ETV Bharat / state

সহবাস-বিয়ের পরও অস্বীকার, পলাতক যুবক - সহবাসের পরেও যুবতিকে বিয়ে করতে অস্বীকার

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস । অভিযুক্ত পলাতক ।

young refused to get married in santipur
সহবাসের পরেও যুবতিকে বিয়ে করতে অস্বীকার
author img

By

Published : Jul 2, 2020, 3:04 PM IST

শান্তিপুর, 2 জুলাই : অভিযোগ, সহবাস-বিয়ে-টাকা আত্মসাত করে পালিয়ে যাওয়ার । আর এই অভিযোগ শান্তিপুরের এক যুবকের বিরুদ্ধে । এই অভিযোগে ধরনায় বসে যুবতি । শান্তিপুর থানার বাসডোপ এলাকার ঘটনা । অভিযুক্ত পলাতক ।

জানা যায়, বছর দেড়েক আগে বাসডোপ থানার বাসিন্দা অমিত মণ্ডল কলকাতার একটি পানশালায় কাজ করতে যান । সেখানে ওই যুবতির সঙ্গে তাদের সম্পর্ক তৈরি হয় । বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করে । টাকা পয়সাও নেওয়া হয় । যুবতির দাবি অমিত তাকে বিয়ে করেছিল । এমন কী ব্যাংকে দুজনের নামে জয়েন্ট অ্যাকাউন্ট খোলা হয়েছিল ।

এই ভাবে দীর্ঘ দিন চলার পর অমিত মণ্ডল যুবতিকে ছেড়ে দেয় । তারপর নিরুপায় হয়ে যুবতি গড়ফা থানায় দ্বারস্থ হয় । পুলিশের কাছ থেকে কোনও সুরাহা না পেয়ে অবশেষে ওই যুবকের বাড়িতে যায় । সেখানে ধরনায় বসে । খবর পেয়ে ঘটনাস্থানে শান্তিপুর থানার পুলিশ আসে । অভিযুক্ত অমিত মণ্ডল পলাতক । পুলিশের তৎপরতায় এবং গ্রামবাসীদের চাপে যুবতিকে বাড়ি নিয়ে যায় তার পরিবারের লোকজন । পুলিশ তদন্ত শুরু করেছে ।

শান্তিপুর, 2 জুলাই : অভিযোগ, সহবাস-বিয়ে-টাকা আত্মসাত করে পালিয়ে যাওয়ার । আর এই অভিযোগ শান্তিপুরের এক যুবকের বিরুদ্ধে । এই অভিযোগে ধরনায় বসে যুবতি । শান্তিপুর থানার বাসডোপ এলাকার ঘটনা । অভিযুক্ত পলাতক ।

জানা যায়, বছর দেড়েক আগে বাসডোপ থানার বাসিন্দা অমিত মণ্ডল কলকাতার একটি পানশালায় কাজ করতে যান । সেখানে ওই যুবতির সঙ্গে তাদের সম্পর্ক তৈরি হয় । বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করে । টাকা পয়সাও নেওয়া হয় । যুবতির দাবি অমিত তাকে বিয়ে করেছিল । এমন কী ব্যাংকে দুজনের নামে জয়েন্ট অ্যাকাউন্ট খোলা হয়েছিল ।

এই ভাবে দীর্ঘ দিন চলার পর অমিত মণ্ডল যুবতিকে ছেড়ে দেয় । তারপর নিরুপায় হয়ে যুবতি গড়ফা থানায় দ্বারস্থ হয় । পুলিশের কাছ থেকে কোনও সুরাহা না পেয়ে অবশেষে ওই যুবকের বাড়িতে যায় । সেখানে ধরনায় বসে । খবর পেয়ে ঘটনাস্থানে শান্তিপুর থানার পুলিশ আসে । অভিযুক্ত অমিত মণ্ডল পলাতক । পুলিশের তৎপরতায় এবং গ্রামবাসীদের চাপে যুবতিকে বাড়ি নিয়ে যায় তার পরিবারের লোকজন । পুলিশ তদন্ত শুরু করেছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.