ETV Bharat / state

মুখ্যমন্ত্রীর মন্তব্যেই উত্তেজিত হচ্ছে তৃণমূলের কর্মীরা : বিজয়বর্গীয় - kailash vijaybargiya

তৃণমূল কর্মীদের বিশৃঙ্খলার জন্য মমতা ব্যানার্জির মন্তব্যকে দায়ি করলেন BJP নেতা কৈলাস বিজয়বর্গীয় । বললেন, প্রজাতন্ত্রে বদলার কথা বলা উচিত নয় ।

ফাইল ফোটো
author img

By

Published : May 18, 2019, 10:15 PM IST

নদিয়া, 18 মে : মুখ্যমন্ত্রীর মন্তব্যের জন্যই উত্তেজিত হয়ে তৃণমূল নেতা-কর্মীরা BJP কার্যকর্তাদের উপর হামলা করছে । আজ একথা বলেন BJP নেতা কৈলাস বিজয়বর্গীয় ।

নদিয়ার BJP কর্মী হারাধন মৃধা । বাড়ি ভীমপুর থানার ব্রলাঙ্গি গ্রামে । অভিযোগ, বৃহস্পতিবার সকালে তৃণমূল কংগ্রেস কর্মীরা তাঁকে মারধর করে । তাঁকে শক্তিনগর জেলা হাসপাতালে ভরতি করা হয় । বৃহস্পতিবার রাতে তাঁর মৃত্যু হয় । আজ ওই কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে যান BJP নেতা কৈলাস বিজয়বর্গীয় । তাঁদের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের মুখোমুখি হন তিনি ।

তিনি বলেন, "মমতা ব্যানার্জি বলেছেন ইঞ্চিতে ইঞ্চিতে বদলা নেব । ওনার এইসব মন্তব্যের জন্যই তৃণমূল নেতা-কর্মীরা উত্তেজিত হয়ে BJP-র কার্যকর্তাদের উপর হামলা করছে । আমি হুঁশিয়ারি দিয়ে বলছি, প্রজাতন্ত্রে হিংসার কোনও স্থান নেই । হিংসার জবাব হিংসা দিয়ে দিচ্ছি না বলে আমাদের ভীতু ভাববেন না । আমরা প্রজাতন্ত্রের পাহারাদার । যারা এখানে অশান্তি করছে তাদের বিরুদ্ধে প্রশাসনের তদন্ত করা উচিত । মমতা ব্যানার্জিরও এই ধরনের কাজকে প্রশ্রয় দেওয়া উচিত নয় । প্রজাতন্ত্রে বদলার কথা বলা উচিত নয় ।"

নদিয়া, 18 মে : মুখ্যমন্ত্রীর মন্তব্যের জন্যই উত্তেজিত হয়ে তৃণমূল নেতা-কর্মীরা BJP কার্যকর্তাদের উপর হামলা করছে । আজ একথা বলেন BJP নেতা কৈলাস বিজয়বর্গীয় ।

নদিয়ার BJP কর্মী হারাধন মৃধা । বাড়ি ভীমপুর থানার ব্রলাঙ্গি গ্রামে । অভিযোগ, বৃহস্পতিবার সকালে তৃণমূল কংগ্রেস কর্মীরা তাঁকে মারধর করে । তাঁকে শক্তিনগর জেলা হাসপাতালে ভরতি করা হয় । বৃহস্পতিবার রাতে তাঁর মৃত্যু হয় । আজ ওই কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে যান BJP নেতা কৈলাস বিজয়বর্গীয় । তাঁদের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের মুখোমুখি হন তিনি ।

তিনি বলেন, "মমতা ব্যানার্জি বলেছেন ইঞ্চিতে ইঞ্চিতে বদলা নেব । ওনার এইসব মন্তব্যের জন্যই তৃণমূল নেতা-কর্মীরা উত্তেজিত হয়ে BJP-র কার্যকর্তাদের উপর হামলা করছে । আমি হুঁশিয়ারি দিয়ে বলছি, প্রজাতন্ত্রে হিংসার কোনও স্থান নেই । হিংসার জবাব হিংসা দিয়ে দিচ্ছি না বলে আমাদের ভীতু ভাববেন না । আমরা প্রজাতন্ত্রের পাহারাদার । যারা এখানে অশান্তি করছে তাদের বিরুদ্ধে প্রশাসনের তদন্ত করা উচিত । মমতা ব্যানার্জিরও এই ধরনের কাজকে প্রশ্রয় দেওয়া উচিত নয় । প্রজাতন্ত্রে বদলার কথা বলা উচিত নয় ।"

Intro:মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানি মূলক বক্তব্যের জেরেই তৃণমূল নেতা কর্মীদের হাতে আক্রান্ত হয়ে খুন হতে হচ্ছে বিজেপি কর্মীদের।শনিবার নদীয়ায় খুন হওয়া বিজেপি কর্মী হারাধন মৃধার পরিবারের সাথে দেখা করার পর শাসক দল তৃণমূলকে এই ভাবেই আক্রমণ করলেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গী।
শনিবার নদীয়ার ভিমপুর থানার এলাঙ্গীতে হারাধন মৃধার বাড়ীতে গিয়ে তার পরিবারের সদস্যদের দেখা করতে যান কৈলাস বিজয় বর্গী।সেখানে হারাধন মৃধার পরিবারের সদস্যদের সাথে কথা বলার পর সাংবাদিক বৈঠক করে কৈলাশ বিজয় বর্গী অভিযোগ করেন যে, রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতি ইঞ্চিতে ইঞ্চিতে যে বদলা নেয়ার ডাক দিচ্ছেন তার ফলই হচ্ছে এই ধরনের বিজেপি কর্মীদের খুন। তিনি বলেন যে, গণতন্ত্রে এই বদলা নেয়ার কোন জায়গা নেই গণতন্ত্র মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করবার জন্য।পাশাপাশি তৃণমূলকে সতর্ক করে কৈলাস বিজয়বর্গির দাবী, হিংসার বদলা বিজেপি নিচ্ছেনা মানে বিজেপিকে ভীত মনে করার কোনো কারণ নেই। বিজেপি হিংসার নীতিতে বিস্বাস করেনা তাই মানুষকে গণতন্ত্র বিশ্বাস রাখতে হবে।নইলে মানুষ যদি প্রতিবাদে নামে তবে তা প্রশাসনের জন্য সুখকর হবে না বলেও হুশিয়ারি দেন কৈলাস বাবু।Body:VIMPUR BJPConclusion:null
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.