হাঁসখালি, 16 জুলাই : দু'জনে বন্ধু ছিল । সারাদিনের বেশিরভাগ সময় একসঙ্গেই কাটাত যুবতিদ্বয় । তারা আত্মহত্যাও করল একসঙ্গে । ঘটনা নদিয়ার হাঁসখালি থানার কানাইপল্লির । মৃতদের নাম রিয়া বিশ্বাস ও পপিতা বিশ্বাস । পপিতার ঘর থেকে দু'জনের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় ।
রিয়া বগুলা শ্রীকৃষ্ণ কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী । পপিতা বিশ্বাস ভৈরবপুর উচ্চ বিদ্যালয়ে দ্বাদশ শ্রেণিতে পড়ে । দুইজনের বাবা কর্মসূত্রে বাইরে থাকেন । স্থানীয়রা জানিয়েছেন, দু'জনের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল । একে অপরের বাড়ি যাওয়া আসা করত । দিনের অনেকটা সময় একসঙ্গেই কাটাত । গতকাল সকালে দু'জনের মৃতদেহ উদ্ধার হয় । কিন্তু, কেন তারা আত্মহত্যা করল তা পরিষ্কার নয় । দুই পরিবারের তরফে জানানো হয়েছে, আত্মহত্যা করার মতো কোনও কারণ ঘটেনি । কোনও ঝামেলা-অশান্তিও হয়নি ।
মৃত পপিতা বিশ্বাসের মা জানান, ''সেদিন আমাদের বাড়িতে রিয়া এসেছিল । কোনও প্রজেক্টের কাজ ছিল দু'জনের । সেকারণে তারা একঘরে, একসঙ্গে ছিল । সকালে উঠে দেখি দু'জন দড়িতে ঝুলছে । কেন এমন করল জানি না ।''
স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, পপিতার এক ছেলের সঙ্গে সম্পর্ক ছিল । তা পরিবারের লোকজন জানত । পপিতার মা জানিয়েছেন, মেয়ের সম্পর্কের কথা তিনি জানতেন । তা নিয়ে কোনও আপত্তি জানাননি । পপিতার প্রেমিকের সঙ্গেও কোনও ঝামেলা বা বিবাদ ছিল না ।
শক্তিনগর থানা সূত্রে খবর, কী কারণে আত্মহত্যা তা স্পষ্ট নয় । এর পিছনে অন্য কোনও কারণ থাকতে পারে । তা খতিয়ে দেখা হচ্ছে ।