চাকদহ , 21 অগাস্ট : বিদেশে কাজে গিয়ে মৃত্যু নদিয়ার এক যুবকের । নাম দেবাশিস মজুমদার (29) । স্থানীয় এক এজেন্টের মাধ্যমে বিদেশে কাজে যান ওই যুবক । অভিযোগ , সেখানে তিনি অত্যাচারিত হচ্ছিলেন । পরিবারকে ফোন করেও একথা জানিয়েছিলেন । এরপরই আজ সকালে তাঁর মৃত্যুর খবর আসে । খবর শোনার পর ক্ষোভে ফেটে পড়ে স্থানীয়রা । ওই এজেন্টের বাড়ি ভাঙচুর করে । তার বাইকে আগুন ধরিয়ে দেয় । দোষীদের গ্রেপ্তারের দাবিতে থানার সামনে বিক্ষোভও দেখায় স্থানীয়রা ।
গত বছরের নভেম্বরে স্থানীয় এক দালাল পরাণ মণ্ডল ও তাঁর দুই ভাইয়ের মাধ্যমে দেবাশিস মজুমদার ও তাঁর তিন বন্ধু মালয়েশিয়ায় কাজে যান । অভিযোগ, যে কাজ দেওয়ার কথা বলে ওই যুবকদের মালয়েশিয়ায় পাঠানো হয়েছিল , সেই কাজের বদলে সাফাইয়ের কাজ করানো হচ্ছিল । এর প্রতিবাদ করায় তাঁদের উপর অত্যাচারও চলছিল । পরিবারকে ফোনে এমনই জানিয়েছিলেন দেবাশিস । অভিযোগ , পরিবারের তরফে দেবাশিসকে দেশে ফিরিয়ে আনার জন্য ওই এজেন্টের কাছে দরবার করেও কোনও লাভ হয়নি । এরপর হঠাৎ আজ দেবাশিসের মৃত্যর খবর পায় তাঁর পরিবার । এই খবর পাওয়ার পর ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী । দেবাশিসকে খুন করা হয়েছে বলে অভিযোগ তুলে মালয়েশিয়ায় পাঠানো এজেন্টের বাড়ি প্রথমে ভাঙচুর করে এলাকাবাসী । এরপর তার বাইকে আগুন ধরিয়ে দেয় । পরে দোষীদের গ্রেপ্তার ও মালয়েশিয়ায় আটকে থাকা বাকিদের ফিরিয়ে আনার দাবি নিয়ে চাকদহ থানার সামনে বিক্ষোভ দেখায় স্থানীয়রা ।
ঘটনার তদন্ত শুরু করেছে চাকদহ থানার পুলিশ । যদিও ঘটনার পর থেকে ওই এজেন্ট পলাতক । তার খোঁজে তল্লাশি শুরু করেছে চাকদহ থানার পুলিশ ।