ETV Bharat / state

মেয়ের নিকাহর দিনে শওহরকে খুনের অভিযোগ - Nadia

নদিয়ার চাপড়ায় শওহরকে খুনের অভিযোগ উঠল বিবির বিরুদ্ধে ৷ বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই এই খুন বলে অভিযোগ মৃত ইজারুল শেখের পরিবারের ৷ ঘটনায় মৃতের বিবিকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷

Nadia murder accused wife
স্বামীকে খুনের অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে
author img

By

Published : Feb 14, 2020, 11:17 PM IST

নদিয়া, 14 ফেব্রুয়ারি : মেয়ের বিয়ের দিনেই শওহরকে খুনের অভিযোগ উঠল বিবির বিরুদ্ধে ৷ নদিয়ার চাপড়া থানার হাতিশালা এলাকার বাসিন্দা ইজারুল শেখকে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে তাঁর বিবি বিউটি খুন করেছেন বলে অভিযোগ ৷ অভিযুক্ত বিবিকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷

ছোটো মেয়ের বিয়ে উপলক্ষ্যে সাজো সাজো ছিল নদিয়ার হাতিশালার কৃষক ইজারুল শেখের বাড়ি ৷ আজ সকাল হতেই সেই আনন্দ পরিণত হয় শোকে ৷ উদ্ধার হয় ইজারুলের মৃতদেহ ৷ বিবি বিউটির বিরুদ্ধে ইজারুলকে খুনের অভিযোগ উঠেছে ৷ স্থানীয় সূত্রে খবর, সাত বছর আগে হাতিশালার বাসিন্দা ইজারুলের সঙ্গে একই এলাকার বিউটির নিকাহ হয় ৷ বিউটি ইজারুলের দ্বিতীয় পক্ষের বিবি ৷ প্রথম পক্ষের বিবি মারা গেছেন ৷ প্রথম পক্ষের তিন মেয়ে ও দ্বিতীয় পক্ষের এক ছেলে রয়েছে ইজারুলের ৷

শওহরকে খুনের অভিযোগ গ্রেপ্তার বিবি

মৃতের আত্মীয় জাহিরুল শেখের অভিযোগ, শ্বাসরোধ করে খুন করা হয়েছে ইজারুলকে ৷ যা একা বিউটি বিবির পক্ষে করা সম্ভব নয় বলে তাঁর দাবি ৷ বিউটির সঙ্গে তাঁর প্রেমিকও খুনের ঘটনায় জড়িত বলে অভিযোগ মৃতের আত্মীয়দের ৷ বিবাহ বহির্ভূত সম্পর্কের জন্য বিউটি ও ইজারুলের মধ্যে প্রায়ই অশান্তি লেগে থাকত বলে জানিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা ৷ আজ ইজারুলের মৃত্যুর খবর গ্রামে রটে যেতেই তাঁর বিবিকে পুলিশের হাতে তুলে দেন গ্রামবাসী ও আত্মীয়রা ৷ পুলিশ বিউটি বিবিকে গ্রেপ্তার করেছে ৷ অভিযুক্তের পলাতক প্রেমিকের খোঁজে তল্লাশি চলছে ৷ ঘটনায় আরও কেউ জড়িত কি না তা খতিয়ে দেখছে পুলিশ ৷

আরও পড়ুন : নদিয়ায় যুবতিকে খুনের অভিযোগ স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে

নদিয়া, 14 ফেব্রুয়ারি : মেয়ের বিয়ের দিনেই শওহরকে খুনের অভিযোগ উঠল বিবির বিরুদ্ধে ৷ নদিয়ার চাপড়া থানার হাতিশালা এলাকার বাসিন্দা ইজারুল শেখকে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে তাঁর বিবি বিউটি খুন করেছেন বলে অভিযোগ ৷ অভিযুক্ত বিবিকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷

ছোটো মেয়ের বিয়ে উপলক্ষ্যে সাজো সাজো ছিল নদিয়ার হাতিশালার কৃষক ইজারুল শেখের বাড়ি ৷ আজ সকাল হতেই সেই আনন্দ পরিণত হয় শোকে ৷ উদ্ধার হয় ইজারুলের মৃতদেহ ৷ বিবি বিউটির বিরুদ্ধে ইজারুলকে খুনের অভিযোগ উঠেছে ৷ স্থানীয় সূত্রে খবর, সাত বছর আগে হাতিশালার বাসিন্দা ইজারুলের সঙ্গে একই এলাকার বিউটির নিকাহ হয় ৷ বিউটি ইজারুলের দ্বিতীয় পক্ষের বিবি ৷ প্রথম পক্ষের বিবি মারা গেছেন ৷ প্রথম পক্ষের তিন মেয়ে ও দ্বিতীয় পক্ষের এক ছেলে রয়েছে ইজারুলের ৷

শওহরকে খুনের অভিযোগ গ্রেপ্তার বিবি

মৃতের আত্মীয় জাহিরুল শেখের অভিযোগ, শ্বাসরোধ করে খুন করা হয়েছে ইজারুলকে ৷ যা একা বিউটি বিবির পক্ষে করা সম্ভব নয় বলে তাঁর দাবি ৷ বিউটির সঙ্গে তাঁর প্রেমিকও খুনের ঘটনায় জড়িত বলে অভিযোগ মৃতের আত্মীয়দের ৷ বিবাহ বহির্ভূত সম্পর্কের জন্য বিউটি ও ইজারুলের মধ্যে প্রায়ই অশান্তি লেগে থাকত বলে জানিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা ৷ আজ ইজারুলের মৃত্যুর খবর গ্রামে রটে যেতেই তাঁর বিবিকে পুলিশের হাতে তুলে দেন গ্রামবাসী ও আত্মীয়রা ৷ পুলিশ বিউটি বিবিকে গ্রেপ্তার করেছে ৷ অভিযুক্তের পলাতক প্রেমিকের খোঁজে তল্লাশি চলছে ৷ ঘটনায় আরও কেউ জড়িত কি না তা খতিয়ে দেখছে পুলিশ ৷

আরও পড়ুন : নদিয়ায় যুবতিকে খুনের অভিযোগ স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.