নাকাশিপাড়া, 19 ডিসেম্বর : নেশামুক্তি কেন্দ্রে ভর্তির 24 ঘণ্টার মধ্যেই যুবকের মৃত্যু (Man dies in Addiction Treatment Centre) ৷ নদিয়ার নাকাশিপাড়া থানা এলাকার ঘটনায় বাড়ছে রহস্য (Nadia Death Controversy) ৷ মৃত যুবকের নাম সবরাজ দফাদার ৷ বয়স 39 বছর ৷ পরিবারের সদস্যদের দাবি, নেশামুক্তি কেন্দ্রের ভিতরেই সবরাজকে পিটিয়ে খুন (Murder Allegation) করা হয়েছে ৷ যদিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, অতিরিক্ত নেশা করায় সবরাজ আগে থেকেই অসুস্থ ছিলেন ৷ আর তার জেরেই মৃত্যু হয় তাঁর ৷ ঘটনার তদন্ত শুরু করেছে নাকাশিপাড়া থানার পুলিশ ৷
আরও পড়ুন : Nanoor Murder : নানুরে সিপিআইএম কর্মীকে পিটিয়ে খুন, কাঠগড়ায় তৃণমূল
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সবরাজ বিলকুমারি এলাকার বাসিন্দা ছিলেন ৷ তাঁদের পরিবার হতদরিদ্র ৷ দু’বেলা দু’মুঠো খাবারই জোটে না পরিবারের সদস্যদের ৷ অথচ বেশি রোজগারের চেষ্টা না করে সবরাজ রোজ মদ্যপান করতেন ৷ নেশা করে পড়ে থাকতেন এখানে-সেখানে ৷ নেশা ছাড়াতে যে চিকিৎসার প্রয়োজন, তার জন্য খরচ করার সাধ্য ছিল না পরিবারের ৷ তাই বার্ণিয়ার একটি নেশামুক্তি কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করেন পরিবারের সদস্যরা ৷
বার্ণিয়ার এই নেশামুক্তি কেন্দ্রটি বিনামূল্যে সকলের চিকিৎসা করে বলে জানা গিয়েছে ৷ শনিবার সকালে তাদের প্রতিনিধিরাই বাড়ি থেকে সবরাজকে নিয়ে যান ৷ কিন্তু, রবিবার সকালে তাঁরাই আবার সবরাজের মৃতদেহ বাড়িতে নিয়ে আসেন ৷ নেশামুক্তি কেন্দ্রের তরফে জানানো হয়, অসুস্থতার কারণেই মৃত্যু হয়েছে ওই যুবকের ৷ যদিও বাড়ির লোক তা মানতে নারাজ ৷
আরও পড়ুন : Murder : দুর্গাপুরে তাসের আসরে যুবককে পিটিয়ে খুন
খবর পেয়ে সবরাজের বাড়িতে পৌঁছে যায় পুলিশ ৷ তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ৷ প্রাথমিকভাবে, সবরাজের দেহে আঘাত বা মারধরের চিহ্ন পাওয়া যায়নি ৷ তবে সত্যিই তাঁকে পিটিয়ে খুন করা হয়েছে কিনা, ময়নাতদন্তের রিপোর্ট এলেই তা স্পষ্ট হবে ৷ এই বিষয়ে অভিযুক্ত নেশামুক্তি কেন্দ্রের তরফে কেউ কোনও মন্তব্য করতে রাজি হননি ৷