ETV Bharat / state

নাবালকদের মুখে "জয়শ্রীরাম", শ্রাদ্ধানুষ্ঠানে হামলা তৃণমূলের

নদিয়ায় শ্রাদ্ধাঅনুষ্ঠানে 'জয়শ্রীরাম' বলায় হামলা । অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ।

শ্রাদ্ধানুষ্ঠানে হামলা তৃণমূলের
author img

By

Published : Jul 13, 2019, 10:46 PM IST

Updated : Jul 14, 2019, 5:16 PM IST

নদিয়া, 13 জুলাই : 'জয়শ্রীরাম' বলায় শ্রাদ্ধানুষ্ঠানে হামলা । অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । ঘটনাটি নদিয়ার নাকাশিপাড়া থানার কাঁচকুলি গ্রামের । ঘটনায় নাকাশিপাড়া থানায় 5 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে ।

গতকাল কাঁচকুলি গ্রামের বাসিন্দা সন্ধ্যা আচার্যের শ্রাদ্ধানুষ্ঠান চলছিল । সেইসময় কয়েকজন নাবালক 'জয়শ্রীরাম' বলে ওঠে । অভিযোগ, এরপর সন্ধ্যার সময় প্রায় 15-20 জন দুষ্কৃতী বাড়িতে ঢুকে হামলা চালায় । ভাঙচুর করে একাধিক জিনিসপত্র । পরিবারের সদস্যদের মারধর করে । পাশাপাশি মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় ।

মৃতের নাতি সুজিত আচার্য বলে, "আমার ঠাকুমার শ্রাদ্ধের অনুষ্ঠান চলছিল । সেখানে কয়েকজন বাচ্চা 'জয়শ্রীরাম' বলে । এরপর হঠাৎ করে তৃণমূলের কিছু দুষ্কৃতী বাড়িতে এসে হামলা চালায় । আমার ঠাকুমার ছবি লাথি মেরে ফেলে দেয় । বাড়ি ভাঙচুর করে । বাড়ির লোকজনকে ধরে মারধর করে । আমাকে ত্রিশূল দিয়ে পেটে আঘাত করে প্রাণে মেরে ফেলার চেষ্টা করছিল ।"

BJP উত্তরের সভাপতি মহাদেব সরকার বলেন, "গতকাল শ্রাদ্ধানুষ্ঠানে 'জয়শ্রীরাম' বলাতে তৃণমূলের দুষ্কৃতীরা বাড়িতে হামলা চালায় । বাড়ি ভাঙচুর করে । সন্ধ্যাদেবীর ছেলে বাসুদেববাবু, তাঁর স্ত্রী ও ভাইপোকে মারধর করে । শ্রাদ্ধের সমস্ত জিনিসপত্র নষ্ট করে দেয় । পাশাপাশি শ্রাদ্ধের জন্য সঞ্চিত 1 লাখ টাকা লুট করেছে । আমি এই ঘটনার কথা জেলা উচ্চ পদস্থ আধিকারিকদের জানাব । দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি । গ্রেপ্তার করা না হলে আগামীদিনে জেলাজুড়ে আন্দোলন করব ।"

দেখুন ভিডিয়ো

নাকাশিপাড়ার তৃণমূল বিধায়ক কল্লোল খাঁ বলেন, "এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগাযোগ নেই । ভারতীয় জনতা পার্টি রাজনৈতিক রং চাপিয়ে তৃণমূল কংগ্রেসের ঘাড়ে দোষ চাপাচ্ছে । আমি দায়িত্ব নিয়ে বলতে চাই তৃণমূল কংগ্রেসের কোনও কর্মী এই ঘটনার সঙ্গে জড়িত নয় । পুরোপুরি উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিক রং লাগানো হচ্ছে ।"

নদিয়া, 13 জুলাই : 'জয়শ্রীরাম' বলায় শ্রাদ্ধানুষ্ঠানে হামলা । অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । ঘটনাটি নদিয়ার নাকাশিপাড়া থানার কাঁচকুলি গ্রামের । ঘটনায় নাকাশিপাড়া থানায় 5 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে ।

গতকাল কাঁচকুলি গ্রামের বাসিন্দা সন্ধ্যা আচার্যের শ্রাদ্ধানুষ্ঠান চলছিল । সেইসময় কয়েকজন নাবালক 'জয়শ্রীরাম' বলে ওঠে । অভিযোগ, এরপর সন্ধ্যার সময় প্রায় 15-20 জন দুষ্কৃতী বাড়িতে ঢুকে হামলা চালায় । ভাঙচুর করে একাধিক জিনিসপত্র । পরিবারের সদস্যদের মারধর করে । পাশাপাশি মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় ।

মৃতের নাতি সুজিত আচার্য বলে, "আমার ঠাকুমার শ্রাদ্ধের অনুষ্ঠান চলছিল । সেখানে কয়েকজন বাচ্চা 'জয়শ্রীরাম' বলে । এরপর হঠাৎ করে তৃণমূলের কিছু দুষ্কৃতী বাড়িতে এসে হামলা চালায় । আমার ঠাকুমার ছবি লাথি মেরে ফেলে দেয় । বাড়ি ভাঙচুর করে । বাড়ির লোকজনকে ধরে মারধর করে । আমাকে ত্রিশূল দিয়ে পেটে আঘাত করে প্রাণে মেরে ফেলার চেষ্টা করছিল ।"

BJP উত্তরের সভাপতি মহাদেব সরকার বলেন, "গতকাল শ্রাদ্ধানুষ্ঠানে 'জয়শ্রীরাম' বলাতে তৃণমূলের দুষ্কৃতীরা বাড়িতে হামলা চালায় । বাড়ি ভাঙচুর করে । সন্ধ্যাদেবীর ছেলে বাসুদেববাবু, তাঁর স্ত্রী ও ভাইপোকে মারধর করে । শ্রাদ্ধের সমস্ত জিনিসপত্র নষ্ট করে দেয় । পাশাপাশি শ্রাদ্ধের জন্য সঞ্চিত 1 লাখ টাকা লুট করেছে । আমি এই ঘটনার কথা জেলা উচ্চ পদস্থ আধিকারিকদের জানাব । দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি । গ্রেপ্তার করা না হলে আগামীদিনে জেলাজুড়ে আন্দোলন করব ।"

দেখুন ভিডিয়ো

নাকাশিপাড়ার তৃণমূল বিধায়ক কল্লোল খাঁ বলেন, "এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগাযোগ নেই । ভারতীয় জনতা পার্টি রাজনৈতিক রং চাপিয়ে তৃণমূল কংগ্রেসের ঘাড়ে দোষ চাপাচ্ছে । আমি দায়িত্ব নিয়ে বলতে চাই তৃণমূল কংগ্রেসের কোনও কর্মী এই ঘটনার সঙ্গে জড়িত নয় । পুরোপুরি উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিক রং লাগানো হচ্ছে ।"

Intro:জয় শ্রী রাম বলায় শ্রাদ্ধের অনুষ্ঠান বাড়িতে ঢুকে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। ঘটনাটি নদীয়ার নাকাশিপাড়া থানার কাঁচকুলি গ্রামের।এই ঘটনায় 5 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় নাকাশীপাড়া থানায়।
অভিযোগ, নাকাশীপাড়া থানার কাঁচকুলি গ্রামের বাসিন্দার বৃদ্ধা সন্ধ্যা আচার্যের মৃত্যুর পর তার বাড়িতে শ্রাদ্ধ অনুষ্ঠানের কাজ চলছিল শুক্রবার। ওই অনুষ্ঠানের সময় কয়েকজন শিশু জয় শ্রী রাম বলার অপরাধে সন্ধ্যার সময় প্রায় পনেরো থেকে কুড়ি জনের দুষ্কৃতী দল বাড়িতে ঢুকে হামলা চালায়। ভাঙচুর করা হয় বাড়ির শ্রাদ্ধের একাধিক জিনিসপত্র। মারধর করা হয় পরিবারের সদস্যকে।এমন কি মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার করতে ও ছার দেননি দুষ্কৃতীরা। অভিযোগ দায়ের করা হয় নাকাশীপাড়া থানায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজ বিজেপির উত্তরের সভাপতি মহাদেব সরকারের নেতৃত্বে একটি দল পরিবারের সাথে দেখা করেন ও এই ঘটনার তীব্র নিন্দা করে দোষীদের শাস্তির দাবি করেন। যদিও নাকাশিপাড়া তৃণমূল বিধায়ক কল্লোল খাঁ জানাই এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই ভারতীয় জনতা পার্টি ইচ্ছাকৃতভাবে রং ছড়াচ্ছে এর সঙ্গে তৃণমূলের কোন যোগ নেই ।এই ঘটনার তদন্তে নাকাশিপাড়া থানার পুলিশ।Body:NAKASHIPARA BJP ATTACKSConclusion:
Last Updated : Jul 14, 2019, 5:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.