ETV Bharat / state

কর্মসংস্থানের দাবিতে BDO অফিস ঘেরাও পরিযায়ী শ্রমিকদের

author img

By

Published : Jul 27, 2020, 10:46 PM IST

লকডাউন কাজ হারিয়ে দীর্ঘদিন ভিন রাজ্যে আটকে থাকার পর সরকারি হস্তক্ষেপে অবশেষে জেলায় প্রবেশ করেছেন পরিযায়ী শ্রমিকরা। নদিয়া জেলার প্রায় 70 হাজার শ্রমিক ভিন রাজ্যে কাজ করতেন । কিন্তু সবকিছু বন্ধ থাকার কারণে জেলায় ফিরে তাঁরা কোনও কাজ পাচ্ছেন না । দীর্ঘদিন বাড়িতে বসে থাকার ফলে আর্থিক সংকটে ভুগছেন ।

image
BDO অফিস ঘেরাও পরিযায়ী শ্রমিকদের

কৃষ্ণনগর, 27 জুলাই : নেই কর্মসংস্থান ৷ সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে ৷ সরকারিভাবে মিলছে না কোনও আর্থিক সাহায্য, তাই অসহায় হয়ে নয় দফা দাবি নিয়ে BDO অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালেন পরিযায়ী শ্রমিকরা। ঘটনাটি নদিয়ার কৃষ্ণনগর দুই নম্বর BDO অফিসে ।

লকডাউন কাজ হারিয়ে দীর্ঘদিন ভিন রাজ্যে আটকে থাকার পর সরকারি হস্তক্ষেপে অবশেষে জেলায় প্রবেশ করেছেন পরিযায়ী শ্রমিকরা। নদিয়া জেলার প্রায় 70 হাজার শ্রমিক ভিন রাজ্যে কাজ করতেন। কিন্তু সবকিছু বন্ধ থাকার কারণে জেলায় ফিরে তাঁরা কোনও কাজ পাচ্ছেন না। দীর্ঘদিন বাড়িতে বসে থাকার ফলে আর্থিক সংকটে ভুগছেন । এই পরিস্থিতিতে মিলছে না কোনও কর্মসংস্থান । সরকারের তরফেও কোনও আর্থিক সাহায্য করা হচ্ছে না। অবশেষে কর্মসংস্থানের দাবিতে BDO অফিস ঘিরে বিক্ষোভ দেখালেন পরিযায়ী শ্রমিকরা ।

BDO অফিস ঘেরাও পরিযায়ী শ্রমিকদের

তাঁদের অভিযোগ, দীর্ঘদিন কর্মহীন হয়ে বাড়িতেই বসে রয়েছেন । নতুনভাবে ভিন রাজ্যে কাজে যাওয়ার আগ্রহ দেখালেও প্রশাসনের তরফে মিলছে না কোনও অনুমতি । আর্থিক সংকটে প্রায় না খেয়ে দিন কাটছে তাঁদের। এই অবস্থায় তাঁদের দাবি নতুন করে কর্মসংস্থানের ব্যবস্থা করুক রাজ্য সরকার। না হলে না খেতে পেয়ে মরতে হবে তাঁদের । তাই ছয় দফা দাবি তুলে বিক্ষোভের পাশাপাশি কৃষ্ণনগর 2 নম্বর BDO অফিসে একটি ডেপুটেশন জমা দেন তাঁরা ।

কৃষ্ণনগর, 27 জুলাই : নেই কর্মসংস্থান ৷ সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে ৷ সরকারিভাবে মিলছে না কোনও আর্থিক সাহায্য, তাই অসহায় হয়ে নয় দফা দাবি নিয়ে BDO অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালেন পরিযায়ী শ্রমিকরা। ঘটনাটি নদিয়ার কৃষ্ণনগর দুই নম্বর BDO অফিসে ।

লকডাউন কাজ হারিয়ে দীর্ঘদিন ভিন রাজ্যে আটকে থাকার পর সরকারি হস্তক্ষেপে অবশেষে জেলায় প্রবেশ করেছেন পরিযায়ী শ্রমিকরা। নদিয়া জেলার প্রায় 70 হাজার শ্রমিক ভিন রাজ্যে কাজ করতেন। কিন্তু সবকিছু বন্ধ থাকার কারণে জেলায় ফিরে তাঁরা কোনও কাজ পাচ্ছেন না। দীর্ঘদিন বাড়িতে বসে থাকার ফলে আর্থিক সংকটে ভুগছেন । এই পরিস্থিতিতে মিলছে না কোনও কর্মসংস্থান । সরকারের তরফেও কোনও আর্থিক সাহায্য করা হচ্ছে না। অবশেষে কর্মসংস্থানের দাবিতে BDO অফিস ঘিরে বিক্ষোভ দেখালেন পরিযায়ী শ্রমিকরা ।

BDO অফিস ঘেরাও পরিযায়ী শ্রমিকদের

তাঁদের অভিযোগ, দীর্ঘদিন কর্মহীন হয়ে বাড়িতেই বসে রয়েছেন । নতুনভাবে ভিন রাজ্যে কাজে যাওয়ার আগ্রহ দেখালেও প্রশাসনের তরফে মিলছে না কোনও অনুমতি । আর্থিক সংকটে প্রায় না খেয়ে দিন কাটছে তাঁদের। এই অবস্থায় তাঁদের দাবি নতুন করে কর্মসংস্থানের ব্যবস্থা করুক রাজ্য সরকার। না হলে না খেতে পেয়ে মরতে হবে তাঁদের । তাই ছয় দফা দাবি তুলে বিক্ষোভের পাশাপাশি কৃষ্ণনগর 2 নম্বর BDO অফিসে একটি ডেপুটেশন জমা দেন তাঁরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.