ETV Bharat / state

Hanskhali Road Accident : ফের দুর্ঘটনা হাঁসখালিতে, লরির ধাক্কায় মৃত 1 - হাঁসখালিতে দোকানে লরির ধাক্কা

বৃহস্পতিবার মধ্যরাতে রাস্তা স্বাভাবিক ভাবে ফাঁকা ছিল ৷ আলুবোঝাই লরি রাস্তার পাশে থাকা বেশ কয়েকটি দোকানে ধাক্কা মারে ৷ চাপা পড়ে মৃত্যু হয় এক ব্যক্তির ৷ জায়গার নাম হাঁসখালি (One person died as lorry run over in Hanskhali Road Accident of Nadia) ৷

Hanskhali Road Accident
হাঁসখালিতে ঘাতক লরি
author img

By

Published : Dec 23, 2021, 1:05 PM IST

হাঁসখালি, 23 ডিসেম্বর : হাঁসখালির ভয়াবহ দুর্ঘটনার কয়েকদিন কাটতে না কাটতেই ফের দুর্ঘটনা । মৃত 1, আহত বেশ কয়েকজন। এবার ঘটনাস্থল নদিয়ার হাঁসখালি থানার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা । লরির ধাক্কায় মারা যাওয়া ব্যক্তির নাম, পরিচয় এখনও জানা যায়নি ৷ বাকিরা জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন (One person died as lorry run over in Hanskhali Road Accident of Nadia)।

সূত্রের খবর, গতকাল আনুমানিক রাত দু‘টো নাগাদ একটি আলুবোঝাই লরি হাঁসখালি রাজ্য সড়ক দিয়ে যাচ্ছিল । এলাকাবাসীর অভিযোগ গাড়িটির গতিবেগ অনেক বেশি থাকায় গাড়িচালক ভারসাম্য হারিয়ে রাস্তার পাশে বেশ কয়েকটি দোকানে সজোরে ধাক্কা মারে । ঘটনাস্থলে মৃত্যু হয় এক পথচারীর । আহত হন বেশ কয়েকজন ।

স্থানীয়দের দাবি ওই ঘাতক লরিরচালক মদ্যপ অবস্থায় ছিল । রাত আনুমানিক দু‘টো নাগাদ এই দুর্ঘটনার হওয়ায় রাস্তায় বেশি মানুষ ছিল না ৷ তাই প্রাণহানির ঘটনা কম হয়েছে । তবে লরির ধাক্কায় বহু দোকানের ক্ষতি হয়েছে ৷

হাঁসখালির বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় লরির ধাক্কায় ভেঙে গিয়েছে বেশ কয়েকটি দোকান, মারা গিয়েছেন এক ব্যক্তি

আরও পড়ুন : Nadia Road Accident : নদিয়ায় মর্মান্তিক দুর্ঘটনা, বাগদায় স্বজনহারাদের পাশে থাকার আশ্বাস নেতা, বিধায়কদের

ক্ষতিগ্রস্ত দোকানদারদের অভিযোগ, রাত দুটোর সময় দুর্ঘটনা ঘটলেও সকাল পর্যন্ত পুলিশের দেখা মেলেনি । এখনও রাস্তায় জ্যাম হয়ে রয়েছে । পাশাপাশি তাঁদের দাবি, প্রশাসনের পক্ষ থেকে যে সমস্ত দোকানের ক্ষতি হয়েছে, তার মালিকদের আর্থিক সাহায্য করা হোক ৷

পুলিশের উপর ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা বলেন, "এখানে লাগাতার দুর্ঘটনা লেগেই রয়েছে । পুলিশের তরফ থেকে কোনও নজরদারি চালানো হয় না । তাই আইনকে বুড়ো আঙুল দেখিয়ে অত্যধিক গতিতে গাড়ি চলাচল করে এই রাস্তা দিয়ে ।" বারে বারে পথ দুর্ঘটনা হলেও প্রশাসন কোনও পদক্ষেপ করেনি বলে জানান এলাকাবাসী ৷ তাঁরা চাইছেন, যত তাড়াতাড়ি সম্ভব গাড়ির গতিবেগ নিয়ন্ত্রণের কড়া ব্যবস্থা নিক পুলিশ ।

হাঁসখালি, 23 ডিসেম্বর : হাঁসখালির ভয়াবহ দুর্ঘটনার কয়েকদিন কাটতে না কাটতেই ফের দুর্ঘটনা । মৃত 1, আহত বেশ কয়েকজন। এবার ঘটনাস্থল নদিয়ার হাঁসখালি থানার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা । লরির ধাক্কায় মারা যাওয়া ব্যক্তির নাম, পরিচয় এখনও জানা যায়নি ৷ বাকিরা জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন (One person died as lorry run over in Hanskhali Road Accident of Nadia)।

সূত্রের খবর, গতকাল আনুমানিক রাত দু‘টো নাগাদ একটি আলুবোঝাই লরি হাঁসখালি রাজ্য সড়ক দিয়ে যাচ্ছিল । এলাকাবাসীর অভিযোগ গাড়িটির গতিবেগ অনেক বেশি থাকায় গাড়িচালক ভারসাম্য হারিয়ে রাস্তার পাশে বেশ কয়েকটি দোকানে সজোরে ধাক্কা মারে । ঘটনাস্থলে মৃত্যু হয় এক পথচারীর । আহত হন বেশ কয়েকজন ।

স্থানীয়দের দাবি ওই ঘাতক লরিরচালক মদ্যপ অবস্থায় ছিল । রাত আনুমানিক দু‘টো নাগাদ এই দুর্ঘটনার হওয়ায় রাস্তায় বেশি মানুষ ছিল না ৷ তাই প্রাণহানির ঘটনা কম হয়েছে । তবে লরির ধাক্কায় বহু দোকানের ক্ষতি হয়েছে ৷

হাঁসখালির বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় লরির ধাক্কায় ভেঙে গিয়েছে বেশ কয়েকটি দোকান, মারা গিয়েছেন এক ব্যক্তি

আরও পড়ুন : Nadia Road Accident : নদিয়ায় মর্মান্তিক দুর্ঘটনা, বাগদায় স্বজনহারাদের পাশে থাকার আশ্বাস নেতা, বিধায়কদের

ক্ষতিগ্রস্ত দোকানদারদের অভিযোগ, রাত দুটোর সময় দুর্ঘটনা ঘটলেও সকাল পর্যন্ত পুলিশের দেখা মেলেনি । এখনও রাস্তায় জ্যাম হয়ে রয়েছে । পাশাপাশি তাঁদের দাবি, প্রশাসনের পক্ষ থেকে যে সমস্ত দোকানের ক্ষতি হয়েছে, তার মালিকদের আর্থিক সাহায্য করা হোক ৷

পুলিশের উপর ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা বলেন, "এখানে লাগাতার দুর্ঘটনা লেগেই রয়েছে । পুলিশের তরফ থেকে কোনও নজরদারি চালানো হয় না । তাই আইনকে বুড়ো আঙুল দেখিয়ে অত্যধিক গতিতে গাড়ি চলাচল করে এই রাস্তা দিয়ে ।" বারে বারে পথ দুর্ঘটনা হলেও প্রশাসন কোনও পদক্ষেপ করেনি বলে জানান এলাকাবাসী ৷ তাঁরা চাইছেন, যত তাড়াতাড়ি সম্ভব গাড়ির গতিবেগ নিয়ন্ত্রণের কড়া ব্যবস্থা নিক পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.