ETV Bharat / state

Harmonica artist : সর্বকনিষ্ঠ হার্মোনিকা শিল্পী হিসেবে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম সৌমজিতের - সর্বকনিষ্ঠ হার্মোনিকা শিল্পী

সর্বকনিষ্ঠ হার্মোনিকা শিল্পী হিসেবে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলল শান্তিপুরের সৌম্যজিৎ মণ্ডল ৷ মাত্র 11 বছর বয়সে বন্দেমাতরম গানের সুর হার্মোনিকায় তুলেছে শান্তিপুরের সৌম্যজিৎ ৷ গতকাল তার বাড়িতে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের তরফে শংসাপত্র এবং মেডেল পৌঁছায় ৷

Soumyajit Mandal of Shantipur named in India Book of Records as the youngest harmonica artist
মাউথ অর্গানে বন্দেমাতরম সুর, সর্বকনিষ্ঠ হার্মোনিকা শিল্পী হিসেবে ইন্ডিয়া বুক অব রেকর্ডে সৌমজিৎ
author img

By

Published : Aug 19, 2021, 4:59 PM IST

Updated : Aug 19, 2021, 6:01 PM IST

শান্তিপুর (নদিয়া), 19 অগস্ট : মাউথ অর্গানে বন্দেমাতরমের গানের সুর তুলে সর্বকনিষ্ঠ হার্মনিকা শিল্পী হিসাবে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম তুলল শান্তিপুরের সৌম্যজিৎ মণ্ডল । মাত্র এগারো বছর বয়সে তার এই সাফল্যে খুশির জোয়ার তার পরিবারে ৷ শান্তিপুর কামারপাড়ার বাসিন্দা উৎপল মণ্ডল পেশায় শাড়ির ডিজাইনার ৷ তাঁর নিজের ছোটবেলার স্বপ্ন ছিল মাউথ অর্গান শেখার ৷ কিন্তু, অর্থনৈতিক কারণে তা আর হয়ে ওঠেনি ৷ তাই নিজের ছেলের মাধ্যমে নিজের সেই স্বপ্নকে সত্যি করতে চেয়েছিলেন উৎপলবাবু ৷

হার্মোনিকা শিল্পী শাওন পালের কাছে সৌম্যজিৎ মণ্ডলকে হার্মোনিকা শেখার জন্য পাঠান উৎপলবাবু ৷ গত এক বছর ধরে শাওনের কাছে প্রশিক্ষণ নিচ্ছিল সৌম্যজিৎ ৷ সম্প্রতি সৌম্যজিৎ এবং তার বন্ধুর হার্মোনিকা বাঁচানোর ভিডিয়ো সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করেছিলেন শাওন ৷ সেখান থেকেই এক ব্যক্তি তাদের পারফর্মেন্স দেখে মুগ্ধ হন ৷ তিনিই শাওনকে পরামর্শ দেন ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে সৌম্যজিৎ ও তার বন্ধুর নাম পাঠাতে ৷ সেইমতো তাদের দু’জনের হার্মোনিকা বাজানোর ভিডিয়ো করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে পাঠান শাওন পাল ৷

সৌম্যজিৎ বন্দেমাতরম গানের সুর তুলেছিলেন হার্মোনিকাতে ৷ মাত্র এগারো বছর বয়সে এতটা নিখুঁতভাবে হার্মোনিকায় বন্দেমাতরমের সুর তোলার জন্য৷ সৌম্যজিৎকে বেছে নেয় ইন্ডিয়া বুক অফ রেকর্ডস কর্তৃপক্ষ ৷ গতকাল বিকেলে সৌম্যজিতের নামে সংশাপত্র এবং মেডেল গিয়ে পৌঁছায় শান্তিপুরের বাড়িতে ৷ ইন্ডিয়া বুক অফ রেকর্ডস কর্তৃপক্ষ সেগুলি কুরিয়ার করে পাঠিয়েছে ৷ এই সম্মান পেয়ে আনন্দিত সৌম্যজিৎ জানিয়েছে, সে বড় হয়ে হার্মোনিকা শিল্পী হিসেবে আরও বড় কিছু করতে চায় ৷

সর্বকনিষ্ঠ হার্মোনিকা শিল্পী হিসেবে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম সৌমজিতের

আরও পড়ুন : পারিবারিক শিল্প চর্চাকে বিশ্বের দরবারে পৌঁছানোই লক্ষ্যে ভাস্কর শ্যামসুন্দরের

সৌম্যজিতের এই সাফল্যে গর্বিত তার বাবা-মা ৷ তার বাবা জানিয়েছেন, সৌম্যজিৎ যে কৃতিত্ব অর্জন করেছে, তা যেন তাঁকে ভবিষ্যতে এগিয়ে জেতে অনুপ্রেরণা জোগায় ৷ সৌম্যজিতের শিক্ষাগুরু শাওন পাল বলেন, ‘‘ও যখন হার্মোনিকা শিখতে এসেছিল, তখন ওর বাঁশি বাজানোর প্রতি ঝোঁক ছিল ৷ সেই ইচ্ছেটাকে আমি দমিয়ে দিইনি ৷ শুধু তার সঙ্গে সঙ্গে মাউথ অর্গান বাজানোও শিখিয়েছি ওকে ৷ আমার কাছে মাউথ অর্গান শিখে ও যে দেশের মধ্যে সর্বকনিষ্ঠ হিসেবে সেরা হার্মোনিকা শিল্পী হয়েছে, তাতে আমি খুব গর্বিত ৷’’

শান্তিপুর (নদিয়া), 19 অগস্ট : মাউথ অর্গানে বন্দেমাতরমের গানের সুর তুলে সর্বকনিষ্ঠ হার্মনিকা শিল্পী হিসাবে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম তুলল শান্তিপুরের সৌম্যজিৎ মণ্ডল । মাত্র এগারো বছর বয়সে তার এই সাফল্যে খুশির জোয়ার তার পরিবারে ৷ শান্তিপুর কামারপাড়ার বাসিন্দা উৎপল মণ্ডল পেশায় শাড়ির ডিজাইনার ৷ তাঁর নিজের ছোটবেলার স্বপ্ন ছিল মাউথ অর্গান শেখার ৷ কিন্তু, অর্থনৈতিক কারণে তা আর হয়ে ওঠেনি ৷ তাই নিজের ছেলের মাধ্যমে নিজের সেই স্বপ্নকে সত্যি করতে চেয়েছিলেন উৎপলবাবু ৷

হার্মোনিকা শিল্পী শাওন পালের কাছে সৌম্যজিৎ মণ্ডলকে হার্মোনিকা শেখার জন্য পাঠান উৎপলবাবু ৷ গত এক বছর ধরে শাওনের কাছে প্রশিক্ষণ নিচ্ছিল সৌম্যজিৎ ৷ সম্প্রতি সৌম্যজিৎ এবং তার বন্ধুর হার্মোনিকা বাঁচানোর ভিডিয়ো সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করেছিলেন শাওন ৷ সেখান থেকেই এক ব্যক্তি তাদের পারফর্মেন্স দেখে মুগ্ধ হন ৷ তিনিই শাওনকে পরামর্শ দেন ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে সৌম্যজিৎ ও তার বন্ধুর নাম পাঠাতে ৷ সেইমতো তাদের দু’জনের হার্মোনিকা বাজানোর ভিডিয়ো করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে পাঠান শাওন পাল ৷

সৌম্যজিৎ বন্দেমাতরম গানের সুর তুলেছিলেন হার্মোনিকাতে ৷ মাত্র এগারো বছর বয়সে এতটা নিখুঁতভাবে হার্মোনিকায় বন্দেমাতরমের সুর তোলার জন্য৷ সৌম্যজিৎকে বেছে নেয় ইন্ডিয়া বুক অফ রেকর্ডস কর্তৃপক্ষ ৷ গতকাল বিকেলে সৌম্যজিতের নামে সংশাপত্র এবং মেডেল গিয়ে পৌঁছায় শান্তিপুরের বাড়িতে ৷ ইন্ডিয়া বুক অফ রেকর্ডস কর্তৃপক্ষ সেগুলি কুরিয়ার করে পাঠিয়েছে ৷ এই সম্মান পেয়ে আনন্দিত সৌম্যজিৎ জানিয়েছে, সে বড় হয়ে হার্মোনিকা শিল্পী হিসেবে আরও বড় কিছু করতে চায় ৷

সর্বকনিষ্ঠ হার্মোনিকা শিল্পী হিসেবে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম সৌমজিতের

আরও পড়ুন : পারিবারিক শিল্প চর্চাকে বিশ্বের দরবারে পৌঁছানোই লক্ষ্যে ভাস্কর শ্যামসুন্দরের

সৌম্যজিতের এই সাফল্যে গর্বিত তার বাবা-মা ৷ তার বাবা জানিয়েছেন, সৌম্যজিৎ যে কৃতিত্ব অর্জন করেছে, তা যেন তাঁকে ভবিষ্যতে এগিয়ে জেতে অনুপ্রেরণা জোগায় ৷ সৌম্যজিতের শিক্ষাগুরু শাওন পাল বলেন, ‘‘ও যখন হার্মোনিকা শিখতে এসেছিল, তখন ওর বাঁশি বাজানোর প্রতি ঝোঁক ছিল ৷ সেই ইচ্ছেটাকে আমি দমিয়ে দিইনি ৷ শুধু তার সঙ্গে সঙ্গে মাউথ অর্গান বাজানোও শিখিয়েছি ওকে ৷ আমার কাছে মাউথ অর্গান শিখে ও যে দেশের মধ্যে সর্বকনিষ্ঠ হিসেবে সেরা হার্মোনিকা শিল্পী হয়েছে, তাতে আমি খুব গর্বিত ৷’’

Last Updated : Aug 19, 2021, 6:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.