নবদ্বীপ, 6 ফেব্রুয়ারি : শুরু হল বিজেপির পরিবর্তন যাত্রা । নবদ্বীপের চটির মাঠ থেকে বিজেপির ধ্বজা উড়িয়ে দিলীপ-কৈলাসদের পাশে নিয়ে পরিবর্তন যাত্রার সূচনা করেন নাড্ডা । ট্যাবলোয় তাঁর সঙ্গে ছিলেন কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষসহ রাজ্য বিজেপির অন্যান্য নেতারা । রথের আদলে সাজানো হয়েছিল ট্যাবলোকে । পরিবর্তন যাত্রা শুরুর আগে, পুজোও করা হয় ট্যাবলো ।
ঘাড়ের উপর নিশ্বাস ফেলছে বিধানসভা ভোট । পঞ্চায়েত ভোট ও উনিশের লোকসভা ভোটের পর এবার পায়ের তলার মাটি আরও মজবুত করতে উঠে পড়ে লেগেছে বিজেপি । ভোটের আগে বিজেপির এখন পাখির চোখ বাংলা । একের পর এক নেতা দিল্লি থেকে উড়ে আসছেন রাজ্যে । গতকাল রাতে রাজ্যে এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা । দু'দিন ধরে ঠাসা কর্মসূচি রয়েছে তাঁর । আজ সকালে প্রথমে মালদা আর তারপর নদিয়ার নবদ্বীপে সভা করেন নাড্ডা ।
আজ সকাল থেকেই সকলের নজর ছিল নবদ্বীপের চটির মাঠ । এখান থেকেই আজ শুরু হল বিজেপির পরিবর্তন যাত্রার । পরিবর্তন যাত্রার জন্য নবদ্বীপকে বেছে নেওয়ার পিছনেও বিজেপির সূক্ষ্ম রাজনৈতিক কৌশল রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা । বিগত লোকসভা ভোটের নিরীখে নদিয়ার এই এলাকায় রাজ্যের শাসক দলকে বেশ অনেকটাই চাপে ফেলে দিয়েছিল গেরুয়া শিবির । সেই দিক থেকে দেখতে গেলে, বিজেপি যখন বাংলায় পরিবর্তনের পরিবর্তনের ডাক দিচ্ছে, তখন নবদ্বীপ থেকে পরিবর্তন যাত্রার সূচনা যথেষ্টই কৌশলী চাল বলে মনে করছেন অনেকে ।
বিজেপির রাজনীতির সঙ্গে রথযাত্রা কর্মসূচির সম্পর্ক আজকের নয় । এর আগেও বিভিন্ন রাজ্যে ভোটের আগে বিজেপিকে রথযাত্রা করতে দেখা গিয়েছে । বাংলাতেও তার অন্যথা হল না । তবে আইনি মারপ্যাঁচের কারণে, রথযাত্রার নাম বদলে পরিবর্তন যাত্রা রাখতে হয়েছে বিজেপিকে । তবে যেভাবে বাংলায় নিজেদের সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি, সেদিক থেকে দেখতে গেলে সংগঠনকে আরও মজবুত করতে এই পরিবর্তন যাত্রা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে ।
আরও পড়ুন : আম কিংবা রেশম নিয়ে বিশেষ কিছু শোনা গেল না নাড্ডার গলায়, হতাশ চাষিরা
আজ পরিবর্তন যাত্রার সূচনার আগে নবদ্বীপের চটির মাঠ এলাকায় সভা করেন জে পি নাড্ডা । আর শুরু থেকেই রাজ্যের শাসকদলের বিরুদ্ধে একের পর এক আক্রমণ । বললেন, "বাংলার মানুষের জাগরণে এই পরিবর্তন যাত্রা । এই মা-মাটি-মানুষের সরকার মানুষের সঙ্গে প্রতারণা করেছে । বাংলায় তুষ্টিকরণের রাজনীতি চলছে ।"
তিনি আরও বলেন, "তোলাবাজি আর তোষণ করে সরকার চলছে । বাংলার মানুষ ঠিক করে নিয়েছে, এই সরকারকে তাড়াতে হবে । এই পরিবর্তন শুধু সরকারের পরিবর্তন হবে না । এই পরিবর্তনে বিচারধারার পরিবর্তন হবে । প্রশাসনের রাজনীতিকরণ করেছে তৃণমূল । মমতা শুধু নেতিবাচক রাজনীতি করছে । " রাজ্যের 5 জায়গা থেকে পরিবর্তন যাত্রার সূচনা হবে বলেও নিজের ভাষণে জানান তিনি ।
আজকের সভার শুরু থেকেই নাড্ডার নিশানায় ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় । বললেন, "আমার ব়্যালি হলেই পিসি-ভাইপোর পোস্টার । বাংলার সংস্কৃতি বোঝার ক্ষমতা মমতার নেই ।"
আরও পড়ুন : বাংলায় এবার কমল ফুটবেই : নাড্ডা
জয় শ্রীরাম স্লোগান নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি নিয়েও আজ প্রশ্ন তোলেন জে পি নাড্ডা ।
সব মিলিয়ে ভোটের মাসখানেক আগে আজ যথেষ্টই আত্মবিশ্বাসী দেখাল নাড্ডাকে । বললেন, "বাংলায় পদ্ম ফুটবেই ।" বেধে দিলেন নতুন স্লোগান, "অনেক হয়েছে মমতা, পরিবর্তন চাইছে জনতা ।" পাশাপাশি, বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে সুস্থ পরিবেশও রাজ্যে ফিরবে বলে আশ্বাস দেন তিনি ।