসা হয়। অভিযোগ এক পক্ষ যখন শবদাহ শেষ করে বাড়ি ফিরছিলেন তখনই অন্য একপক্ষের সঙ্গে কোনও একটি বিষয় নিয়ে কথা কাটাকাটির শুরু হয়। অভিযোগ তখনই পাঁচপোতা এলাকার এক যুবক হঠাৎ ধারাল অস্ত্র দিয়ে সজোরে আঘাত করে এলাকার বাপ্পা বিশ্বাস (24) নামে এক যুবককে ৷ এরপরেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত।
আরও পড়ুন: শান্তিপুরে উপনির্বাচনের প্রচারে শুভেন্দুর অস্ত্র বাংলাদেশ !
স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসকরা বাপ্পা বিশ্বাসকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনায় বাপ্পা বিশ্বাসের পরিবারের তরফ থেকে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।