ETV Bharat / state

তৃণমূল-BJP সংঘর্ষে উত্তপ্ত কল্যাণী, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

নদিয়ার কল্যাণীতে তৃণমূল-BJP সংঘর্ষ । ভাঙচুর কার্যালয়।

তৃণমূল-BJP সংঘর্ষ
author img

By

Published : Jun 20, 2019, 12:56 PM IST

কল্যাণী, 20 জুন : তৃণমূল-BJP সংঘর্ষে উত্তপ্ত নদিয়ার কল্যাণী । তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙার অভিযোগ উঠল BJP-র বিরুদ্ধে । পাশাপাশি BJP কর্মীদের মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । এই অভিযোগে কল্যাণী থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান BJP কর্মীরা । এবং পুলিশি নিষ্ক্রিয়তারও অভিযোগ তোলেন ।

কল্যাণীর জেলা BJP-র সভাপতি সুকদেব মাইতির অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীরা গতকাল রাত 9টার সময় দু'ই BJP কর্মীকে মারতে মারতে ITI মোড় থেকে তাঁদের দলীয় কার্যালয়ের দিকে নিয়ে যায় । বিষয়টি নিয়ে কল্যাণী থানায় অভিযোগ জানায় BJP । তিনি আরও বলেন, "ITI মোড়ে তৃণমূলের কার্যালয়ে দলীয় কর্মীরা ভাঙচুর করে BJP-কে দোষারোপ করতে শুরু করে । এই সময় আমাদের কিছু কর্মীকে সামনে পেয়ে তৃণমূলের দুষ্কৃতীরা মারধর করে । আমরা এইরকম ঘটনার পুনরাবৃত্তি হলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনে যাব ।"

অন্যদিকে BJP-র তোলা অভিযোগ অস্বীকার করে তৃণমূল কংগ্রেসের পালটা অভিযোগ, BJP-র কর্মীরা আমাদের পার্টি অফিস দখল করতে এসেছিল । তৃণমূল কর্মী অরূপ মুখোপাধ্যায় বলেন, "গতকাল সন্ধ্যায় BJP-র কর্মীরা আমাদের পার্টি অফিস দখল করতে এসেছিল । কিন্তু তৃণমূল কর্মীরা বাধা দেওয়ায় দখল করতে পারেনি । বেশ কিছুদিন ধরেই BJP কর্মীরা কল্যাণীর পার্টি অফিস ভাঙচুর চালাচ্ছে । বাইক পুড়িয়ে দিচ্ছে । মানুষ এখন ভাবছে কাকে ভোট দিয়েছিলাম ।'' পাশাপাশি পুলিশের সদর্থক ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি ।

কল্যাণী, 20 জুন : তৃণমূল-BJP সংঘর্ষে উত্তপ্ত নদিয়ার কল্যাণী । তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙার অভিযোগ উঠল BJP-র বিরুদ্ধে । পাশাপাশি BJP কর্মীদের মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । এই অভিযোগে কল্যাণী থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান BJP কর্মীরা । এবং পুলিশি নিষ্ক্রিয়তারও অভিযোগ তোলেন ।

কল্যাণীর জেলা BJP-র সভাপতি সুকদেব মাইতির অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীরা গতকাল রাত 9টার সময় দু'ই BJP কর্মীকে মারতে মারতে ITI মোড় থেকে তাঁদের দলীয় কার্যালয়ের দিকে নিয়ে যায় । বিষয়টি নিয়ে কল্যাণী থানায় অভিযোগ জানায় BJP । তিনি আরও বলেন, "ITI মোড়ে তৃণমূলের কার্যালয়ে দলীয় কর্মীরা ভাঙচুর করে BJP-কে দোষারোপ করতে শুরু করে । এই সময় আমাদের কিছু কর্মীকে সামনে পেয়ে তৃণমূলের দুষ্কৃতীরা মারধর করে । আমরা এইরকম ঘটনার পুনরাবৃত্তি হলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনে যাব ।"

অন্যদিকে BJP-র তোলা অভিযোগ অস্বীকার করে তৃণমূল কংগ্রেসের পালটা অভিযোগ, BJP-র কর্মীরা আমাদের পার্টি অফিস দখল করতে এসেছিল । তৃণমূল কর্মী অরূপ মুখোপাধ্যায় বলেন, "গতকাল সন্ধ্যায় BJP-র কর্মীরা আমাদের পার্টি অফিস দখল করতে এসেছিল । কিন্তু তৃণমূল কর্মীরা বাধা দেওয়ায় দখল করতে পারেনি । বেশ কিছুদিন ধরেই BJP কর্মীরা কল্যাণীর পার্টি অফিস ভাঙচুর চালাচ্ছে । বাইক পুড়িয়ে দিচ্ছে । মানুষ এখন ভাবছে কাকে ভোট দিয়েছিলাম ।'' পাশাপাশি পুলিশের সদর্থক ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি ।

Intro:আবার তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠলো নদীয়ার কল্যাণী।একদিকে বিজেপির বিরুদ্ধে দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ করেছে তৃণমূল,অন্যদিকে তৃণমূলের বিরুদ্ধে দলীয় কর্মীদের মারধর করার অভিযোগ তুলে কল্যাণী থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি।
বিজেপির অভিযোগ,বুধবার রাতে কল্যাণী আইটিআই মোড় এলাকায় দুই বিজেপি কর্মীকে ব্যাপক মারধর করে তৃণমূল।অভিযোগ,এই খবর ছড়িয়ে পড়তেই উত্তেজনা ছড়ায় এলাকায়।উত্তেজিত বিজেপি কর্মীরা থানা ঘেরাও করে অভিযুক্ত তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবি জানিয়ে বিক্ষোভ দেখাতে থাকে।এই সময় পুলিশের সাথে বিজেপি কর্মীদের ধস্তাধস্তিও হয় বলে অভিযোগ।এই ঘটনার জেরে কল্যানির বিভিন্ন জায়গায় তৃণমূল বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ হয় বলে অভিযোগ।যদিও বিজেপি কর্মীদের ওপর হামলার কথা অস্বীকার করে তৃণমূল এর অভিযোগ,বিজেপি কর্মীরা তৃণমূলের সেন্ট্রাল দলীয় কার্যালয় সহ কল্যাণী শহরের বেশ কয়েকটি দলীয় কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে ও কল্যাণী শহরে অশান্তির পরিবেশ সৃষ্টি করতে চাইছে।এই ঘটনার আবার যাতে নতুন করে কোনো অশান্তি না হয়,তার জন্য গোটা কল্যাণী শহরে টহলদারী চালিয়েছে পুলিশ।ঘটনায় বেশ কয়েকজনকে আটকও করে পুলিশ।তবে এদিন পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগে সরব হয়েছে তৃণমূল ও বিজেপি দুই পক্ষই।তাদের অভিযোগ,সময়ে উপযুক্ত পদক্ষেপ নিলে কল্যাণী এত অশান্ত হতনা।Body:KALYANI POLITICAL ATTACKSConclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.