ETV Bharat / state

হাঁসখালির BJP নেতাকে লক্ষ্য করে গুলি, অভিযুক্ত তৃণমূল - Nadia

তিলক বর্মণ হাঁসখালি থানার 38 নম্বর জেলা পরিষদের BJP মণ্ডলের সাধারণ সম্পাদক ৷ আজ রাত আটটা নাগাদ তিনি বাড়ির কাছে একটি কমপ্লেক্সের সামনে দাঁড়িয়েছিলেন ৷ তখনই 20-30 জন দুষ্কৃতী তিলকের উপর হামলা চালায় ৷ তাঁকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালানো হয় বলেও অভিযোগ ৷

আহত নেতা
author img

By

Published : Jul 31, 2019, 11:10 PM IST

হাঁসখালি, 31 জুলাই : স্থানীয় BJP নেতাকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ ঘটনাটি নদিয়ার হাঁসখালি থানার বগুলা এলাকার ৷ স্থানীয় BJP নেতৃত্ব জানিয়েছে, গুলি লক্ষ্যভ্রষ্ট হয় । অল্পের জন্য প্রাণে বেঁচেছেন তিলক বর্মণ নামের ওই যুবক ।

তিলক বর্মণ হাঁসখালি থানার 38 নম্বর জেলা পরিষদের BJP মণ্ডলের সাধারণ সম্পাদক ৷ আজ রাত আটটা নাগাদ তিনি বাড়ির কাছে একটি কমপ্লেক্সের সামনে দাঁড়িয়েছিলেন ৷ তখনই 20-30 জন দুষ্কৃতী তিলকের উপর হামলা চালায় ৷ তাঁকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালানো হয় বলেও অভিযোগ ৷ যদিও গুলিগুলো লক্ষ্যভ্রষ্ট হয় ৷ এরপর লোহার রড ও হকি স্টিক দিয়ে তাঁকে মারধর করা হয় ৷ তবে লোকজন জড়ো হতে শুরু করলে দুষ্কৃতীরা পালিয়ে যায় । তিলককে সেখান থেকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে ভরতি করা হয় । তাঁর মাথায় কয়েকটি সেলাই পড়েছে । শরীরে ক্ষত চিহ্নও রয়েছে ।

তিলকের পরিবারের অভিযোগ, BJP করার কারণে হাঁসখালি ব্লকের প্রাক্তন তৃণমূল ব্লক সভাপতি দুলাল বিশ্বাসের ছেলে বাপ্পা বিশ্বাসের নেতৃত্বে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে । একই অভিযোগ করেছে স্থানীয় BJP নেতৃত্বও ৷ ঘটনায় হাঁসখালি থানায় অভিযোগ দায়ের করা হয় ৷ পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷ কে বা কারা যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে ৷ তবে এনিয়ে তৃণমূলের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷

হাঁসখালি, 31 জুলাই : স্থানীয় BJP নেতাকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ ঘটনাটি নদিয়ার হাঁসখালি থানার বগুলা এলাকার ৷ স্থানীয় BJP নেতৃত্ব জানিয়েছে, গুলি লক্ষ্যভ্রষ্ট হয় । অল্পের জন্য প্রাণে বেঁচেছেন তিলক বর্মণ নামের ওই যুবক ।

তিলক বর্মণ হাঁসখালি থানার 38 নম্বর জেলা পরিষদের BJP মণ্ডলের সাধারণ সম্পাদক ৷ আজ রাত আটটা নাগাদ তিনি বাড়ির কাছে একটি কমপ্লেক্সের সামনে দাঁড়িয়েছিলেন ৷ তখনই 20-30 জন দুষ্কৃতী তিলকের উপর হামলা চালায় ৷ তাঁকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালানো হয় বলেও অভিযোগ ৷ যদিও গুলিগুলো লক্ষ্যভ্রষ্ট হয় ৷ এরপর লোহার রড ও হকি স্টিক দিয়ে তাঁকে মারধর করা হয় ৷ তবে লোকজন জড়ো হতে শুরু করলে দুষ্কৃতীরা পালিয়ে যায় । তিলককে সেখান থেকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে ভরতি করা হয় । তাঁর মাথায় কয়েকটি সেলাই পড়েছে । শরীরে ক্ষত চিহ্নও রয়েছে ।

তিলকের পরিবারের অভিযোগ, BJP করার কারণে হাঁসখালি ব্লকের প্রাক্তন তৃণমূল ব্লক সভাপতি দুলাল বিশ্বাসের ছেলে বাপ্পা বিশ্বাসের নেতৃত্বে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে । একই অভিযোগ করেছে স্থানীয় BJP নেতৃত্বও ৷ ঘটনায় হাঁসখালি থানায় অভিযোগ দায়ের করা হয় ৷ পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷ কে বা কারা যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে ৷ তবে এনিয়ে তৃণমূলের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷

Intro:বিজেপি নেতাকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। নদীয়ার হাঁসখালি থানার বগুলা এলাকার ঘটনা। বিজেপি নেতার নাম তিলক বর্মন। হাঁসখালি থানার 38 নম্বর জেলা পরিষদের বিজেপি মন্ডল এর সাধারণ সম্পাদক তিনি।
সূত্রের খবর, রাত আটটা নাগাদ তিনি বাড়ির সামনে একটি কমপ্লেক্সের সামনে দাঁড়িয়ে ছিলেন। অভিযোগ তখনই আচমকাই কুড়ি 30 জন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এসে তিলক বর্মন এর ওপর অতর্কিত হামলা চালায়। তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালানোর অভিযোগ ওঠে। যদিও গুলি গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর লোহার রড এবং হকিস্টিক দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ তিলক বর্মন কে। মারধোর করার পর ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। তিলক বর্মনের পরিবারের অভিযোগ, বিজেপি করার কারণেই হাসখালি ব্লকের প্রাক্তন তৃণমূল ব্লক সভাপতি দুলাল বিশ্বাসের ছেলে বাপ্পা বিশ্বাসের নেতৃত্বে তৃণমূলের দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে। তিলক বর্মন কে বর্তমানে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথায় বেশ কয়েকটি সেলাই পড়েছে এবং সারা শরীরে ক্ষত চিহ্ন রয়েছে।
Body:HANSKHALI BJP ATTACKSConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.