ETV Bharat / state

Nadia Crime: মাটির নিচে কলসিতে সোনা, তান্ত্রিকের কথা শুনে অস্ত্রের কোপ খেলেন ব্যক্তি

মাটির নিচে কলসিতে সোনা, তান্ত্রিকের কথায় অমাবস্যার রাতে উঠবে সেই কলসি । কলসির বদলে জুটলো ধারালো অস্ত্রের কোপ ৷ পালিয়ে প্রাণ বাঁচলো ব্যক্তির (Nadia Crime) ৷

Nadia Crime
তান্ত্রিকের কথা শুনে অস্ত্রের কোপ খেলেন ব্যক্তি
author img

By

Published : Nov 27, 2022, 1:09 PM IST

Updated : Nov 27, 2022, 1:42 PM IST

নদিয়া, 27 নভেম্বর: মাটির নিচে কলসিতে সোনা আছে, আর তা উঠবেই মন্ত্রশক্তিতে ৷ তান্ত্রিকের এমন কথায় বিশ্বাস করে অমাবস্যার রাতে সোনার কলসি তুলতে গিয়ে ধারালো অস্ত্রের কোপ খেলেন এক ব্যক্তি ৷ ঘটনাটি ঘটেছে নদিয়ার তাহেরপুর থানার বীরনগর জয়পুরে । আক্রান্ত ব্যক্তির নাম অমর চক্রবর্তী (40) । অভিযুক্ত তান্ত্রিক নারায়ণ সরকারকে গ্রেফতার করেছে পুলিশ (Nadia Crime) ৷

অভিযোগ, বসত বাড়ি ও চাষের জমির নিচে সোনা ভর্তি কলসি রয়েছে এমনটাই দাবি করেন তান্ত্রিক নারায়ণ সরকার । আর সেই প্রলোভনে পা ফেলেন অমর চক্রবর্তী । গত একবছর ধরে দফায় দফায় অমরবাবুর কাছ থেকে এক লক্ষ্ কুড়ি হাজার টাকা নেন । সেই অনুযায়ী অমাবস্যার রাতে সেই কলসি পাওয়া যাবে বলে জানান তান্ত্রিক নারায়ণ সরকার । গত 23 তারিখ বুধবার রাতে বাড়ি থেকে বেশ কিছুটা দূরে একটি নির্জন জায়গায় পুকুরের ধারে নিয়ে যান অমর চক্রবর্তীকে । পুকুরে স্নান করতে নামতে বলেন অমরবাবুকে ।

তান্ত্রিকের কথা শুনে অস্ত্রের কোপ খেলেন ব্যক্তি

আরও পড়ুন: জুতোর সোলে সোনা পাচারের ছক বানচাল, গ্রেফতার 2

অভিযোগ, সেই সময় পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে তান্ত্রিক । তার সঙ্গে মন্মথ মিস্ত্রি নামে আরও একজন ছিলেন । কোপ খেয়ে সেখান থেকে রাতের অন্ধকারে কোনওরকমভাবে রক্তাক্ত অবস্থায় বাড়ি ফিরে পরিবারকে সব জানান অমর । গুরুতর জখম অবস্থায় প্রথমে বীরনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় তাঁকে । সেখান থেকে রানাঘাট আনুলিয়া হাসপাতালে স্থানান্তরিত করা হয় । তাঁর শরীরে একাধিক জায়গায় কোপানো হয় এবং মোট 60টি সেলাই পড়েছে । পরে পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত তান্ত্রিকের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ করা হয় । অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে অভিযুক্তকে গ্রেফতার করে ৷

আরও পড়ুন: কোমরের বেল্টে হাত দিতেই মিলল 32টি সোনার বিস্কুট, গ্রেফতার তিন

নদিয়া, 27 নভেম্বর: মাটির নিচে কলসিতে সোনা আছে, আর তা উঠবেই মন্ত্রশক্তিতে ৷ তান্ত্রিকের এমন কথায় বিশ্বাস করে অমাবস্যার রাতে সোনার কলসি তুলতে গিয়ে ধারালো অস্ত্রের কোপ খেলেন এক ব্যক্তি ৷ ঘটনাটি ঘটেছে নদিয়ার তাহেরপুর থানার বীরনগর জয়পুরে । আক্রান্ত ব্যক্তির নাম অমর চক্রবর্তী (40) । অভিযুক্ত তান্ত্রিক নারায়ণ সরকারকে গ্রেফতার করেছে পুলিশ (Nadia Crime) ৷

অভিযোগ, বসত বাড়ি ও চাষের জমির নিচে সোনা ভর্তি কলসি রয়েছে এমনটাই দাবি করেন তান্ত্রিক নারায়ণ সরকার । আর সেই প্রলোভনে পা ফেলেন অমর চক্রবর্তী । গত একবছর ধরে দফায় দফায় অমরবাবুর কাছ থেকে এক লক্ষ্ কুড়ি হাজার টাকা নেন । সেই অনুযায়ী অমাবস্যার রাতে সেই কলসি পাওয়া যাবে বলে জানান তান্ত্রিক নারায়ণ সরকার । গত 23 তারিখ বুধবার রাতে বাড়ি থেকে বেশ কিছুটা দূরে একটি নির্জন জায়গায় পুকুরের ধারে নিয়ে যান অমর চক্রবর্তীকে । পুকুরে স্নান করতে নামতে বলেন অমরবাবুকে ।

তান্ত্রিকের কথা শুনে অস্ত্রের কোপ খেলেন ব্যক্তি

আরও পড়ুন: জুতোর সোলে সোনা পাচারের ছক বানচাল, গ্রেফতার 2

অভিযোগ, সেই সময় পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে তান্ত্রিক । তার সঙ্গে মন্মথ মিস্ত্রি নামে আরও একজন ছিলেন । কোপ খেয়ে সেখান থেকে রাতের অন্ধকারে কোনওরকমভাবে রক্তাক্ত অবস্থায় বাড়ি ফিরে পরিবারকে সব জানান অমর । গুরুতর জখম অবস্থায় প্রথমে বীরনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় তাঁকে । সেখান থেকে রানাঘাট আনুলিয়া হাসপাতালে স্থানান্তরিত করা হয় । তাঁর শরীরে একাধিক জায়গায় কোপানো হয় এবং মোট 60টি সেলাই পড়েছে । পরে পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত তান্ত্রিকের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ করা হয় । অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে অভিযুক্তকে গ্রেফতার করে ৷

আরও পড়ুন: কোমরের বেল্টে হাত দিতেই মিলল 32টি সোনার বিস্কুট, গ্রেফতার তিন

Last Updated : Nov 27, 2022, 1:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.