ETV Bharat / state

পানীয় জলে বিষক্রিয়ায় অসুস্থ 300

নদিয়ার চাপড়া থানার পুখুরিয়া গ্রামে পানীয় জলে বিষক্রিয়ার ঘটনায় অসুস্থ প্রায় 300 - র ও বেশি গ্রামবাসী ।

author img

By

Published : Apr 23, 2019, 12:09 PM IST

Updated : Apr 23, 2019, 4:51 PM IST

অসুস্থ গ্রামবাসী

চাপড়া (নদিয়া), 23 এপ্রিল : নদিয়ার চাপড়া থানার পুখুরিয়া গ্রামে পানীয় জলে বিষক্রিয়া । অসুস্থ প্রায় 300-রও বেশি গ্রামবাসী । অসুস্থদের প্রথমে স্থানীয় চাপড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভরতি করা হয় । সেখানে অবস্থার অবনতি হলে প্রথম পর্যায়ে 9 জনকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।

ঘটনার পর চাপড়া হাসপাতালে অসুস্থদের পাশে থেকে চিকিৎসার খোঁজখবর নেন চাপড়ার তৃণমূল ব্লক সভাপতি তথা নদিয়া জেলা পরিষদের সদস্য জেবের শেখ । অন্যদিকে শক্তিনগর জেলা হাসপাতালে অসুস্থদের সাথে দেখা করতে আসেন রাজ্যের কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস । অসুস্থদের ব্যাপারে খোঁজ খবর নেন এবং রোগীরা যাতে সঠিক পরিষেবা পায় সে ব্যাপারে চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন তিনি ।

দেখুন ভিডিয়ো

উজ্জ্বলবাবু বলেন, "জলের সজলধারার ইলেকট্রিক বন্ধ ছিল । প্রায় 10 দিন পর চালু করা হয় । তাই জলে অনেক আয়রন জমে ছিল । মনে হয়, জলে জমে থাকা আয়রনের জন্যই প্রতিক্রিয়া হয়েছে ।"

চাপড়া (নদিয়া), 23 এপ্রিল : নদিয়ার চাপড়া থানার পুখুরিয়া গ্রামে পানীয় জলে বিষক্রিয়া । অসুস্থ প্রায় 300-রও বেশি গ্রামবাসী । অসুস্থদের প্রথমে স্থানীয় চাপড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভরতি করা হয় । সেখানে অবস্থার অবনতি হলে প্রথম পর্যায়ে 9 জনকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।

ঘটনার পর চাপড়া হাসপাতালে অসুস্থদের পাশে থেকে চিকিৎসার খোঁজখবর নেন চাপড়ার তৃণমূল ব্লক সভাপতি তথা নদিয়া জেলা পরিষদের সদস্য জেবের শেখ । অন্যদিকে শক্তিনগর জেলা হাসপাতালে অসুস্থদের সাথে দেখা করতে আসেন রাজ্যের কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস । অসুস্থদের ব্যাপারে খোঁজ খবর নেন এবং রোগীরা যাতে সঠিক পরিষেবা পায় সে ব্যাপারে চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন তিনি ।

দেখুন ভিডিয়ো

উজ্জ্বলবাবু বলেন, "জলের সজলধারার ইলেকট্রিক বন্ধ ছিল । প্রায় 10 দিন পর চালু করা হয় । তাই জলে অনেক আয়রন জমে ছিল । মনে হয়, জলে জমে থাকা আয়রনের জন্যই প্রতিক্রিয়া হয়েছে ।"

Intro:SANTIPUR ROAD MAMATABody:SANTIPUR ROAD MAMATAConclusion:null
Last Updated : Apr 23, 2019, 4:51 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.