নদিয়া, 30 মার্চ : দুয়ারে রেশন পরিষেবা দিতে পৌঁছে দিতে প্রয়োজন একটি মালবাহী চারচাকা গাড়ির ৷ আর্থিক কারণে তা কিনতে পারছিলেন না ৷ তাই দীর্ঘদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন ৷ অবশেষে তা সহ্য করতে না পেরে বুধবার আত্মঘাতী হন নদিয়ায় রানাঘাটের রেশন ডিলার বাচ্চু দে ৷ ঘটনার পরেই রানাঘাট থানার অর্ন্তগত কুপার্স ক্যাম্পে চাঞ্চল্য ছড়ায় (Nadia Ration Dealer Death) ৷
আরও পড়ুন: Student Killed Herself : গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী একাদশ শ্রেণির ছাত্রী
রাজ্য সরকারের পক্ষ থেকে দুয়ারে রেশন পরিষেবা ঘোষণা করা হয়েছে ৷ এই রেশন পরিষেবা নিয়ে বেশ কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন নদিয়ায় রানাঘাটের রেশন ডিলার ৷ তার জেরেই আত্মঘাতী হয়েছেন ওই ডিলার, এমনই অভিযোগ পরিবারের ৷ মৃত রেশন ডিলারের পরিবারের পক্ষ থেকে জানা গিয়েছে, বুধবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে দীর্ঘক্ষণ বাড়ি না ফেরার পরিবারের লোকজন খুঁজতে বের হন ৷ রেশন দেকানে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয় ৷ মৃতদেহটি উদ্ধার করে রানাঘাট মহকুমা নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷
জানা গিয়েছে, দুয়ারে রেশন পৌঁছে দেওযার খরচ বেশি হওয়ায় মানসিক অবসাদে ভুগছিলেন ৷ একাধিকবার সরকারি সাহায্যের দারস্থ হয়েছিলেন ৷ সাহায্য মেলার আগেই মানসিক অবসাদে বাচ্চু দে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পরিবারের ৷