ETV Bharat / state

বাইকে লরির ধাক্কা, চাকদহে মৃত ২ - two

লরির ধাক্কায় ২ বাইক আরোহীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে নদিয়ার চাকদহ থানার অন্তর্গত শিমুরালি এলাকায়। ঘটনাস্থানে পৌঁছায় চাকদহ থানার পুলিশ।

দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু
author img

By

Published : Mar 3, 2019, 11:47 PM IST

চাকদহ (নদিয়া), ৩ মার্চ : লরির ধাক্কায় ২ বাইক আরোহীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে নদিয়ার চাকদহ থানার অন্তর্গত শিমুরালি এলাকায়। ঘটনাস্থানে পৌঁছায় চাকদহ থানার পুলিশ।

আজ বিকালে বাইকে চড়ে চাকদহ থেকে বাড়ি ফিরছিলেন নির্মল মজুমদার ও দেবাশিস মজুমদার। শিমুরালির কাছে একটি ১০ চাকার লরি বাইকটিকে পিছন থেকে সজোরে ধাক্কা মারে। বাইক থেকে ছিটকে পাশের রাস্তায় পড়ে যান দুই আরোহী। ঘটনাস্থানেই মারা যান দু'জন।

দুর্ঘটনার পরপরই ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন এলাকার বিধায়ক রত্না কর ঘোষ। তাঁর তৎপরতায় তড়িঘড়ি ঘটনাস্থানে পৌঁছায় চাকদহ থানার পুলিশ। ঘাতক লরি ও চালক পলাতক। পুলিশ সূত্রে খবর, মৃতদের দু'জনেরই বাড়ি বর্ধমানের ভাতশালায়।

চাকদহ (নদিয়া), ৩ মার্চ : লরির ধাক্কায় ২ বাইক আরোহীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে নদিয়ার চাকদহ থানার অন্তর্গত শিমুরালি এলাকায়। ঘটনাস্থানে পৌঁছায় চাকদহ থানার পুলিশ।

আজ বিকালে বাইকে চড়ে চাকদহ থেকে বাড়ি ফিরছিলেন নির্মল মজুমদার ও দেবাশিস মজুমদার। শিমুরালির কাছে একটি ১০ চাকার লরি বাইকটিকে পিছন থেকে সজোরে ধাক্কা মারে। বাইক থেকে ছিটকে পাশের রাস্তায় পড়ে যান দুই আরোহী। ঘটনাস্থানেই মারা যান দু'জন।

দুর্ঘটনার পরপরই ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন এলাকার বিধায়ক রত্না কর ঘোষ। তাঁর তৎপরতায় তড়িঘড়ি ঘটনাস্থানে পৌঁছায় চাকদহ থানার পুলিশ। ঘাতক লরি ও চালক পলাতক। পুলিশ সূত্রে খবর, মৃতদের দু'জনেরই বাড়ি বর্ধমানের ভাতশালায়।

Intro:সিআইডি তৃণমূলের অঙ্গুলিহেলনে চলে। সিআইডি নিরপেক্ষ তদন্ত করে না ।সিআইডির ওপর বিশ্বাস নেই সিআইডি কে কেউ বিশ্বাস করে না। নদীয়ার দক্ষিণের বিজেপি সভাপতি জগন্নাথ সরকারকে সিআইডির প্রসঙ্গে সিআইডি কে এই ভাষাতে আক্রমণ করলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়।
গত এক মাসে নদিয়ায় তৃণমূল কংগ্রেস বিধায়ক সত্যজিৎ বিশ্বাস সহ একজন তৃণমূল কর্মী খুন হন। আর খুনের প্রতিটা অভিযোগ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজেপিকে করা হয়। যে কারণেই সিআইডি দক্ষিণের বিজেপি জেলা সভাপতি জগন্নাথ সরকারকে তলব করেন। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে এবং পার্টির কর্মসূচির কারণে সিআইডির সঙ্গে দেখা করতে পারেননি জগন্নাথ সরকার। তিনি এখন অসুস্থ হয়ে বেসরকারি একটি হাসপাতালে ভর্তি রয়েছেন।
শনিবার দলীয় কর্মীদের বৈঠকে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে লকেট চট্টোপাধ্যায় বলেন, প্রতিটা ব্যাপারে যেসব তৃণমূলের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব চলছে এবং একের পর এক দিনের আলোয় তৃণমূলের বিধায়ক দের ওপেন শুট করে গুলি করা হচ্ছে কোনরকম ধুম কি ভয় না দেখিয়ে। নিজেদের ভেতর গন্ডগোল চলছে শুধুমাত্র ভোটের জন্য। আর হেরাস করার জন্য আমাদের নেতা নেত্রীদের নিয়ে ফলস কেস দিয়ে জেলে ঢোকানোর চেষ্টা করছে। এর ফল ভালো হবে না। কারণ সবাই জানে একজন এম এল এ কে যে সরকার সুরক্ষা দিতে পারে না সে আবার ফৌজি দের সুরক্ষার কথা বলে কি করে। অনেকেই তৃণমূলের অসভ্যতা জন্য বিজেপি তে জয়েন করেছে। দেশের সেবার জন্য মানুষের কাজের জন্য উপযুক্ত বিচার হলে উপযুক্ত তদন্ত হলে খুনিরা তৃণমূলের থেকে বেরিয়ে আসবেন।


Body:বিজেপি লকেট চট্টোপাধ্যায়


Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.