ETV Bharat / state

Girl Child Murder: বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে বস্তাবন্দি শিশুর দেহ! শ্বাসরোধ করে খুনের অভিযোগ - Girl Child Murder in Nadia

এলাকার এক যুবক শিশুকন্যাটিকে বাড়ি থেকে নিয়ে গিয়েছিল বলে অভিযোগ ৷ তারপর মধ্যরাতে বস্তার মধ্যে মেয়েটির দেহ পাওয়া যায় ৷ তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ (Girl Child Murder in Nadia) ৷

Girl Child Murder
ETV Bharat
author img

By

Published : Dec 23, 2022, 1:02 PM IST

শান্তিপুর, 23 ডিসেম্বর: পাঁচ বছরের শিশু কন্যাকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ ৷ সরষে জমি থেকে বস্তায় বাঁধা অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ ৷ এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য নদিয়ার শান্তিপুর থানার গয়েশপুর গ্রাম পঞ্চায়েতের হিজলি এলাকায় (Minor girld child body found in field in Santipur Nadia) ৷

মৃত শিশু কন্যা হিজলি এলাকায় থাকত ৷ বৃহস্পতিবার সন্ধ্যায় এলাকার যুবক লজেন্সের লোভ দেখিয়ে মেয়েটিকে বাড়ি থেকে নিয়ে যায় বলে অভিযোগ । শিশুকন্যার বাবা সন্ধ্যায় বাড়িতে ফোন করে জানতে পারেন মেয়ে বাড়িতে নেই ৷ দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর শেষে জানতে পারা যায়, পাড়ার যুবক তাকে বাড়ি থেকে নিয়ে গিয়েছে । এরপরই অভিযুক্তকে ঘেরাও করে গ্রামবাসীরা ৷ তাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় ৷ সে জানায়, মেয়েটিকে চিপস জাতীয় কিছু কিনে দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছিল ৷ কিন্তু হত্যার অভিযোগ অস্বীকার করে সে ৷

আরও পড়ুন: মাঠের মাঝে অস্থায়ী ঝুপড়িতে আগুন, ঝলসে মৃত্যু দুই শবর শিশুকন্যার

এরপরই স্থানীয়রা অভিযুক্তকে মারধর শুরু করে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ৷ অভিযুক্তকে থানায় নিয়ে এসে দীর্ঘক্ষণ তাকে জিজ্ঞাসাবাদের পর রাত তিনটে নাগাদ অভিযুক্তর বাড়ির ঢিল ছোড়া দূরত্বে একটি সরষে জমি থেকে বস্তা বন্দি অবস্থায় ওই শিশু কন্যার দেহ উদ্ধার করে ৷ এ বিষয়ে রানাঘাট জেলা পুলিশের অতিরিক্ত এসপি রূপান্তর সেনগুপ্ত বলেন, "ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ৷ আজ তাকে আদালতে তোলা হলে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে ৷" পুলিশের অনুমান পুরনো শত্রুতার জেরে এমন কাণ্ড করতে পারে অভিযুক্ত । ওই শিশু কন্যাকে কোনওভাবে যৌন হেনস্থা করা হয়েছে কি না, তা ময়নাতদন্তের পরেই জানা যাবে ৷

শান্তিপুর, 23 ডিসেম্বর: পাঁচ বছরের শিশু কন্যাকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ ৷ সরষে জমি থেকে বস্তায় বাঁধা অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ ৷ এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য নদিয়ার শান্তিপুর থানার গয়েশপুর গ্রাম পঞ্চায়েতের হিজলি এলাকায় (Minor girld child body found in field in Santipur Nadia) ৷

মৃত শিশু কন্যা হিজলি এলাকায় থাকত ৷ বৃহস্পতিবার সন্ধ্যায় এলাকার যুবক লজেন্সের লোভ দেখিয়ে মেয়েটিকে বাড়ি থেকে নিয়ে যায় বলে অভিযোগ । শিশুকন্যার বাবা সন্ধ্যায় বাড়িতে ফোন করে জানতে পারেন মেয়ে বাড়িতে নেই ৷ দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর শেষে জানতে পারা যায়, পাড়ার যুবক তাকে বাড়ি থেকে নিয়ে গিয়েছে । এরপরই অভিযুক্তকে ঘেরাও করে গ্রামবাসীরা ৷ তাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় ৷ সে জানায়, মেয়েটিকে চিপস জাতীয় কিছু কিনে দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছিল ৷ কিন্তু হত্যার অভিযোগ অস্বীকার করে সে ৷

আরও পড়ুন: মাঠের মাঝে অস্থায়ী ঝুপড়িতে আগুন, ঝলসে মৃত্যু দুই শবর শিশুকন্যার

এরপরই স্থানীয়রা অভিযুক্তকে মারধর শুরু করে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ৷ অভিযুক্তকে থানায় নিয়ে এসে দীর্ঘক্ষণ তাকে জিজ্ঞাসাবাদের পর রাত তিনটে নাগাদ অভিযুক্তর বাড়ির ঢিল ছোড়া দূরত্বে একটি সরষে জমি থেকে বস্তা বন্দি অবস্থায় ওই শিশু কন্যার দেহ উদ্ধার করে ৷ এ বিষয়ে রানাঘাট জেলা পুলিশের অতিরিক্ত এসপি রূপান্তর সেনগুপ্ত বলেন, "ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ৷ আজ তাকে আদালতে তোলা হলে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে ৷" পুলিশের অনুমান পুরনো শত্রুতার জেরে এমন কাণ্ড করতে পারে অভিযুক্ত । ওই শিশু কন্যাকে কোনওভাবে যৌন হেনস্থা করা হয়েছে কি না, তা ময়নাতদন্তের পরেই জানা যাবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.