নদিয়া , 21 মে : আমফানের দাপটে নদিয়া জেলায় মৃত্যু হল আরও তিন ব্যক্তির ৷ আগেই কৃষ্ণনগরে এক বৃদ্ধের মৃত্যুর খবর সামনে এসেছিল ৷ এরপর চাকদায় দু'জন ও কল্যাণীতে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে ৷ এই নিয়ে নদিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চার ৷
গতকাল দুপুর আড়াইটে নাগাদ সাগরদ্বীপে আছড়ে পড়ে শক্তিশালী ঘূর্ণিঝড় আমফান ৷ দুপুর আড়াইটের পর থেকেই আমফানের তাণ্ডবে ব্যপক ক্ষতিগ্রস্ত হয়েছে গোটা দক্ষিণবঙ্গ ৷ বিশেষ করে দুই 24 পরগণা , কলকাতা ও পূর্ব মেদিনীপুরে সব থেকে বেশি ক্ষতি হয়েছে ৷ প্রচুর বাড়ি ভেঙে গেছে ৷ 300-র বেশি গাছ উপড়ে পড়েছে ৷ নদিয়াও আমফানের দাপটে বিধ্বস্ত ৷ প্রচুর বাড়ি ভেঙেছে ৷ গাছ উপড়ে পড়ে রাস্তা বন্ধ হয়ে গেছে ৷ ইতিমধ্যেই আমফানের দাপটে নদিয়ায় মৃত্যু হয়েছে চারজনের ৷
গতরাতে বাড়িতেই ছিলেন চাকদা থানার নারায়ণপুর এলাকার বাসিন্দা রতন সরকার (70) ৷ ঝড়ের দাপটে তাঁর ঘরের উপর একটি গাছ ভেঙে পড়ে ৷ যার জেরে ভেঙে পড়ে দেওয়াল ৷ আর তাতেই চাপা পড়েই মৃত্যু হয় তাঁর ৷ তাঁকে রানাঘাট হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় ৷ একইভাবে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয় চাকদা থানার ঘেটুগাছি এলাকার অরুণ বিশ্বাস(50) এবং কল্যাণী থানার ঘোড়াগাছার বাসিন্দা কেনা মণ্ডলের (45) ৷ তাঁদের দু'জনকে রানাঘাট মহকুমা হাসপাতাল ও কল্যাণী হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় ৷
এই তিনজন ছাড়াও কৃষ্ণনগর থানার রাধানগর এলাকার নরেন্দ্র নন্দী নামে এক বৃদ্ধ দেওয়াল চাপা পড়ে মারা যান ৷ তাঁকে শক্তিনগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোযণা করা হয় ৷