শান্তিপুর (নদিয়া), 19 অগস্ট : মাউথ অর্গানে বন্দেমাতরমের গানের সুর তুলে সর্বকনিষ্ঠ হার্মনিকা শিল্পী হিসাবে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম তুলল শান্তিপুরের সৌম্যজিৎ মণ্ডল । মাত্র এগারো বছর বয়সে তার এই সাফল্যে খুশির জোয়ার তার পরিবারে ৷ শান্তিপুর কামারপাড়ার বাসিন্দা উৎপল মণ্ডল পেশায় শাড়ির ডিজাইনার ৷ তাঁর নিজের ছোটবেলার স্বপ্ন ছিল মাউথ অর্গান শেখার ৷ কিন্তু, অর্থনৈতিক কারণে তা আর হয়ে ওঠেনি ৷ তাই নিজের ছেলের মাধ্যমে নিজের সেই স্বপ্নকে সত্যি করতে চেয়েছিলেন উৎপলবাবু ৷
হার্মোনিকা শিল্পী শাওন পালের কাছে সৌম্যজিৎ মণ্ডলকে হার্মোনিকা শেখার জন্য পাঠান উৎপলবাবু ৷ গত এক বছর ধরে শাওনের কাছে প্রশিক্ষণ নিচ্ছিল সৌম্যজিৎ ৷ সম্প্রতি সৌম্যজিৎ এবং তার বন্ধুর হার্মোনিকা বাঁচানোর ভিডিয়ো সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করেছিলেন শাওন ৷ সেখান থেকেই এক ব্যক্তি তাদের পারফর্মেন্স দেখে মুগ্ধ হন ৷ তিনিই শাওনকে পরামর্শ দেন ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে সৌম্যজিৎ ও তার বন্ধুর নাম পাঠাতে ৷ সেইমতো তাদের দু’জনের হার্মোনিকা বাজানোর ভিডিয়ো করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে পাঠান শাওন পাল ৷
সৌম্যজিৎ বন্দেমাতরম গানের সুর তুলেছিলেন হার্মোনিকাতে ৷ মাত্র এগারো বছর বয়সে এতটা নিখুঁতভাবে হার্মোনিকায় বন্দেমাতরমের সুর তোলার জন্য৷ সৌম্যজিৎকে বেছে নেয় ইন্ডিয়া বুক অফ রেকর্ডস কর্তৃপক্ষ ৷ গতকাল বিকেলে সৌম্যজিতের নামে সংশাপত্র এবং মেডেল গিয়ে পৌঁছায় শান্তিপুরের বাড়িতে ৷ ইন্ডিয়া বুক অফ রেকর্ডস কর্তৃপক্ষ সেগুলি কুরিয়ার করে পাঠিয়েছে ৷ এই সম্মান পেয়ে আনন্দিত সৌম্যজিৎ জানিয়েছে, সে বড় হয়ে হার্মোনিকা শিল্পী হিসেবে আরও বড় কিছু করতে চায় ৷
আরও পড়ুন : পারিবারিক শিল্প চর্চাকে বিশ্বের দরবারে পৌঁছানোই লক্ষ্যে ভাস্কর শ্যামসুন্দরের
সৌম্যজিতের এই সাফল্যে গর্বিত তার বাবা-মা ৷ তার বাবা জানিয়েছেন, সৌম্যজিৎ যে কৃতিত্ব অর্জন করেছে, তা যেন তাঁকে ভবিষ্যতে এগিয়ে জেতে অনুপ্রেরণা জোগায় ৷ সৌম্যজিতের শিক্ষাগুরু শাওন পাল বলেন, ‘‘ও যখন হার্মোনিকা শিখতে এসেছিল, তখন ওর বাঁশি বাজানোর প্রতি ঝোঁক ছিল ৷ সেই ইচ্ছেটাকে আমি দমিয়ে দিইনি ৷ শুধু তার সঙ্গে সঙ্গে মাউথ অর্গান বাজানোও শিখিয়েছি ওকে ৷ আমার কাছে মাউথ অর্গান শিখে ও যে দেশের মধ্যে সর্বকনিষ্ঠ হিসেবে সেরা হার্মোনিকা শিল্পী হয়েছে, তাতে আমি খুব গর্বিত ৷’’