ETV Bharat / state

চাপড়ায় একই জায়গা থেকে 3 বালতি বোমা উদ্ধার - নদিয়ার খবর

নদীয়ার চাপড়া থানার মহেশ নগর গ্রামে আজ সকালে বাড়ির পাশে একটি পরিত্যক্ত জায়গায় তিনটি প্লাস্টিকের বালতি দেখতে পায় স্থানীয়রা । ওই বোমাগুলোকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায় ৷

Three buckets of bombs were recovered in Nadia
নদিয়ায় একই জায়গা থেকে তিন বালতি বোমা উদ্ধার
author img

By

Published : Jul 24, 2020, 9:12 PM IST

চাপড়া, 24 জুলাই : তিন বালতি বোমা উদ্ধার নদিয়ার চাপড়া থানা এলাকায় । খবর পেয়ে ঘটনাস্থানে আসে চাপড়া থানার পুলিশ ৷ কী কারণে ওই স্থানে বোমাগুলি মজুত ছিল এবং কারা এর পেছনে জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ ।

স্থানীয় সূত্রে খবর, চাপড়া থানার মহেশনগর গ্রামে আজ সকালে একটি বাড়ির পাশের পরিত্যক্ত জায়গায় তিনটি প্লাস্টিকের বালতি দেখতে পায় স্থানীয়রা । যা দেখে সন্দেহ হয় তাঁদের । বালতিগুলি কিছুটা মাটিতে পোঁতা অবস্থায় ছিল । কাছে এসে দেখা যায়, বালতির ভিতর বোমা ভরতি রয়েছে । খবর দেওয়া হয় চাপড়া থানায় । পুলিশ এসে ওই এলাকার একাধিক বাড়িতে তল্লাশি অভিযান চালায় । অবশেষে বোমাগুলি উদ্ধার করার জন্য পুলিশ বম স্ক্যয়াডে খবর দেয় । বম স্ক্যয়াডের প্রতিনিধিদল ওই বোমাগুলোকে তড়িঘড়ি নিষ্ক্রিয় করে । তারপর সেগুলিকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায় ৷

উল্লেখ্য, চাপড়া থানা এলাকায় এর আগে একাধিকবার তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের অভিযোগ উঠেছে ৷ সেই সংঘর্ষগুলিতে মুড়ি-মুড়কির মতো বোমাবাজির অভিযোগ উঠেছে । এর আগেও পুলিশ অভিযান চালিয়ে একাধিকবার বোমা উদ্ধার করেছে । তবে গতকাল কী কারণে ওই স্থানে তিন বালতি বোমা মজুত ছিল এবং কারা এর পেছনে জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ । যদিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে এখনও পর্যন্ত কাউকে আটক কিংবা গ্রেপ্তার করতে পারেনি চাপড়া থানার পুলিশ ।

চাপড়া, 24 জুলাই : তিন বালতি বোমা উদ্ধার নদিয়ার চাপড়া থানা এলাকায় । খবর পেয়ে ঘটনাস্থানে আসে চাপড়া থানার পুলিশ ৷ কী কারণে ওই স্থানে বোমাগুলি মজুত ছিল এবং কারা এর পেছনে জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ ।

স্থানীয় সূত্রে খবর, চাপড়া থানার মহেশনগর গ্রামে আজ সকালে একটি বাড়ির পাশের পরিত্যক্ত জায়গায় তিনটি প্লাস্টিকের বালতি দেখতে পায় স্থানীয়রা । যা দেখে সন্দেহ হয় তাঁদের । বালতিগুলি কিছুটা মাটিতে পোঁতা অবস্থায় ছিল । কাছে এসে দেখা যায়, বালতির ভিতর বোমা ভরতি রয়েছে । খবর দেওয়া হয় চাপড়া থানায় । পুলিশ এসে ওই এলাকার একাধিক বাড়িতে তল্লাশি অভিযান চালায় । অবশেষে বোমাগুলি উদ্ধার করার জন্য পুলিশ বম স্ক্যয়াডে খবর দেয় । বম স্ক্যয়াডের প্রতিনিধিদল ওই বোমাগুলোকে তড়িঘড়ি নিষ্ক্রিয় করে । তারপর সেগুলিকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায় ৷

উল্লেখ্য, চাপড়া থানা এলাকায় এর আগে একাধিকবার তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের অভিযোগ উঠেছে ৷ সেই সংঘর্ষগুলিতে মুড়ি-মুড়কির মতো বোমাবাজির অভিযোগ উঠেছে । এর আগেও পুলিশ অভিযান চালিয়ে একাধিকবার বোমা উদ্ধার করেছে । তবে গতকাল কী কারণে ওই স্থানে তিন বালতি বোমা মজুত ছিল এবং কারা এর পেছনে জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ । যদিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে এখনও পর্যন্ত কাউকে আটক কিংবা গ্রেপ্তার করতে পারেনি চাপড়া থানার পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.