ETV Bharat / state

রানাঘাটে লরির সঙ্গে বাইকের ধাক্কা, মৃত 2 - রানাঘাটে পথ দুর্ঘটনা

বাইকে চেপে রানাঘাটের দিকে যাচ্ছিলেন তিন জন ৷ হবিবপুরের কাছে জাতীয় সড়কে উলটো দিক থেকে আসা লরির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে বাইকের । তিনজনই বাইক থেকে ছিটকে পড়ে যান ৷ স্থানীয়রা তিনজনকে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যান ।

ranaghat
রানাঘাটে লরি ও বাইকের মুখোমুখি সংঘর্ষ
author img

By

Published : Dec 28, 2019, 12:29 PM IST

রানাঘাট, 28 ডিসেম্বর : রানাঘাটের হবিবপুরে 34 নম্বর জাতীয় সড়কে শুক্রবার গভীর রাতে এক দুর্ঘটনা ঘটে । 12 চাকার এক লরির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে বাইকের ৷ দুর্ঘটনায় প্রাণ হারান 2 ব্যক্তি ৷ জখম হন একজন ৷

বাইকে চেপে রানাঘাটের দিকে যাচ্ছিলেন তিন জন ৷ হবিবপুরের কাছে জাতীয় সড়কে উলটো দিক থেকে আসা লরির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে বাইকের । তিনজনই বাইক থেকে ছিটকে পড়ে যান ৷ স্থানীয়রা তিনজনকে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যান । সেখানে হিরণময় বাগচি (42) এবং দীপঙ্কর দেবনাথকে (32) মৃত বলে ঘোষণা করা হয় ৷ সুশীল দাস (45) নামে এক বাইক আরোহী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ৷

খবর পেয়ে ঘটনাস্থানে যায় রানাঘাট থানার পুলিশ । কীভাবে দুর্ঘটনা ঘটল পুলিশ তা খতিয়ে দেখছে ৷ প্রাথমিকভাবে পুলিশের অনুমান, খারাপ রাস্তা এবং বাইকের দ্রুতগতির কারণেই দুর্ঘটনা ৷ দুর্ঘটনার পর ট্রাক নিয়ে চালক পলাতক । তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ।

রানাঘাট, 28 ডিসেম্বর : রানাঘাটের হবিবপুরে 34 নম্বর জাতীয় সড়কে শুক্রবার গভীর রাতে এক দুর্ঘটনা ঘটে । 12 চাকার এক লরির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে বাইকের ৷ দুর্ঘটনায় প্রাণ হারান 2 ব্যক্তি ৷ জখম হন একজন ৷

বাইকে চেপে রানাঘাটের দিকে যাচ্ছিলেন তিন জন ৷ হবিবপুরের কাছে জাতীয় সড়কে উলটো দিক থেকে আসা লরির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে বাইকের । তিনজনই বাইক থেকে ছিটকে পড়ে যান ৷ স্থানীয়রা তিনজনকে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যান । সেখানে হিরণময় বাগচি (42) এবং দীপঙ্কর দেবনাথকে (32) মৃত বলে ঘোষণা করা হয় ৷ সুশীল দাস (45) নামে এক বাইক আরোহী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ৷

খবর পেয়ে ঘটনাস্থানে যায় রানাঘাট থানার পুলিশ । কীভাবে দুর্ঘটনা ঘটল পুলিশ তা খতিয়ে দেখছে ৷ প্রাথমিকভাবে পুলিশের অনুমান, খারাপ রাস্তা এবং বাইকের দ্রুতগতির কারণেই দুর্ঘটনা ৷ দুর্ঘটনার পর ট্রাক নিয়ে চালক পলাতক । তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ।

Intro:12 চাকার লরি এবং মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ। মৃত 2 আহত 1। নদীয়ার রানাঘাট থানার হবিবপুর 34 নম্বর জাতীয় সড়কের ঘটনা। সূত্রের খবর, শুক্রবার রাতে রানাঘাটের বাড়িতে ফিরছিলেন তিন ব্যক্তি। তারা একই বাইকে ছিলেন বলে জানা গেছে। হবিবপুর এর কাছে 34 নম্বর জাতীয় সড়কে হঠাৎই উল্টো দিক থেকে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। ঘটনাস্থলে ছিটকে পড়ে যায় তিনজন। স্থানীয়রা এবং পথ যাত্রীরা তড়িঘড়ি তিনজনকে রানাঘাট মহাকুমা হাসপাতালে নিয়ে গেলে বাইক আরোহী হিরণময় বাকচি (৪২) এবং দীপঙ্কর দেবনাথ (৩২) কে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। এর পাশাপাশি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন সুশীল দাস (৪৫)। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে রানাঘাট থানার পুলিশ। কি কারনে এমন ঘটনা তার তদন্ত শুরু করেছে তারা। যদিও পুলিশের প্রাথমিক অনুমান রাস্তা খারাপ এবং বাইক দ্রুতগতিতে থাকার কারণে এমন ঘটনা ঘটতে পারে।












Body:RANAGHAT ACCIDENTConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.