নদিয়া, 25 এপ্রিল: সেপটিক ট্যাংকের কাজ করতে গিয়ে মৃত্যু হল তিন শ্রমিকের । মঙ্গলবার ঘটনাটি ঘটেছে নদীয়ার ভীমপুর থানার নতুনগ্রাম এলাকায় । মৃত শ্রমিকদের নাম সুমন বিশ্বাস (27), শুভেন্দু দে (28), অমৃত বিশ্বাস(28) ৷ সকলেই ভীমপুর থানার কাঁকুড়গাছি এলাকার বাসিন্দা ।
নতুনগ্রাম এলাকায় একটি সেপটিক ট্যাংক তৈরির কাজ চলছিল । কয়েকদিন আগে ঢালাইয়ের কাজ শেষ হয়েছে ৷ আজ ঢালাইয়ের সময় ব্যবহৃত তক্তা খুলতে যায় শ্রমিকরা ৷ প্রথমে এক শ্রমিক ট্যাংকের ভেতরে প্রবেশ করে । দীর্ঘক্ষণ তাঁর কোনও সারা শব্দ না-পেয়ে আরও এক শ্রমিক ওই ট্যাংকের ভেতর প্রবেশ করে । দির্ঘ সময় কেটে গেলেও ওই শ্রমিকের কোনও আওয়াজ পাওয়া যায় না ৷ কৌতুহলবশত আরোও এক শ্রমিক প্রবেশ করে ট্যাংকের ভেতর । তাঁরও কোনও খবর না-পাওয়ার সন্দেহ হয় বাইরে থাকা অন্যান্য শ্রমিকদের । এরপরেই আর কোনও শ্রমিক ওই সেপটিক ট্যাংকের ভিতর প্রবেশ করতে সাহস পায়নি ৷ বাইরে থেকে উঁকি দিয়ে দেখেন অজ্ঞান অবস্থায় কেউ বসে রয়েছেন আবার কেউ শুয়ে রয়েছেন ট্যাংকের ভেতর । এরপরে চিৎকার চেঁচামেচি শুরু করলে স্থানীয় বাসিন্দারা ভিড় জমায় সেখানে।
ট্যাংক ভেঙে ওই তিন শ্রমিককে উদ্ধার করেন এলাকাবাসী । সঙ্গে সঙ্গে তাদের কৃষ্ণগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তিন শ্রমিককে মৃত বলে ঘোষণা করেন ৷ ঘটনাস্থলে উপস্থিত শ্রমিক কালাচাঁদ মণ্ডল বলেন, "এরা প্রত্যেকেই রাজমিস্ত্রীর কাজ করেন । প্রতিদিনের মতো আজও কাজ করতে এসেছিলেন ওই এলাকায় । সেখানে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।"
আরও পড়ুন : বাইসনের আক্রমণে জলপাইগুড়িতে মৃত্যু চা শ্রমিকের, আক্রান্ত স্ত্রী ও নাতি
প্রাথমিকভাবে প্রশাসন ও স্থানীয়দের অনুমান, ট্যাংকের ভেতর যথেষ্ট অক্সিজেন না থাকা এবং গ্যাসের পরিমাণ বেশি থাকার কারণে এই দুর্ঘটনা ঘটেছে । ভীমপুর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসে । প্রাথমিকভাবে মৃতদেহগুলি ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ । ময়নাতদন্ত রিপোর্ট এলেই মৃত্যুর কারণ জানা যাবে ৷