ETV Bharat / state

এগজ়িকিউটিভ অফিসারকে গালিগালাজের জের, অপসারিত নদিয়ার জেলাশাসক - এগজ়িকিউটিভ অফিসার

ডানকুনি পৌরসভার এগজ়িকিউটিভ অফিসারকে হুমকি দিয়ে ফোন করার অভিযোগে অপসারিত হলেন নদিয়ার জেলাশাসক পবন কাদিয়ান ৷

চিত্র
author img

By

Published : Aug 13, 2019, 9:23 PM IST

নদিয়া , 13 অগাস্ট : ফোনে হুমকি দেওয়ার জেরে অপসারিত হলেন নদিয়ার জেলাশাসক পবন কাদিয়ান । কয়েকদিন আগে ডানকুনি পৌরসভার এক এগজ়িকিউটিভ অফিসারকে ফোনে হুমকি ও গালিগালাজ করার অভিযোগ ওঠে পবন কাদিয়ানের বিরুদ্ধে ৷ সোশাল মিডিয়ায় এই সংক্রান্ত একটি অডিয়ো ক্লিপও ভাইরাল হয় । শুরু হয় তদন্ত ৷

আরও পড়ুন : ছেলের মৃত্যুশোক বুকে চেপে পুত্রবধূর বিয়ে দিলেন প্রবীণ

কাজে যোগ দিতে দেরি করেন ডানকুনি পৌরসভার এগজ়িকিউটিভ অফিসার রিজওয়ান ওয়াহাব ৷ তাঁকে ফোনে গালিগালাজ ও হুমকি দেওয়ার অভিযোগ ওঠে পবন কাদিয়ানের বিরুদ্ধে ৷ জেলাশাসকের সঙ্গে নিজের কথোপকথনের অডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল করে দেন এগজ়িকিউটিভ অফিসার রিজওয়ান ওয়াহাব ৷ নবান্নে স্বরাষ্ট্র কর্মী বর্গ বিভাগে পবন কাদিয়ানের বিরুদ্ধে অভিযোগও দায়ের করেন তিনি । শুরু হয় তদন্ত ৷ সূত্রের খবর, অডিয়োটির পরীক্ষা পর তদন্তকারীরা নিশ্চিত হন, পবন কাদিয়ানই হুমকি দিয়েছিলেন রিজওয়ান ওয়াহাব ৷ তারপরই ওই জেলাশাসককে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয় ৷

সূত্রের খবর, জেলাশাসক পবন কাদিয়ানের এই আচরণে ক্ষুব্ধ একাধিক WBCS অফিসারও । যদিও এই বিষয়ে পবন কাদিয়ানের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

নদিয়া , 13 অগাস্ট : ফোনে হুমকি দেওয়ার জেরে অপসারিত হলেন নদিয়ার জেলাশাসক পবন কাদিয়ান । কয়েকদিন আগে ডানকুনি পৌরসভার এক এগজ়িকিউটিভ অফিসারকে ফোনে হুমকি ও গালিগালাজ করার অভিযোগ ওঠে পবন কাদিয়ানের বিরুদ্ধে ৷ সোশাল মিডিয়ায় এই সংক্রান্ত একটি অডিয়ো ক্লিপও ভাইরাল হয় । শুরু হয় তদন্ত ৷

আরও পড়ুন : ছেলের মৃত্যুশোক বুকে চেপে পুত্রবধূর বিয়ে দিলেন প্রবীণ

কাজে যোগ দিতে দেরি করেন ডানকুনি পৌরসভার এগজ়িকিউটিভ অফিসার রিজওয়ান ওয়াহাব ৷ তাঁকে ফোনে গালিগালাজ ও হুমকি দেওয়ার অভিযোগ ওঠে পবন কাদিয়ানের বিরুদ্ধে ৷ জেলাশাসকের সঙ্গে নিজের কথোপকথনের অডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল করে দেন এগজ়িকিউটিভ অফিসার রিজওয়ান ওয়াহাব ৷ নবান্নে স্বরাষ্ট্র কর্মী বর্গ বিভাগে পবন কাদিয়ানের বিরুদ্ধে অভিযোগও দায়ের করেন তিনি । শুরু হয় তদন্ত ৷ সূত্রের খবর, অডিয়োটির পরীক্ষা পর তদন্তকারীরা নিশ্চিত হন, পবন কাদিয়ানই হুমকি দিয়েছিলেন রিজওয়ান ওয়াহাব ৷ তারপরই ওই জেলাশাসককে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয় ৷

সূত্রের খবর, জেলাশাসক পবন কাদিয়ানের এই আচরণে ক্ষুব্ধ একাধিক WBCS অফিসারও । যদিও এই বিষয়ে পবন কাদিয়ানের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

Intro:এবার নদীয়া জেলা শাসক পবন কাদিয়ানের হুমকি ফোন ডানকুনি পুরসভার এক্সিকিউটিভ অফিসার রিজওয়ান ওয়াহাবকে। ফোনে উলঙ্গ করে পেটানোর হুমকি। যার জেরে তড়িঘড়ি অপসারণ করা হলো নদীয়া জেলা শাসক পবন কাদিয়ান কে।
উল্লেখ্য দিন কয়েক আগে সোশ্যাল মিডিয়ায় ফোনের একটি অডিও ক্লিপ ভাইরাল হয়। যেখানে শোনা যায় নদীয়া জেলা শাসক পবন কাদিয়ান ডানকুনি পুরসভার এক্সিকিউটিভ অফিসার রিজওয়ান ওয়াহাব কে কাজে যোগ দেওয়ায় দেরি হওয়ায় অকথ্য ভাষায় গালিগালাজ এবং উলঙ্গ করে পেটানোর হুমকি দেওয়া হয়। এই অডিও ক্লিপ ভাইরাল করে দেন পুরসভার এক্সিকিউটিভ অফিসার। এর পরেই তিনি নবান্নে স্বরাষ্ট্র কর্মী বর্গ বিভাগে নদীয়া জেলা শাসক পবন কাদিয়ানীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টিগোচর চেষ্টা করেন তিনি। এরপর নবান্নের স্বরাষ্ট্র কর্মী বিভাগ তদন্ত নেবে অডিও ক্লিপটি সত্যতা প্রমাণ করার পরেই নদীয়া জেলা শাসককে অপসারিত করা হয়। সূত্রের খবর, আই এ এস অফিসার পবন কাদিয়ানীর এহেন আচরণে ক্ষুব্ধ একাধিক ডব্লিউ বিসিএস অফিসার রা। যদিও পবন কাদিয়ান এর কোন প্রতিক্রিয়া এ বিষয়ে পাওয়া যায়নি।Body:DM NADIAConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.