শান্তিপুর, 2 এপ্রিল: বিশ্বব্যাপী কোরোনার প্রকোপ । 21 দিনের লকডাউনের জেরে সাধারণ মানুষ কার্যত গৃহবন্দী। তারপরও দেশে ও রাজ্যে সংক্রমিতের সংখ্যা বাড়ছে। এই অবস্থায় শান্তিপুরবাসীর শান্তি কামনায় ও রাজ্যের সর্বস্তরের মানুষের মঙ্গল চেয়ে বৃহস্পতিবার শিবের পুজো তথা চণ্ডীপাঠ ও মহাযজ্ঞ করলেন স্থানীয় বিধায়ক অরিন্দম ভট্টাচার্য।
কোরোনা দু'দিক থেকেই মানুষকে মারছে। একদিকে সংক্রমণ ছড়িয়ে সে যেমন ত্রাস সৃষ্টি করছে, অন্যদিকে লকডাউনে কাজ হারাচ্ছেন অনেকে। বিশেষত, হকার, মুটে, মজুরদের মতো দিন আনি, দিন খাই মানুষগুলো আজ বিপন্ন। এছাড়াও ভিন রাজ্যে আটকে পড়েছেন অনেক শ্রমিক। পাশাপাশি লকডাউনের কারণেই সরকারের হাজার চেষ্টা সত্ত্বেও দিন দিন দাম বাড়ছে জিনিসের। লকডাউন ওঠার পর বাজার দর কোথায় পৌঁছাবে তা নিয়ে চিন্তিত অধিকাংশ মানুষ। সব মিলিয়ে সংকটের পরিস্থিতি। সেই সংকট মোচন করতেই শিব উপাসনা ও যজ্ঞ। একইসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মঙ্গল কামনা করেন শান্তিপুরের বিধায়ক অরিন্দম ভট্টাচার্য। হয় চণ্ডীপাঠও।
অরিন্দম ভট্টাচার্য বলেন, "নবমীর দিন চণ্ডীপাঠের সঙ্গে সঙ্গে মহাযজ্ঞ করা হয়েছে। শান্তিপুরবাসীর জন্য প্রার্থনার পাশাপাশি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যও বিশেষ প্রার্থনা করা হয়েছে। যেভাবে তিনি তাঁর স্নেহ দিয়ে পশ্চিমবঙ্গের মানুষকে সুরক্ষিত রেখেছেন, এরাজ্যের মানুষ যেন এইভাবেই তাঁর স্নেহ ও ভালোবাসা পায়। তিনি নিজেও যেন সুরক্ষিত থাকেন।"