শান্তিপুর, ২৬ ফেব্রুয়ারি : তিন বছর আগে হারিয়ে যাওয়া ছেলেকে তার পরিবারের হাতে ফিরিয়ে দিল রেল পুলিশ। নদিয়ার শান্তিপুর রেল স্টেশনের ঘটনা। হারিয়ে যাওয়া ছেলের নাম রাজকুমার রাম (২০)।
সূত্রের খবর, বিহারের গোপালগঞ্জের মহম্মদপুরের বাসিন্দা কৃষ্ণা রাম। তাঁর একমাত্র সন্তান রাজকুমার। তিন বছর আগে বাইরে কাজ করতে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিল সে। তারপর থেকেই রাজকুমারের কোনও খোঁজ পাওয়া যায়নি। অনেক খোঁজাখুঁজির পর স্থানীয় থানায় একটি মিসিং ডায়েরি করে রাজকুমারের পরিবার। তাতেও কোনও ফল মেলেনি। ছেলেকে ফিরে পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলেন বাবা-মা।
RPF-র দায়িত্বপ্রাপ্ত শান্তিপুর স্টেশনের সাব ইন্সপেক্টর সুরেন্দ্র পান্ডে বলেন, " গতকাল রাতে শিয়ালদহ থেকে ট্রেনে চেপে শান্তিপুর স্টেশনে আসে রাজকুমার। তখনই ছেলেটিকে দেখে সন্দেহ হলে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। তারপরে তাকে অফিসে বসিয়ে রেখে ঠিকানা সংগ্রহ করে তার বাড়ির কাছের থানায় যোগাযোগ করি। এরপর এই থানা থেকে কৃষ্ণ রামকে খবর দেওয়া হলে তিনি এসে ছেলেকে চিহ্নিত করেন। স্বভাবতই তিন বছর পর হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পেয়ে খুশি রাজকুমারের পরিবার।