ETV Bharat / state

নদিয়ার চাপড়ায় শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব, বোমাবাজি

author img

By

Published : Sep 3, 2020, 6:00 PM IST

Updated : Sep 3, 2020, 6:45 PM IST

সকালে এলাকা দখলকে কেন্দ্র করে শাসকদলের দু'পক্ষের মধ্যে চলে বোমাবাজি ৷ যদিও ঘটনায় হতাহতের কোনও খবর নেই ৷

tmc internal clash in Chapra
tmc internal clash in Chapra

চাপড়া, 3 অগাস্ট : তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে উত্তপ্ত নদিয়ার চাপড়ার হাতিশালা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের মহেশনগর ৷ গ্রামবাসীরা জানান, সকাল থেকেই দু'পক্ষের মধ্যে চলে বোমাবাজি ৷

এলাকা দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে প্রথমে বচসা বাধে ৷ পরে গ্রামের কয়েকটি বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করা হয় বলে অভিযোগ করে গ্রামবাসীরা ৷ এক গ্রামবাসী জানান, সকাল আটটা নাগাদ তৃণমূলের দু'গোষ্ঠীর মধ্যে বোমাবাজি শুরু হয় ৷ বলেন, "ভয়ে আমরা জানালা-দরজা বন্ধ করে ঘরের মধ্যে ছিলাম ৷ তাই দেখিনি কে বা কারা বোমা মেরেছে ৷ তবে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে অশান্তির জেরে এই ঘটনা ৷ "

নদিয়ার চাপড়ায় শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব, বোমাবাজি

ব্লক সভাপতি রাজীব শেখরের অনুগামীদের অভিযোগ, বিধায়ক রুকবানুর রহমানের সমর্থকরা তাদের খেত থেকে পাট চুরি করেছে ৷ আজ সেই চুরি যাওয়া পাট উদ্ধার করতে গেলে তাদের লক্ষ্য করে বোমা ছোঁড়া হয় ৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে অপরপক্ষ ৷ তবে গ্রামবাসীরা জানাচ্ছেন এলাকা দখলকে কেন্দ্র করে নিত্যদিনই উভয়পক্ষের মধ্যে অশান্তি লেগে থাকে ৷ যদিও এ বিষয়ে কোনও পক্ষের তৃণমূল নেতারা কোনও প্রতিক্রিয়া দিতে চায়নি ৷

দিন কয়েক আগেই ওই এলাকা থেকে 32 টি বোমা উদ্ধার করেছিল পুলিশ ৷ আজ বোমাবাজির খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ ৷ পরিদর্শনে যান জেলার অতিরিক্ত পুলিশ সুপার বিদিশা কালিকা ৷ অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ ৷

চাপড়া, 3 অগাস্ট : তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে উত্তপ্ত নদিয়ার চাপড়ার হাতিশালা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের মহেশনগর ৷ গ্রামবাসীরা জানান, সকাল থেকেই দু'পক্ষের মধ্যে চলে বোমাবাজি ৷

এলাকা দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে প্রথমে বচসা বাধে ৷ পরে গ্রামের কয়েকটি বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করা হয় বলে অভিযোগ করে গ্রামবাসীরা ৷ এক গ্রামবাসী জানান, সকাল আটটা নাগাদ তৃণমূলের দু'গোষ্ঠীর মধ্যে বোমাবাজি শুরু হয় ৷ বলেন, "ভয়ে আমরা জানালা-দরজা বন্ধ করে ঘরের মধ্যে ছিলাম ৷ তাই দেখিনি কে বা কারা বোমা মেরেছে ৷ তবে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে অশান্তির জেরে এই ঘটনা ৷ "

নদিয়ার চাপড়ায় শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব, বোমাবাজি

ব্লক সভাপতি রাজীব শেখরের অনুগামীদের অভিযোগ, বিধায়ক রুকবানুর রহমানের সমর্থকরা তাদের খেত থেকে পাট চুরি করেছে ৷ আজ সেই চুরি যাওয়া পাট উদ্ধার করতে গেলে তাদের লক্ষ্য করে বোমা ছোঁড়া হয় ৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে অপরপক্ষ ৷ তবে গ্রামবাসীরা জানাচ্ছেন এলাকা দখলকে কেন্দ্র করে নিত্যদিনই উভয়পক্ষের মধ্যে অশান্তি লেগে থাকে ৷ যদিও এ বিষয়ে কোনও পক্ষের তৃণমূল নেতারা কোনও প্রতিক্রিয়া দিতে চায়নি ৷

দিন কয়েক আগেই ওই এলাকা থেকে 32 টি বোমা উদ্ধার করেছিল পুলিশ ৷ আজ বোমাবাজির খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ ৷ পরিদর্শনে যান জেলার অতিরিক্ত পুলিশ সুপার বিদিশা কালিকা ৷ অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ ৷

Last Updated : Sep 3, 2020, 6:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.