ধুবুলিয়া (নদীয়া), 25 জুন : এসএসসি নিয়োগ দুর্নীতি (SSC Recruitment Scam) নিয়ে এবার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) বিরুদ্ধে তোপ দাগলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Bengal Opposition Leader Suvendu Adhikari) ৷ তাঁর অভিযোগ, এসএসসি নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িত মুখ্যমন্ত্রী ৷ সেই কারণে নিয়োগ সংক্রান্ত ডেটাবেস আদালতে দিতে ভয় পাচ্ছে স্কুল সার্ভিস কমিশন (School Service Commission) ৷
শনিবার নদীয়ার ধুবুলিয়া বিজেপির একটি কর্মসূচিতে যোগদেন শুভেন্দু অধিকারী ৷ মোদি সরকারের (Modi Government) অষ্টম বর্ষপূর্তি ও বিজেপি কর্মীদের উপর আক্রমণ এবং মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগে ওই সভার আয়োজন করা হয়েছিল ৷ সভার মঞ্চ থেকে মোদি সরকারের নানা ইতিবাচক কাজের খতিয়ান তুলে ধরেন নন্দীগ্রামের (Nandigram) বিধায়ক ৷ পাশাপাশি বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতি-সহ একাধিক ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে তিনি তোপ দাগেন ৷
সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘‘পরেশ অধিকারীকে (Paresh Chandra Adhikary) তাঁর মেয়ের চাকরি দেওয়ার শর্তে নিজের দলে এনেছিলেন । চাকরি দুর্নীতিতে মুখ্যমন্ত্রী নিজে সরাসরি ভাবে জড়িত । সেই কারণেই সরকারি চাকরি ডাটাবেস দিতে ভয় পাচ্ছেন তিনি ।’’ একই সঙ্গে শুভেন্দুর অভিযোগ, ‘‘এই সরকার শুধুমাত্র তোলাবাজি এবং বিজেপিকে কিভাবে আটকাবে, সেই কাজ করে যাচ্ছে ।’’
অন্যদিকে সম্প্রতি বেশ কিছু এলাকায় অশান্তি ছড়ানোর অভিযোগ উঠেছিল ৷ সেই ঘটনায় যাঁরা ক্ষতিগ্রস্ত, তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিরোধী দলনেতা ৷ এদিনের সভায় নদীয়া জেলায় বিজেপির একাধিক বিধায়ক ও শীর্ষস্তরের নেতারা উপস্থিত ছিলেন ৷
আরও পড়ুন : Suvendu attacks Mamata: রাজ্যের 2 কোটি বেকারকে মুখ্যমন্ত্রীর ঘরে পাঠানোর হুঁশিয়ারি শুভেন্দুর