ETV Bharat / state

Man shot in Nadia: জমি বিবাদের জেরে গুলিবিদ্ধ ব্যক্তি, ঘটনায় আহত আরও কয়েকজন - land dispute

নদিয়ায় গুলিবিদ্ধ হলেন এক ব্যক্তি (Man shot in Nadia) ৷ জমিকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিবাদের জেরে এই ঘটনা বলে জানা গিয়েছে ৷ কুদ্দুস শেখ শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন ৷

Man shot in Nadia
Man shot in Nadia
author img

By

Published : Dec 5, 2022, 1:34 PM IST

নদিয়া, 5 ডিসেম্বর: জমি বিবাদের (land dispute) জেরে গুলিবিদ্ধ হয়েছে এক ব্যক্তি (Man shot in Nadia) ৷ ঘটনায় আহত হয়েছেন একাধিক(many injured)। ঘটনাটি ঘটেছি নদিয়ার নাকাশিপাড়া থানার পাটুয়াডাঙ্গা এলাকায় ।

গুলিবিদ্ধ ব্যক্তির নাম কুদ্দুস শেখ । আশঙ্কাজনক অবস্থায় তিনি শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন । জানা গিয়েছে, কুদ্দুস শেখের দাদার সঙ্গে পাশের বাড়ির বাসিন্দাদের একটি জমিকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিবাদ ছিল । সোমবার আচমকাই পাশের বাড়ির বাসিন্দারা বেশকিছু বহিরাগত নিয়ে এসে ওই ব্যক্তির উপর হামলা চালায় বলে অভিযোগ ।

প্রতিবেশীরা ছুটে গেলে তাদের অস্ত্র দিয়ে বেধড়ক মারধর করা হয় ৷ এরপর আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালানো হয় বলেও অভিযোগ উঠেছে । পরে এলাকার মানুষ ছুটে এসে তড়িঘড়ি আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যান শক্তিনগর জেলা হাসপাতালে ।

আরও পড়ুন: মাটির নিচে কলসিতে সোনা, তান্ত্রিকের কথা শুনে অস্ত্রের কোপ খেলেন ব্যক্তি

আহত ব্যক্তিরা আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন । নাকাশিপাড়া থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে । যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি বলে খবর ।

নদিয়া, 5 ডিসেম্বর: জমি বিবাদের (land dispute) জেরে গুলিবিদ্ধ হয়েছে এক ব্যক্তি (Man shot in Nadia) ৷ ঘটনায় আহত হয়েছেন একাধিক(many injured)। ঘটনাটি ঘটেছি নদিয়ার নাকাশিপাড়া থানার পাটুয়াডাঙ্গা এলাকায় ।

গুলিবিদ্ধ ব্যক্তির নাম কুদ্দুস শেখ । আশঙ্কাজনক অবস্থায় তিনি শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন । জানা গিয়েছে, কুদ্দুস শেখের দাদার সঙ্গে পাশের বাড়ির বাসিন্দাদের একটি জমিকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিবাদ ছিল । সোমবার আচমকাই পাশের বাড়ির বাসিন্দারা বেশকিছু বহিরাগত নিয়ে এসে ওই ব্যক্তির উপর হামলা চালায় বলে অভিযোগ ।

প্রতিবেশীরা ছুটে গেলে তাদের অস্ত্র দিয়ে বেধড়ক মারধর করা হয় ৷ এরপর আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালানো হয় বলেও অভিযোগ উঠেছে । পরে এলাকার মানুষ ছুটে এসে তড়িঘড়ি আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যান শক্তিনগর জেলা হাসপাতালে ।

আরও পড়ুন: মাটির নিচে কলসিতে সোনা, তান্ত্রিকের কথা শুনে অস্ত্রের কোপ খেলেন ব্যক্তি

আহত ব্যক্তিরা আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন । নাকাশিপাড়া থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে । যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি বলে খবর ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.