মায়াপুর, 5 জুলাই : 103 দিন পর আজ থেকে ভক্তদের জন্য খুলে দেওয়া হল মায়াপুরের ISKCON মন্দির ৷ তবে, সেক্ষেত্রে মানা হচ্ছে স্বাস্থ্যবিধি ৷ থার্মাল স্ক্রিনিং থেকে স্যানিটাইজ়িং সবই হচ্ছে ৷
মায়াপুরের ISKCON মন্দিরের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস জানান, থার্মাল স্ক্রিনিং ও স্যানিটাইজ়িংয়ের পরই ভক্তদের প্রবেশ করতে দেওয়া হবে ৷ একইসঙ্গে মাস্ক পরা ও 6 ফুট দূরত্ব বজায় রাখতে হবে ভক্তদের ৷
এখন থেকে প্রতিদিন সকাল 9 টা থেকে সন্ধে 7 টা পর্যন্ত মন্দির খোলা থাকবে ৷ মাঝখানে দুপুর 1 টা থেকে বিকেল 4 টে পর্যন্ত মন্দির বন্ধ থাকবে ৷ এতদিন নিয়ম মেনে মন্দিরের ভিতর পুজো হয়েছে ৷ কিন্তু ভক্তদের মন্দিরে প্রবেশ নিষিদ্ধ ছিল ৷ ISKCON-এর সেবায়েত মানিকলাল ভট্টাচার্য বলেন, "সরকারি নির্দেশ মেনে আমরা আজ গুরুপূর্ণিমার বিশেষ তিথিতে দর্শনার্থীদের জন্য মন্দির খুলে দিয়েছি ৷"
আজ ISKCON মন্দিরের পাশাপাশি ভক্তদের জন্য নবদ্বীপের পোড়ামা, ভবতারিণী ও শিবমন্দিরও খুলে দেওয়া হয়েছে ৷ মন্দির খোলায় খুশি ভক্তরাও ৷ সকাল থেকে পুজোও দিতে আসেন অনেকে ৷