ETV Bharat / state

ফুলিয়ায় কাটমানির টাকা ফেরত চেয়ে ধরনা

author img

By

Published : Jun 21, 2019, 3:21 PM IST

জমির পাট্টা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে প্রায় আড়াই লাখ টাকা কাটমানি নেযার অভিযোগ উঠল ফুলিয়া টাউনশিপ পঞ্চায়েতের প্রধান উৎপল বসাকের বিরুদ্ধে । যদিও অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান

chamari shaw

ফুলিয়া, 21 জুন : কাটমানির টাকা ফেরত চেয়ে BDO অফিসের সামনে অবস্থানে বসেছেন ফুলিয়ার চামারি সাউ । অভিযোগ, জমির পাট্টা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তাঁর কাছ থেকে প্রায় আড়াই লাখ টাকা নিয়েছেন ফুলিয়া টাউনশিপ পঞ্চায়েতের প্রধান উৎপল বসাক । যদিও অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান ।

পোস্টার নিয়ে BDO অফিসের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন চামারি । পরে তৃণমূলের ব্লকস্তরের নেতারা তাঁর সঙ্গে আলোচনায় বসেন ।

যদিও উৎপল বসাক তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন । তিনি বলেন," আমার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে । তৃণমূলেরই একাংশ চক্রান্তে জড়িত । আমি টাকা নিয়েছি তার উপযুক্ত প্রমাণ দেখানো হোক । আমি কোনও টাকা নিইনি । উপযুক্ত প্রমাণ দেখাতে না পারলে মানহানি মামলা করব। "

ফুলিয়া, 21 জুন : কাটমানির টাকা ফেরত চেয়ে BDO অফিসের সামনে অবস্থানে বসেছেন ফুলিয়ার চামারি সাউ । অভিযোগ, জমির পাট্টা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তাঁর কাছ থেকে প্রায় আড়াই লাখ টাকা নিয়েছেন ফুলিয়া টাউনশিপ পঞ্চায়েতের প্রধান উৎপল বসাক । যদিও অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান ।

পোস্টার নিয়ে BDO অফিসের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন চামারি । পরে তৃণমূলের ব্লকস্তরের নেতারা তাঁর সঙ্গে আলোচনায় বসেন ।

যদিও উৎপল বসাক তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন । তিনি বলেন," আমার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে । তৃণমূলেরই একাংশ চক্রান্তে জড়িত । আমি টাকা নিয়েছি তার উপযুক্ত প্রমাণ দেখানো হোক । আমি কোনও টাকা নিইনি । উপযুক্ত প্রমাণ দেখাতে না পারলে মানহানি মামলা করব। "

Intro:মমতা ব্যানার্জি প্রকাশ্যে কাঠ মানি নিয়ে হুঁশিয়ারি দেওয়ার পর সারা রাজ্য জুড়ে যখন তৃণমূলের মধ্যে গোষ্ঠী কোন্দল তুঙ্গে তখন নদীয়ার শান্তিপুর থানার তৃণমূলের ফুলিয়া টাউনশিপ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে প্রায় আড়াই লক্ষ টাকা কাঠ মানির অভিযোগ উঠল।
সূত্রের খবর, নদীয়া শান্তিপুর থানার ফুলিয়া কলোনির বাসিন্দা চামারি সাউ অভিযোগ করেন, তার জমির পাট্টা পাঠিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তার কাছ থেকে প্রায় আড়াই লক্ষ টাকা হাতিয়ে নেয় ফুলিয়া টাউনশিপ পঞ্চায়েতের প্রধান উৎপল বসাক। আর সেই টাকা ফেরতের দাবিতে কয়েকটি পোস্টার হাতে নিয়ে পুলিয়া বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করেন চামারি সাউ। যদিও খবর জানাজানি হতেই তড়িঘড়ি তৃণমূলের ব্লক স্তরের নেতারা তাকে নিয়ে আলোচনায় বসেন।
তৃণমূল কংগ্রেসের ফুলিয়া টাউনশিপ পঞ্চায়েতের প্রধান উৎপল বসাক বলেন, আমার বিরুদ্ধে পুরোটাই চক্রান্ত করা হচ্ছে। দলের একাংশ আমার এই চক্রান্তের বিষয়ে জড়িত আছে। আমি টাকা নিয়েছি তার উপযুক্ত প্রমাণ দেখান। আমি কোন টাকা নেই নি। উপযুক্ত প্রমাণ না দেখাতে পারলে আমি নিজেও যিনি অভিযোগ করছেন তার বিরুদ্ধে মানহানি মামলা করব।Body:NADIA FULIAConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.