কৃষ্ণনগর, 30 মার্চ : মায়ের ভিক্ষার জমানো এক টাকার কয়েন দিয়ে স্কুটারের শখ মিটল ছেলের ৷ তাও আবার 70 হাজার কয়েন ৷ যে কয়েন গুনতে গিয়ে কালঘাম ছুটল শোরুমের কর্মচারীদের ৷ নদিয়ার কৃষ্ণনগরের পালপাড়া মোড়ের একটি অটোমোবাইল শোরুমের ঘটনা (Nadia youth paid Rs 70 thousand with 1 rupee coin to buy a scooter) ৷ নদিয়ার ভীমপুরের বাসিন্দা রাকেশ পাঁড়ে পছন্দের স্কুটার কিনলেন 70 হাজার এক টাকার কয়েন দিয়ে ৷ কিন্তু, সেই কয়েন শোরুম ম্যানেজারকে দিতে কালঘাম ছুটেছে রাকেশেরও ৷
রাকেশ পাঁড়ে যখন কয়েনগুলি নিয়ে শোরুমে ঢোকেন তখন সেখানে উপস্থিত ম্যানেজার এবং কর্মচারীরা কার্যত আকাশ থেকে পড়েছিলেন ৷ 70 হাজার একটার কয়েন নেওয়া যাবে কিনা ? জানতে ম্যানেজার মালিককে ফোন করেন ৷ ফোনে দীর্ঘ আলোচনার পর, মালিক কয়েন নিয়ে স্কুটার বিক্রি করার নির্দেশ দেন ৷ কারণ, সরকারি নিয়ম অনুযায়ী, হাজার কেন লক্ষাধিক এক টাকার কয়েন দিলেও গ্রাহককে ফেরাতে পারবেন না বিক্রেতা ৷ তাই বাধ্য হয়ে সেই 70 হাজার 1 টাকার কয়েন নিয়ে স্কুটার বিক্রি করেন ম্যানেজার ৷ কিন্তু, এতে ফাঁপড়ে পড়েন দোকানের কর্মচারীরা ৷ প্রায় সকলেই পালা করে কয়েন গুনতে শুরু করেন ৷
আরও পড়ুন : youth paid Rs 2.6 lakh with Re 1 coins: জমানো এক টাকার কয়েনে স্বপ্নপূরণ, 2.6 লাখের বাইক কিনলেন যুবক
রাকেশের বাবা প্রয়াত ভুল্লুর পাঁড়ে এবং মা ধুলু পাঁড়ে ৷ রাকেশের এক দাদা আছেন ৷ বাবা মারা যাওয়ার পর সংসার চালানোর খরচ জোগাড় করতে ভিক্ষাবৃত্তি বেছে নেন তাঁদের মা ৷ পাঁচ টাকা, দশ টাকা ও দুই টাকার কয়েন সংসার খরচে লেগে যেত ৷ আর সঞ্চয় বলতে এক টাকার কয়েন ৷ রাকেশ ছোট, তাঁর দাদা বিয়ে করে শ্বশুরবাড়িতে থাকেন ৷ তবে, রাকেশ মায়ের অত্যন্ত আদরের ৷ কলকাতায় লোহার তৈরি জিনিসপত্রের দোকানে কাজ করেন রাকেশ ৷ স্বল্প উপার্জনে মোটর সাইকেলের শখ কোনওদিন পূরণ হবে না ৷ সে কথা মাকে জানান তিনি ৷ আরত তাই ছেলের মুখে হাসি ফোটাতে মা ধুলু তাঁর এখনও পর্যন্ত জমানো দু’বস্তা 1 টাকার কয়েন তুলে দেন ছেলের হাতে ৷