ETV Bharat / state

WBJEE 2021 Result : জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় তৃতীয় শান্তিপুরের ব্রতীন মণ্ডল

জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় তৃতীয় হলেন শান্তিপুরের ব্রতীন মণ্ডল ৷ শান্তিপুর মিউনিসিপাল উচ্চ বিদ্যালয়ের ছাত্র ব্রতীন মাধ্যমিকেও তৃতীয় হয়েছিল ৷ উচ্চমাধ্যমিকেও সে উল্লেখযোগ্য নম্বর পেয়েছে ৷

author img

By

Published : Aug 6, 2021, 6:32 PM IST

WBJEE 2021 Result Bratin Mandal of Shantipur 3rd in Joint Entrance Examination
WBJEE 2021 Result : জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় তৃতীয় শান্তিপুরের ব্রতীন মণ্ডল

শান্তিপুর, 6 অগস্ট : আজ রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (WBJEE 2021 Result)-র ফল প্রকাশিত হয়েছে ৷ যেখানে প্রথম তিনে জায়গা করে নিয়েছে রাজ্যের উচ্চমাধ্যমিক বোর্ড পডুয়ারা ৷ যাঁদের মধ্যে রয়েছে নদিয়ার শান্তিপুর মিউনিসিপাল উচ্চ বিদ্যালয়ের ছাত্র ব্রতীন মণ্ডল (Bratin Mandal) ৷ সে জয়েন্ট এন্ট্রাসে তৃতীয় স্থান লাভ করেছে ৷ শান্তিপুরের তেলিপাড়া মনসাতলার বাসিন্দা ব্রতীন ৷ 2019 সালে মাধ্যমিকে পরীক্ষায় 689 নম্বর পেয়ে তৃতীয় হয়েছিল আজকের জয়েন্ট এন্ট্রান্সের এই কৃতী ছাত্র ৷ উচ্চমাধ্যমিকে 420 নম্বর পেয়েছে ব্রতীন ৷

ব্রতীনের বাবা ও মা পেশায় স্কুল শিক্ষক ৷ আজ তাঁর জয়েন্টের ফল প্রকাশের পর তাঁরা সবাই খুব খুশি ৷ তাঁর বাবা জানান, ব্রতীন আগাগোড়াই মেধাবী ছাত্র হিসেবে পরিচিত ৷ মাধ্যমিকে ব়্যাঙ্ক করার পর উচ্চমাধ্যমিকেও ভালো ফল করেছে সে ৷ এবার জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাতেও তৃতীয় স্থান দখল করেছে ব্রতীন ৷ তাই শুধু শান্তিপুর নয়, গোটা নদিয়া জেলার মানুষ ব্রতীনকে নিয়ে গর্ব করছে ৷ জেলার এক ছাত্র জয়েন্টে প্রথম তিনে এসেছে শুনে খুশিতে ফেটে পড়েছে নদিয়ার মানুষ ৷

আরও পড়ুন : WBJEE 2021 Result : প্রকাশিত হল জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল, 99 শতাংশই কৃতকার্য

ব্রতীনের জয়েন্টের ফলাফলের খবর পাওয়া মাত্রই উচ্ছ্বসিত হয়ে পড়েন ব্রতীন মণ্ডলের স্কুলের শিক্ষক-শিক্ষিকারা ৷ ব্রতীন জয়েন্টে ভাল ফল করবে তা তার স্কুলের শিক্ষকরা জানতেন ৷ কিন্তু, জয়েন্টে তৃতীয় হওয়ার বিষয়টি তাঁদের আরও অবাক করেছে ৷ কারণ এখানে পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষার পর্ষদের পড়ুয়ারা ছাড়াও সিবিএসই এবং আইসিএসই বোর্ড-এর পড়ুয়ারাও পরীক্ষা দিয়েছেন ৷ প্রসঙ্গত, জয়েন্টের প্রথম দশে মোট 4 জন পড়ুয়া উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের ৷ বাকি একজন আইসিএসই এবং 5 জন সিবিএসই’র পড়ুয়া ৷

শান্তিপুর, 6 অগস্ট : আজ রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (WBJEE 2021 Result)-র ফল প্রকাশিত হয়েছে ৷ যেখানে প্রথম তিনে জায়গা করে নিয়েছে রাজ্যের উচ্চমাধ্যমিক বোর্ড পডুয়ারা ৷ যাঁদের মধ্যে রয়েছে নদিয়ার শান্তিপুর মিউনিসিপাল উচ্চ বিদ্যালয়ের ছাত্র ব্রতীন মণ্ডল (Bratin Mandal) ৷ সে জয়েন্ট এন্ট্রাসে তৃতীয় স্থান লাভ করেছে ৷ শান্তিপুরের তেলিপাড়া মনসাতলার বাসিন্দা ব্রতীন ৷ 2019 সালে মাধ্যমিকে পরীক্ষায় 689 নম্বর পেয়ে তৃতীয় হয়েছিল আজকের জয়েন্ট এন্ট্রান্সের এই কৃতী ছাত্র ৷ উচ্চমাধ্যমিকে 420 নম্বর পেয়েছে ব্রতীন ৷

ব্রতীনের বাবা ও মা পেশায় স্কুল শিক্ষক ৷ আজ তাঁর জয়েন্টের ফল প্রকাশের পর তাঁরা সবাই খুব খুশি ৷ তাঁর বাবা জানান, ব্রতীন আগাগোড়াই মেধাবী ছাত্র হিসেবে পরিচিত ৷ মাধ্যমিকে ব়্যাঙ্ক করার পর উচ্চমাধ্যমিকেও ভালো ফল করেছে সে ৷ এবার জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাতেও তৃতীয় স্থান দখল করেছে ব্রতীন ৷ তাই শুধু শান্তিপুর নয়, গোটা নদিয়া জেলার মানুষ ব্রতীনকে নিয়ে গর্ব করছে ৷ জেলার এক ছাত্র জয়েন্টে প্রথম তিনে এসেছে শুনে খুশিতে ফেটে পড়েছে নদিয়ার মানুষ ৷

আরও পড়ুন : WBJEE 2021 Result : প্রকাশিত হল জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল, 99 শতাংশই কৃতকার্য

ব্রতীনের জয়েন্টের ফলাফলের খবর পাওয়া মাত্রই উচ্ছ্বসিত হয়ে পড়েন ব্রতীন মণ্ডলের স্কুলের শিক্ষক-শিক্ষিকারা ৷ ব্রতীন জয়েন্টে ভাল ফল করবে তা তার স্কুলের শিক্ষকরা জানতেন ৷ কিন্তু, জয়েন্টে তৃতীয় হওয়ার বিষয়টি তাঁদের আরও অবাক করেছে ৷ কারণ এখানে পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষার পর্ষদের পড়ুয়ারা ছাড়াও সিবিএসই এবং আইসিএসই বোর্ড-এর পড়ুয়ারাও পরীক্ষা দিয়েছেন ৷ প্রসঙ্গত, জয়েন্টের প্রথম দশে মোট 4 জন পড়ুয়া উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের ৷ বাকি একজন আইসিএসই এবং 5 জন সিবিএসই’র পড়ুয়া ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.