ETV Bharat / state

কৃত্তিবাসের লেখা আসল পুঁথি নেই জন্মস্থানের লাইব্রেরিতে - আসলটি রয়েছে ফ্রান্সে

কবি কৃত্তিবাস যেই পুঁথিতে রামায়ণ রচনা করেছিলেন, সেই আসল পুঁথিটি নেই তাঁর নামাঙ্কিত গ্রন্থাগারে। সেটি বর্তমানে রয়েছে ফ্রান্সের জাতীয় গ্রন্থাগারে।

The original manuscript of the poet Kritibas was not found in the birthplace library
কবি কৃত্তিবাস এর লেখা আসল পুঁথি ঠাঁই পায়নি জন্মস্থানের লাইব্রেরীতে
author img

By

Published : Mar 16, 2020, 7:33 AM IST

Updated : Mar 16, 2020, 10:18 AM IST

শান্তিপুর, 16 মার্চ : কবি কৃত্তিবাস জন্মগ্রহণ করেছিলেন নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়াতে । ফুলিয়াতে রয়েছে তাঁর সমাধিস্থল । সমাধিস্থলের পাশেই কৃত্তিবাসের নামে করা হয়েছে লাইব্রেরি । যেখানে দেশের প্রতিটি ভাষায় লেখা রামায়ণের বই রয়েছে । কিন্তু তিনি যে পুঁথিতে রামায়ণ রচনা করেছিলেন, সেই আসল পুঁথিটি নেই তাঁর নামাঙ্কিত গ্রন্থাগারে । সেটি বর্তমানে রয়েছে ফ্রান্সের জাতীয় গ্রন্থাগারে ।

বিভিন্ন পুরানো বই থেকে জানা যায়, স্বাধীনতার আগে চন্দননগর ছিল ফরাসিদের দখলে । ফরাসিদের দখলে থাকার সময় পি সি কডিয়ার নামে একজন ফ্রান্সের শিক্ষাবিদ চন্দননগরে থাকতেন । সেইসময় তিনি হঠাৎ দেখতে পান স্থানীয়রা একটি মৃতদেহ নিয়ে যাচ্ছে গান-বাজনা করতে করতে । এরপর ওই মৃতদেহর যেখানে শ্রাদ্ধ হচ্ছে সেখানে বিভিন্ন ধরনের গান এবং নাচ হচ্ছে । তিনি তখন কৌতূহলী হয়ে জানতে চান এইরকম গান-বাজনা কেন ? তখন শ্রাদ্ধ বাড়ির সকলেই বলে এটা কৃত্তিবাসী রামায়ণের থেকে নেওয়া হয়েছে । তখন কৃত্তিবাসের রামায়ণের প্রতি উৎসাহিত হয়ে নদীপথে ফুলিয়া এসে সেই রামায়ণের আসল পুঁথিটি সংগ্রহ করেন কডিয়ার । এরপর ফ্রান্সে পাঠিয়ে দেন । জানা যায়, এই পুঁথিটি ফ্রান্সে ক্যাডলক হয়েছে 1776 খ্রিস্টাব্দে । এবং তারপর থেকেই ফ্রান্সের জাতীয় গ্রন্থাগারে এই পুঁথিটি রয়েছে । যদিও ভারত সরকারের অনুরোধে ফ্রান্স সরকার ওই পুঁথিটির একটি নেগেটিভ কপি পাঠিয়েছে বলে জানা যায় ।

The original manuscript of the poet Kritibas was not found in the birthplace library
মহাকবি কৃত্তিবাসের সমাধিস্থল

কিন্তু প্রশ্ন উঠছে যেখানে কবি কৃত্তিবাস এর জন্মস্থান এবং যাঁর নামে নামাঙ্কিত লাইব্রেরি সেই কৃত্তিবাসের আসল পুঁথিটি কেন ফ্রান্সে থাকবে । এ বিষয়ে দীর্ঘদিন রামায়ণ নিয়ে চর্চা করেছেন কেশবলাল চক্রবর্তী । তিনি বলেন, ‘‘এটি ভারতের একটি অমূল্য সম্পদ । আমরা চাই যত দ্রুত সম্ভব সরকার উদ্যোগ নিয়ে এই আসল পুঁথিটি আনার চেষ্টা করুক ।’’

দেখুন ভিডিয়ো

যদিও এ বিষয়ে নদিয়া জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুণ্ডু বলেন, ‘‘এটা আগেও আনার জন্য একাধিকবার চেষ্টা করা হয়েছে । আগামীদিনেও কেন্দ্রীয় সরকারকে বলব ফ্রান্স সরকারের সঙ্গে যোগাযোগ করে পুঁথিটিকে আনার বিষয়ে কথা বলতে ।’’

শান্তিপুর, 16 মার্চ : কবি কৃত্তিবাস জন্মগ্রহণ করেছিলেন নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়াতে । ফুলিয়াতে রয়েছে তাঁর সমাধিস্থল । সমাধিস্থলের পাশেই কৃত্তিবাসের নামে করা হয়েছে লাইব্রেরি । যেখানে দেশের প্রতিটি ভাষায় লেখা রামায়ণের বই রয়েছে । কিন্তু তিনি যে পুঁথিতে রামায়ণ রচনা করেছিলেন, সেই আসল পুঁথিটি নেই তাঁর নামাঙ্কিত গ্রন্থাগারে । সেটি বর্তমানে রয়েছে ফ্রান্সের জাতীয় গ্রন্থাগারে ।

বিভিন্ন পুরানো বই থেকে জানা যায়, স্বাধীনতার আগে চন্দননগর ছিল ফরাসিদের দখলে । ফরাসিদের দখলে থাকার সময় পি সি কডিয়ার নামে একজন ফ্রান্সের শিক্ষাবিদ চন্দননগরে থাকতেন । সেইসময় তিনি হঠাৎ দেখতে পান স্থানীয়রা একটি মৃতদেহ নিয়ে যাচ্ছে গান-বাজনা করতে করতে । এরপর ওই মৃতদেহর যেখানে শ্রাদ্ধ হচ্ছে সেখানে বিভিন্ন ধরনের গান এবং নাচ হচ্ছে । তিনি তখন কৌতূহলী হয়ে জানতে চান এইরকম গান-বাজনা কেন ? তখন শ্রাদ্ধ বাড়ির সকলেই বলে এটা কৃত্তিবাসী রামায়ণের থেকে নেওয়া হয়েছে । তখন কৃত্তিবাসের রামায়ণের প্রতি উৎসাহিত হয়ে নদীপথে ফুলিয়া এসে সেই রামায়ণের আসল পুঁথিটি সংগ্রহ করেন কডিয়ার । এরপর ফ্রান্সে পাঠিয়ে দেন । জানা যায়, এই পুঁথিটি ফ্রান্সে ক্যাডলক হয়েছে 1776 খ্রিস্টাব্দে । এবং তারপর থেকেই ফ্রান্সের জাতীয় গ্রন্থাগারে এই পুঁথিটি রয়েছে । যদিও ভারত সরকারের অনুরোধে ফ্রান্স সরকার ওই পুঁথিটির একটি নেগেটিভ কপি পাঠিয়েছে বলে জানা যায় ।

The original manuscript of the poet Kritibas was not found in the birthplace library
মহাকবি কৃত্তিবাসের সমাধিস্থল

কিন্তু প্রশ্ন উঠছে যেখানে কবি কৃত্তিবাস এর জন্মস্থান এবং যাঁর নামে নামাঙ্কিত লাইব্রেরি সেই কৃত্তিবাসের আসল পুঁথিটি কেন ফ্রান্সে থাকবে । এ বিষয়ে দীর্ঘদিন রামায়ণ নিয়ে চর্চা করেছেন কেশবলাল চক্রবর্তী । তিনি বলেন, ‘‘এটি ভারতের একটি অমূল্য সম্পদ । আমরা চাই যত দ্রুত সম্ভব সরকার উদ্যোগ নিয়ে এই আসল পুঁথিটি আনার চেষ্টা করুক ।’’

দেখুন ভিডিয়ো

যদিও এ বিষয়ে নদিয়া জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুণ্ডু বলেন, ‘‘এটা আগেও আনার জন্য একাধিকবার চেষ্টা করা হয়েছে । আগামীদিনেও কেন্দ্রীয় সরকারকে বলব ফ্রান্স সরকারের সঙ্গে যোগাযোগ করে পুঁথিটিকে আনার বিষয়ে কথা বলতে ।’’

Last Updated : Mar 16, 2020, 10:18 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.