ETV Bharat / state

আমফানে ক্ষতিপূরণের টাকা আত্মসাতের অভিযোগ, তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষে উত্তপ্ত শান্তিপুর

আমফান ঝড়ে ক্ষতিগ্রস্তদের ঘর তৈরির জন্য টাকা আত্মসাৎ করেছে এমন অভিযোগকে ঘিরে তৃণমূল দলের গোষ্ঠী কোন্দল ৷ ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়া এলাকায় ৷

group quarrel of ruler party
গোষ্ঠী কোন্দল
author img

By

Published : Jun 7, 2020, 12:42 PM IST

শান্তিপুর, 7 জুন : গভীর রাতে ব্যাপক বোমাবাজি । চলল বাড়িঘর ভাঙচুর । অভিযোগ, তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে এই সংঘর্ষ হয় । নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়ার ঘটনা । খবর পেয়ে পুলিশ এলে দুষ্কৃতীরা ঘটনাস্থান ছেড়ে পালিয়ে যায় ।

আমফান ঝড়ে ক্ষতিগ্রস্তদের নতুন করে ঘর তৈরির জন্য টাকা দেওয়ার কথা ঘোষণা করে সরকার । অভিযোগ, সেই টাকা সাধারণ মানুষকে না দিয়ে শাসকদলের প্রধান এবং পঞ্চায়েত সদস্যরা আত্মসাৎ করেছেন । যা নিয়ে বেশ কয়েকদিন ধরে তৃণমূলের অন্দরেই চাপা উত্তেজনা চলছিল । অভিযোগ, গতকাল গভীর রাতে ফুলিয়ার তৃণমূলের যুবনেতা শুভঙ্কর মুখার্জির নেতৃত্বে বেশ কয়েকজন যুবক হাতে আগ্নেয়াস্ত্র এবং বোমা নিয়ে এলাকায় ঘুরে বেড়ায় । তৃণমূলের অপর গোষ্ঠীর পঞ্চায়েত প্রধান উৎপল বসাকের ঘনিষ্ঠদের মারধর করে । অভিযোগ, এরপর উৎপল বসাকের ঘনিষ্ঠরাও পালটা হামলা চালায় । কয়েকজনের ঘর ভাঙচুর করে । সেই সঙ্গে একটি টোটো এবং অ্যাম্বুলেন্স ভাঙচুর করা হয় । গভীর রাতে চলে এলাকায় বোমাবাজি । অভিযোগ দুষ্কৃতীদের প্রত্যেকের হাতে আগ্নেয়াস্ত্র ছিল ।

খবর পেয়ে ঘটনাস্থানে আসে শান্তিপুর থানার পুলিশ । পুলিশ এলে দুষ্কৃতীরা ঘটনাস্থান ছেড়ে পালিয়ে যায় । যদিও সংঘর্ষে জড়িত থাকার অভিযোগ দুই গোষ্ঠী অস্বীকার করেছে ।

শান্তিপুর, 7 জুন : গভীর রাতে ব্যাপক বোমাবাজি । চলল বাড়িঘর ভাঙচুর । অভিযোগ, তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে এই সংঘর্ষ হয় । নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়ার ঘটনা । খবর পেয়ে পুলিশ এলে দুষ্কৃতীরা ঘটনাস্থান ছেড়ে পালিয়ে যায় ।

আমফান ঝড়ে ক্ষতিগ্রস্তদের নতুন করে ঘর তৈরির জন্য টাকা দেওয়ার কথা ঘোষণা করে সরকার । অভিযোগ, সেই টাকা সাধারণ মানুষকে না দিয়ে শাসকদলের প্রধান এবং পঞ্চায়েত সদস্যরা আত্মসাৎ করেছেন । যা নিয়ে বেশ কয়েকদিন ধরে তৃণমূলের অন্দরেই চাপা উত্তেজনা চলছিল । অভিযোগ, গতকাল গভীর রাতে ফুলিয়ার তৃণমূলের যুবনেতা শুভঙ্কর মুখার্জির নেতৃত্বে বেশ কয়েকজন যুবক হাতে আগ্নেয়াস্ত্র এবং বোমা নিয়ে এলাকায় ঘুরে বেড়ায় । তৃণমূলের অপর গোষ্ঠীর পঞ্চায়েত প্রধান উৎপল বসাকের ঘনিষ্ঠদের মারধর করে । অভিযোগ, এরপর উৎপল বসাকের ঘনিষ্ঠরাও পালটা হামলা চালায় । কয়েকজনের ঘর ভাঙচুর করে । সেই সঙ্গে একটি টোটো এবং অ্যাম্বুলেন্স ভাঙচুর করা হয় । গভীর রাতে চলে এলাকায় বোমাবাজি । অভিযোগ দুষ্কৃতীদের প্রত্যেকের হাতে আগ্নেয়াস্ত্র ছিল ।

খবর পেয়ে ঘটনাস্থানে আসে শান্তিপুর থানার পুলিশ । পুলিশ এলে দুষ্কৃতীরা ঘটনাস্থান ছেড়ে পালিয়ে যায় । যদিও সংঘর্ষে জড়িত থাকার অভিযোগ দুই গোষ্ঠী অস্বীকার করেছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.