ETV Bharat / state

বাড়িতে কাঠের কাজ করতে গিয়ে আহত বাবা ও ছেলে - শান্তিপুর

বাড়িতে বসে কাঠের কাজ করতে গিয়ে ড্রিল মেশিন ছিটকে গুরুতর আহত হলেন দু'জন । আশঙ্কাজনক অবস্থায় শান্তিপুর স্টেট জেনেরাল হাসপাতালে ভরতি তাঁরা । নদিয়ার শান্তিপুর থানা এলাকার ঘটনা ।

Santipur
ছবিটির প্রতীকী
author img

By

Published : May 1, 2020, 11:49 PM IST

শান্তিপুর , 1 মে : পেশায় ইলেকট্রিক মিস্ত্রি ৷ কিন্তু লকডাউনে কাজ বন্ধ ৷ ফলে বাড়িতে বসে কাঠের কাজ করতে গিয়ে ড্রিল মেশিন ছিটকে গুরুতর আহত হলেন দু'জন । আশঙ্কাজনক অবস্থায় তাঁদের শান্তিপুর স্টেট জেনেরাল হাসপাতালে ভরতি করা হয় । নদিয়ার শান্তিপুর থানা এলাকার ঘটনা ।

নদিয়ার শান্তিপুর থানার কুটির পাড়া মোড় সংলগ্ন এলাকার বাসিন্দা তাপস প্রামাণিক ও তাঁর ছেলে তন্ময় প্রামাণিক দু'জনেই ইলেকট্রিক মিস্ত্রি । আজ বাড়িতে বসে কাঠের দরজা বানানোর কাজ করছিলেন । সেই সময় হাত থেকে ড্রিল মেশিন ছিটকে গিয়ে গুরুতর আহত হন দু'জনেই ৷ তাপস প্রামাণিকের পেটে তিন জায়গায় ক্ষত হয় । আর তন্ময়ের দুই পায়ের উরুতে বেশ কয়েক জায়গায় ক্ষত হয় ৷ দু'জনকেই সঙ্গে সঙ্গে শান্তিপুর স্টেট জেনেরাল হাসপাতাল নিয়ে যাওয়া হয় । বর্তমানে তারা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ।

পরিবারের তরফে জানানো হয়েছে, এর আগে তাঁরা কখনও ছুতোর মিস্ত্রির কাজ করেননি । ছোটোখাটো ইলেকট্রিকাল কাজ করতেন । লকডাউনের জেরে বাড়িতে বসেই আজ সকালে বাড়ির খুঁটিনাটি কাজ করছিলেন ৷ তখনই এই বিপত্তি ঘটে ।

শান্তিপুর , 1 মে : পেশায় ইলেকট্রিক মিস্ত্রি ৷ কিন্তু লকডাউনে কাজ বন্ধ ৷ ফলে বাড়িতে বসে কাঠের কাজ করতে গিয়ে ড্রিল মেশিন ছিটকে গুরুতর আহত হলেন দু'জন । আশঙ্কাজনক অবস্থায় তাঁদের শান্তিপুর স্টেট জেনেরাল হাসপাতালে ভরতি করা হয় । নদিয়ার শান্তিপুর থানা এলাকার ঘটনা ।

নদিয়ার শান্তিপুর থানার কুটির পাড়া মোড় সংলগ্ন এলাকার বাসিন্দা তাপস প্রামাণিক ও তাঁর ছেলে তন্ময় প্রামাণিক দু'জনেই ইলেকট্রিক মিস্ত্রি । আজ বাড়িতে বসে কাঠের দরজা বানানোর কাজ করছিলেন । সেই সময় হাত থেকে ড্রিল মেশিন ছিটকে গিয়ে গুরুতর আহত হন দু'জনেই ৷ তাপস প্রামাণিকের পেটে তিন জায়গায় ক্ষত হয় । আর তন্ময়ের দুই পায়ের উরুতে বেশ কয়েক জায়গায় ক্ষত হয় ৷ দু'জনকেই সঙ্গে সঙ্গে শান্তিপুর স্টেট জেনেরাল হাসপাতাল নিয়ে যাওয়া হয় । বর্তমানে তারা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ।

পরিবারের তরফে জানানো হয়েছে, এর আগে তাঁরা কখনও ছুতোর মিস্ত্রির কাজ করেননি । ছোটোখাটো ইলেকট্রিকাল কাজ করতেন । লকডাউনের জেরে বাড়িতে বসেই আজ সকালে বাড়ির খুঁটিনাটি কাজ করছিলেন ৷ তখনই এই বিপত্তি ঘটে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.