হাঁসখালি, 8 মার্চ : নদিয়ার হাঁসখালি থানার গোবিন্দপুর জিএসএফ প্রাথমিক বিদ্যালয়ে চুরি গিয়েছে মিড-ডে মিলের চাল । আজ সকালবেলা বিদ্যালয়ের মিড-ডে মিলের রাঁধুনিরা এসে দেখেন, স্কুলের মিড-ডে মিলের ঘরের ও অফিসের তালা ভাঙা এবং বারান্দার গ্রিল ভাঙা ৷ চাল, ডাল, তেল এবং বাচ্চাদের সাবান-সহ দামি একটি প্রজেক্টরও পাওয়া যাচ্ছে না ৷
সাড়ে দশটা নাগাদ প্রধান শিক্ষক স্কুলে এলে রাঁধুনিরা বিষয়টি তাঁকে জানান এবং তিনি পুলিশে খবর দেন ৷ প্রধান শিক্ষক বলেন, "আমাদের স্কুলের চাল, ডাল, তেল এবং বাচ্চাদের সাবান-সহ ক্লাস করানোর দামি একটি প্রজেক্টর চুরি গিয়েছে ৷ ছাড়েনি সরকারি পুরস্কারও ৷ পুলিশে খবর দিয়েছি ৷ থানার মেজবাবু এসে দেখে গিয়েছেন বিষয়টি ৷"
আরও পড়ুন : Kulti Suspected Robbery : কুলটিতে উদ্ধার ধানবাদের গাড়ি চালকের দেহ, ঘটনাস্থল থেকে উধাও গাড়ি
হাঁসখালি থানার ঢিলছোড়া দূরত্বে কীভাবে এরকম ঘটনা ঘটল, তা ভেবে গ্রামবাসী ও অভিভাবকরা হতবাক ৷ এরকম ঘটনা আগে কখনও হয়নি। ঘটনার তদন্তে নেমেছে হাঁসখালি থানার পুলিশ ৷