ETV Bharat / state

চাপড়ায় পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে জেলাশাসক - চাপড়ায় পরিদর্শনে গিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়লেন জেলাশাসক

আজ নদিয়ার চাপড়ার চারাতলা এলাকা পরিদর্শনে যান জেলাশাসক বিভু গোয়েল ৷ সেখানে গিয়ে তাঁকে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়তে হয় ৷

protest agaimst dm in nadia, chapra
চাপড়ায় পরিদর্শনে গিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়লেন জেলাশাসক
author img

By

Published : Apr 19, 2020, 6:16 PM IST

Updated : Apr 19, 2020, 7:20 PM IST

চাপড়া, 19 এপ্রিল : এলাকা পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন নদিয়ার জেলাশাসক । আজ চাপড়া থানার চারাতলা এলাকা পরিদর্শনে যান ৷ সেখানে গিয়ে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান সেখানকার বাসিন্দারা ।

দিন কয়েক আগে নদিয়ার চাপড়া থানার চারাতলা এলাকার বাসিন্দা প্রাক্তন BSF কর্মী কোরোনায় আক্রান্ত হন ৷ তিনি বর্তমানে বেলেঘাটা আইডি-তে ভরতি রয়েছেন । আজ ওই এলাকায় পরিদর্শনে যান জেলাশাসক বিভু গোয়েল । সঙ্গে ছিলেন মহাকুমাশাসক এবং স্থানীয় BDO । সেখানে গেলে তাঁদের ঘিরে বিক্ষোভ দেখান সেখানকার বাসিন্দারা ৷ তাঁদের বক্তব্য, কার্যত গৃহবন্দী করে রাখা হয়েছে তাঁদের । ঘর থেকে বেরোতে দেওয়া হচ্ছে না । অথচ ঘরে খাবার নেই । কাজ না করলে খাবার পাবে কোথা থেকে । বাজারেও যেতে দেওয়া হচ্ছে না । যাঁরা অসুস্থ তাঁদের প্রতিদিন ওষুধের প্রয়োজন হয় । বাড়ি থেকে না বেরোতে পারলে ওষুধই বা আনবে কী করে । তাঁরা আরও অসুস্থ হয়ে পড়ছেন ।

পরে জেলাশাসকের আশ্বাসে তাঁরা আশ্বস্ত হন । জেলাশাসক বলেন, " আমরা প্রশাসনের তরফে সিদ্ধান্ত নিয়েছি প্রত্যেকের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেব । ইতিমধ্যেই সেই কাজ শুরু হয়ে গেছে । শুধু খাবার নয়, ওষুধ থেকে শুরু করে দুধ সবকিছুই পৌঁছে দেব ৷ প্রত্যেকে বাড়িতে থেকেই নিত্যপ্রয়োজনীয় জিনিস সহ সব পরিষেবা পাবেন । "

চাপড়া, 19 এপ্রিল : এলাকা পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন নদিয়ার জেলাশাসক । আজ চাপড়া থানার চারাতলা এলাকা পরিদর্শনে যান ৷ সেখানে গিয়ে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান সেখানকার বাসিন্দারা ।

দিন কয়েক আগে নদিয়ার চাপড়া থানার চারাতলা এলাকার বাসিন্দা প্রাক্তন BSF কর্মী কোরোনায় আক্রান্ত হন ৷ তিনি বর্তমানে বেলেঘাটা আইডি-তে ভরতি রয়েছেন । আজ ওই এলাকায় পরিদর্শনে যান জেলাশাসক বিভু গোয়েল । সঙ্গে ছিলেন মহাকুমাশাসক এবং স্থানীয় BDO । সেখানে গেলে তাঁদের ঘিরে বিক্ষোভ দেখান সেখানকার বাসিন্দারা ৷ তাঁদের বক্তব্য, কার্যত গৃহবন্দী করে রাখা হয়েছে তাঁদের । ঘর থেকে বেরোতে দেওয়া হচ্ছে না । অথচ ঘরে খাবার নেই । কাজ না করলে খাবার পাবে কোথা থেকে । বাজারেও যেতে দেওয়া হচ্ছে না । যাঁরা অসুস্থ তাঁদের প্রতিদিন ওষুধের প্রয়োজন হয় । বাড়ি থেকে না বেরোতে পারলে ওষুধই বা আনবে কী করে । তাঁরা আরও অসুস্থ হয়ে পড়ছেন ।

পরে জেলাশাসকের আশ্বাসে তাঁরা আশ্বস্ত হন । জেলাশাসক বলেন, " আমরা প্রশাসনের তরফে সিদ্ধান্ত নিয়েছি প্রত্যেকের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেব । ইতিমধ্যেই সেই কাজ শুরু হয়ে গেছে । শুধু খাবার নয়, ওষুধ থেকে শুরু করে দুধ সবকিছুই পৌঁছে দেব ৷ প্রত্যেকে বাড়িতে থেকেই নিত্যপ্রয়োজনীয় জিনিস সহ সব পরিষেবা পাবেন । "

Last Updated : Apr 19, 2020, 7:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.